ETV Bharat / state

কোরোনার জেরে সাংবাদিকদের সঙ্গে বাইরে বৈঠক পুলিশ সুপারের - মেদিনীপুর

কোরোনা নিয়ে সতর্কতা নিতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমারকে । দপ্তর থেকে বেরিয়ে বাইরে সাংবাদিক বৈঠক করলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে বাইরে বৈঠক পুলিশ সুপারের
সাংবাদিকদের সঙ্গে বাইরে বৈঠক পুলিশ সুপারের
author img

By

Published : Mar 18, 2020, 8:07 PM IST

Updated : Mar 18, 2020, 10:14 PM IST

মেদিনীপুর, 18 মার্চ : কোরোনার জেরে সতর্ক পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার । দপ্তর থেকে বেরিয়ে বাইরে সাংবাদিক বৈঠক করলেন । বললেন, "ভিড় এড়াতে ও সাবধানতার জন্যই এই ব্যবস্থা । তাছাড়া স্বাস্থ্য দপ্তর এবং আমরা যৌথ উদ্যোগে একটি টিম তৈরি করেছি এই করোনা মোকাবিলায় ।"

কোরোনার জেরে গোটা রাজ্য বন্ধ থাকলেও কাজের নিরিখে থেমে নেই পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । চলছে বিভিন্ন ওষুধ দোকানে অভিযান । সেই অভিযান ঘিরেও প্রচুর পরিমাণে নকল মাস্ক উদ্ধার হয়েছে । বারবার স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হচ্ছে, ভিড় এড়িয়ে চলতে । যেকোনও মিটিং মিছিলে না যেতে । একসঙ্গে অনেকজনকে ঘোরাফেরা না করতে । কোরোনা নিয়ে সতর্কতা নিতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমারকে ।

আজ তিনি সাংবাদিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানান সাংবাদিকদের । প্রতিদিনের মতো সাংবাদিকরা ভিতরে ঢুকতে গিয়েই সমস্যা বাধে । গেটের সামনে তাঁদের সাবান দিয়ে হাত ধুইয়ে ভিতরে প্রবেশ করানো হয় । দপ্তর থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন পুলিশ সুপার । তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়েই নিজের বক্তব্য পেশ করেন । তিনি বলেন, "আমাদের বর্ডার টিমে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করছি । আমরা একটি ব়্যাপিড রেসপন্স টিম তৈরি করেছি এই কোরোনা মোকাবিলায় । তাছাড়া বিভিন্নভাবে আমরা বাইরে থেকে আগত বিভিন্ন মানুষজনের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অভিযান চালাচ্ছি । এই ভাইরাসকে রোধ করার জন্য সর্বদা চেষ্টা চলছে ।"

এই খোলা মাঠে প্রেস মিট কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, "খোলা মাঠ খুবই ভালো ৷ আলোকোজ্জ্বল এবং সাবধানতার জন্যই এই ব্যবস্থা । সবার সাবধানতা অবলম্বন করা দরকার ।" যদিও পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত কারও শরীরে COVID-19 ধরা পড়েনি ।

কোরোনার জেরে সাংবাদিকদের সঙ্গে বাইরে বৈঠক করলেন পুলিশ সুপার

মেদিনীপুর, 18 মার্চ : কোরোনার জেরে সতর্ক পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার । দপ্তর থেকে বেরিয়ে বাইরে সাংবাদিক বৈঠক করলেন । বললেন, "ভিড় এড়াতে ও সাবধানতার জন্যই এই ব্যবস্থা । তাছাড়া স্বাস্থ্য দপ্তর এবং আমরা যৌথ উদ্যোগে একটি টিম তৈরি করেছি এই করোনা মোকাবিলায় ।"

কোরোনার জেরে গোটা রাজ্য বন্ধ থাকলেও কাজের নিরিখে থেমে নেই পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । চলছে বিভিন্ন ওষুধ দোকানে অভিযান । সেই অভিযান ঘিরেও প্রচুর পরিমাণে নকল মাস্ক উদ্ধার হয়েছে । বারবার স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হচ্ছে, ভিড় এড়িয়ে চলতে । যেকোনও মিটিং মিছিলে না যেতে । একসঙ্গে অনেকজনকে ঘোরাফেরা না করতে । কোরোনা নিয়ে সতর্কতা নিতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমারকে ।

আজ তিনি সাংবাদিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানান সাংবাদিকদের । প্রতিদিনের মতো সাংবাদিকরা ভিতরে ঢুকতে গিয়েই সমস্যা বাধে । গেটের সামনে তাঁদের সাবান দিয়ে হাত ধুইয়ে ভিতরে প্রবেশ করানো হয় । দপ্তর থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন পুলিশ সুপার । তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়েই নিজের বক্তব্য পেশ করেন । তিনি বলেন, "আমাদের বর্ডার টিমে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করছি । আমরা একটি ব়্যাপিড রেসপন্স টিম তৈরি করেছি এই কোরোনা মোকাবিলায় । তাছাড়া বিভিন্নভাবে আমরা বাইরে থেকে আগত বিভিন্ন মানুষজনের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অভিযান চালাচ্ছি । এই ভাইরাসকে রোধ করার জন্য সর্বদা চেষ্টা চলছে ।"

এই খোলা মাঠে প্রেস মিট কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, "খোলা মাঠ খুবই ভালো ৷ আলোকোজ্জ্বল এবং সাবধানতার জন্যই এই ব্যবস্থা । সবার সাবধানতা অবলম্বন করা দরকার ।" যদিও পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত কারও শরীরে COVID-19 ধরা পড়েনি ।

কোরোনার জেরে সাংবাদিকদের সঙ্গে বাইরে বৈঠক করলেন পুলিশ সুপার
Last Updated : Mar 18, 2020, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.