দাঁতন, 25 জুন: শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে নাবালিকার শ্লীলতাহানির (Minor Molested) অভিযোগ উঠল পুরোহিতের (Priest Arrested) বিরুদ্ধে ৷ অভিযুক্তের গলায় প্ল্যাকার্ড ও টিন বেঁধে সারা গ্রামে ঘোরাল বিক্ষুব্ধ জনতা । সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নারায়ণচক গ্রামের ঘটনা ।
বাড়ির এক অনুষ্ঠানের জন্য ডেকে আনা হয়েছিল পুরোহিতকে । সেই পুরোহিতের বিরুদ্ধেই এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তাকে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে ঘোরানো হয়েছে গ্রামের রাস্তায় । সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে ছড়িয়েও দেওয়া হয় ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই তা পুলিশের নজরে আসে এবং ঘটনার তদন্ত শুরু হয় ।
আরও পড়ুন: করোনা বিধিনিষেধ লঙ্ঘন করায় শিলিগুড়িতে গ্রেফতার 140 জন
নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই পুরোহিতকে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ । অভিযুক্তকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয় । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । প্রৌঢ় পুরোহিতের গলায় যে প্ল্যাকার্ড ঝোলানো হয়েছিল, তাতে লেখা ছিল তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা । লেখা ছিল, 'আমি শিশু ধর্ষণ করার অপরাধে আমার এই শাস্তি'। ওই অবস্থায় তাকে গ্রামে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে । ভিডিয়োয় দেখা গিয়েছে, অনেকেই ভিডিয়ো তুলছেন মোবাইলে । অভিযুক্তকে ঘিরে ধরে এগোচ্ছে জনতা ।
আরও পড়ুন: সঠিক বয়স জানতে অমৃতাভর ওসিফিকেশন টেস্ট করাল সিবিআই
পরিবার সূত্রে জানানো হয়েছে, বুধবার দাঁতনের একটি বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল । খাওয়া-দাওয়ারও ব্যবস্থা ছিল । পাশের গ্রামের এক প্রৌঢ় পুরোহিত সেখানে ধর্মীয় আচার পালনের জন্য গিয়েছিলেন । পরিবারের অভিযোগ, সুযোগ বুঝে একসময় শিশু কন্যাকে আড়ালে নিয়ে গিয়ে পুরোহিত তার শ্লীলতাহানি করে । উপস্থিত লোকজন তাকে ওই অবস্থায় দেখতে পাওয়ার পর বাড়িতে আটকে রাখেন ৷ বিকেলে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে পুরোহিতকে এলাকায় ঘোরানো হয় । সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে অভিযুক্ত পুরোহিতকে বৃহস্পতিবার গ্রাম থেকে আটক করে পুলিশ । পকসো আইনে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷