কেশিয়ারি, 27 নভেম্বর : চুরি যাওয়া 11 টা মোবাইল উদ্ধার করল কেশিয়ারি থানার পুলিশ ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কালীপুজোর দিন মোবাইল চুরি হওয়ার অভিযোগ দায়ের হয় কেশিয়ারি থানায়। এলাকার মানুষের দিনের-পর-দিন অভিযোগ আসতে থাকে থানায় ৷ কোনও কারণ ছাড়াই চুরি হয়ে যায় একের পর এক মোবাইল ৷ আর এই মোবাইল চুরি হয়ে যাওয়া মোবাইলের যাবতীয় তথ্য পাচারের অভিযোগ করেছিলেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের নেশা করা কিছু দুষ্কৃতী এই মোবাইল চুরির সঙ্গে জড়িত ৷ এই অভিযোগের পর পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে ৷ তাদের কাছ থেকে 11 টি মোবাইল উদ্ধার হয়।
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বেলদা পুলিশ মহকুমা আধিকারিক সুমনকান্তি ঘোষ বলেন, "পুজোর সময় বেশ কয়েকটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আসে কেশিয়ারি থানায়। এরপর তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে খোয়া যাওয়া 11টি মোবাইল উদ্ধার করে পুলিশ।" তবে এই ধরনের অভিযান আগামী দিনে আরও হবে বলে জানান পুলিশ আধিকারিকরা।
সীমান্ত এলাকা কেশিয়ারিতে প্রায়ই শুধু মোবাইল চুরির সঙ্গে গাড়ি চুরিরও অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশের আরও সক্রিয় হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন এলাকার মানুষ।