ETV Bharat / state

লকডাউন কার্যকর করতে সকাল থেকেই পুলিশি টহলদারি জঙ্গলমহলে

author img

By

Published : Jul 24, 2020, 2:54 AM IST

মেদিনীপুরে লকডাউন কার্যকর করতে সকাল থেকেই তৎপর ছিল পুলিশ । অন্যদিকে সরকারি নির্দেশ মেনে ঝাড়গ্রামে বন্ধ ছিল প্রায় সব দোকানপাট, বাজার এলাকা ।

Lockdown situation in midnapore and jhargram
Lockdown situation in midnapore and jhargram

মেদিনীপুর, 23 জুলাই : কোরোনা ভাইরাসের চেইন ভাঙতে আজ রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার । ঝাড়গ্রাম ও মেদিনীপুরেও লাগু ছিল কড়া লকডাউন । সরকারি নিদের্শ মেনে বাড়িতেই ছিলেন বেশিরভাগ মানুষ । তবে মেদিনীপুর শহরে খোলা ছিল বেশ কয়েকটি দোকান । পরে অবশ্য পুলিশি অভিযানে দোকান বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা । কোনও প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় বেশ কয়েকজনকে প্রায় দু'ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে পুলিশ ।

মেদিনীপুরে লকডাউন কার্যকর করতে সকাল থেকেই তৎপর ছিল পুলিশ । লকডাউন উপেক্ষা করেই সকালে দোকান খুলেছিলেন শহরের এক মাংস ব্যবসায়ী সুনীল দে দালাল । দোকান খোলা পেয়ে ভিড় করেছিলেন গ্রাহকরাও । খবর পেয়ে দোকানে পৌঁছায় মেদিনীপুর থানার পুলিশ । দোকানটি বন্ধ করার পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে । একইভাবে রীতিমতো ধমক দিয়ে বন্ধ করা হয় শহরের বেশ কয়েকটি দোকান ।

অন্যদিকে ঝাড়গ্রামে সরকারি নির্দেশ মেনে বন্ধ ছিল প্রায় সব দোকানপাট, বাজার এলাকা । বন্ধ ছিল ঝাড়গ্রাম শহরের মূল বাজার জুবলী মার্কেট । কেবলমাত্র খোলা ছিল ওষুধের দোকান এবং প্যাথলজিক্যাল ল্যাবগুলো । বৃহস্পতিবার সকাল থেকেই জনশূন্য ছিল রাস্তাঘাট । ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল । ঝাড়গ্রাম শহরের পাশাপাশি নয়াগ্রাম, গোপীবল্লবপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি, লালগড়, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি সব জায়গায় দোকান, বাজার পুরোপুরি বন্ধ ছিল ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম থেকে ওড়িশা এবং ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তাগুলি সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের রাস্তাগুলিও ।

মেদিনীপুর, 23 জুলাই : কোরোনা ভাইরাসের চেইন ভাঙতে আজ রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার । ঝাড়গ্রাম ও মেদিনীপুরেও লাগু ছিল কড়া লকডাউন । সরকারি নিদের্শ মেনে বাড়িতেই ছিলেন বেশিরভাগ মানুষ । তবে মেদিনীপুর শহরে খোলা ছিল বেশ কয়েকটি দোকান । পরে অবশ্য পুলিশি অভিযানে দোকান বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা । কোনও প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় বেশ কয়েকজনকে প্রায় দু'ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে পুলিশ ।

মেদিনীপুরে লকডাউন কার্যকর করতে সকাল থেকেই তৎপর ছিল পুলিশ । লকডাউন উপেক্ষা করেই সকালে দোকান খুলেছিলেন শহরের এক মাংস ব্যবসায়ী সুনীল দে দালাল । দোকান খোলা পেয়ে ভিড় করেছিলেন গ্রাহকরাও । খবর পেয়ে দোকানে পৌঁছায় মেদিনীপুর থানার পুলিশ । দোকানটি বন্ধ করার পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে । একইভাবে রীতিমতো ধমক দিয়ে বন্ধ করা হয় শহরের বেশ কয়েকটি দোকান ।

অন্যদিকে ঝাড়গ্রামে সরকারি নির্দেশ মেনে বন্ধ ছিল প্রায় সব দোকানপাট, বাজার এলাকা । বন্ধ ছিল ঝাড়গ্রাম শহরের মূল বাজার জুবলী মার্কেট । কেবলমাত্র খোলা ছিল ওষুধের দোকান এবং প্যাথলজিক্যাল ল্যাবগুলো । বৃহস্পতিবার সকাল থেকেই জনশূন্য ছিল রাস্তাঘাট । ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল । ঝাড়গ্রাম শহরের পাশাপাশি নয়াগ্রাম, গোপীবল্লবপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি, লালগড়, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি সব জায়গায় দোকান, বাজার পুরোপুরি বন্ধ ছিল ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম থেকে ওড়িশা এবং ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তাগুলি সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের রাস্তাগুলিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.