মেদিনীপুর 12 এপ্রিল : কেন্দ্র সরকারের কৃষি আইনের প্রভাব পড়েছে বাংলা চাষিদের উপর ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল, পথসভা করে প্রতিবাদ জানালেন পশ্চিম মেদিনীপুরের সদর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতিরা। মিছিলের পাশাপাশি পথসভা থেকে তীব্র ভাষায় কেন্দ্র সরকারের এই কৃষি আইনের প্রতিবাদ জানান তাঁরা।
প্রতিদিন সারের দাম বাড়ছে ৷ বাড়ছে চাষের যাবতীয় জিনিসপত্রের দাম । এই অবস্থায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাস্তায় নামল পশ্চিম মেদিনীপুর সদর তৃণমূল ব্লক কংগ্রেস কমিটি। এদিন তৃণমূলের পক্ষ থেকে শহরে মিছিল বের হয় । সেখানে কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির পাশাপাশি সারের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এদিন গোটা শহর পরিক্রমা করে গান্ধি মূর্তির পাদদেশে একটি পথসভা হয় । সেই সভায় তৃণমূল নেতৃত্ব তীব্র ভাষায় কটাক্ষ করে কেন্দ্র সরকারের এবং অমিত শাহকে। এদিনের মিছিল এবং সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,সুব্রত সরকার সহ বিশিষ্টজনেরা।
সভায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন, "কেন্দ্রীয় আইন এবং এই বিল আমরা মানব না। এই আইন চাষিদের সর্বস্বান্ত করছে । যেখানে চাষিরা দিনরাত পরিশ্রম করে সারাবছর ফসল ফলিয়ে আমাদের মুখে অন্ন জোগান দিচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার তাঁদের উপর বাড়তি কর চাপাতে এবং তাঁদের মেরে ফেলতে এই আইন করেছে ৷"
অমিত শাহের ছেলের বিরুদ্ধেও স্বর চড়ান তিনি ৷ বলেন, "যেখানে অমিত শাহের পুত্র জয় শাহকে তাঁর ব্যবসার জন্য সমস্ত প্রকার ছাড়, সুবিধা এবং ব্যাংকের ঋণ মুকুব করা হয়েছে, সেখানে চাষিদের ক্ষেত্রে সেই ছাড় কেন দেওয়া হয় না ৷ তাই আমরা আজ পথসভা এবং মিছিলের মাধ্যমে এর প্রতিবাদ জানালাম। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা। "