ETV Bharat / state

রাত থেকে দলছুট দাঁতালের হানায় মৃত 1 - চন্দ্রকোনা

হাতির হানায় অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুরের একাধিক অঞ্চল ৷ হুঁশ নেই বন দপ্তরের ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 13, 2021, 5:08 PM IST

চন্দ্রকোনা,13 জানুয়ারি : হাতির হানায় প্রাণ গেল মহিলার ৷ আক্রান্ত আরও একজন । পাশাপাশি ক্ষয়ক্ষতি কয়েক বিঘা আলুর জমি । রাত থেকে সকাল পর্যন্ত দলছুট দাঁতালের তান্ডব চলে চন্দ্রকোনায় ।

ঘটনাস্থান চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের বালা হয়ে কুঞ্জবিহারীগঞ্জ, দিগারপাড়া, কুঁয়াপুরের ৷ গতকাল রাত থেকে সকাল পর্যন্ত তান্ডব চালায় ওই দলছুট দাঁতাল । এলাকায় তান্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করে কয়েক বিঘা আলু জমি । গজানন দাস নামের বছর ৫৫ র এক ব্যক্তি সামনে পড়ে গেলে তাকে আঘাত করে কোমর ভেঙে দেয় ৷

হাতির তান্ডব চন্দ্রকোনায়

আরও পড়ুন:হাতির অত্যাচরে অতিষ্ঠ হয়ে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীর

আরও পড়ুন :দুয়ারে হাতি, অতিষ্ঠ ডালকাটা গ্রামের বাসিন্দারা

এদিকে, চাষের সময় হাতি ঢুকে পড়ায় হতচকিত হয়ে পড়েন একাধিক গ্রামের মানুষ ও চাষিরা । সকাল পর্যন্ত এলাকায় হাতি থাকায় তাকে দেখতেও ভীড় জমায় উৎসুক মানুষ । এতেই হাতিটি বাধা পায় ৷ ফলে গ্রাম ছেড়ে বেরোতে পারেনি সে । যদিও এই ঘটনায় বন দপ্তরের কাউকেই দেখা পাওয়া যায়নি ৷

চন্দ্রকোনা,13 জানুয়ারি : হাতির হানায় প্রাণ গেল মহিলার ৷ আক্রান্ত আরও একজন । পাশাপাশি ক্ষয়ক্ষতি কয়েক বিঘা আলুর জমি । রাত থেকে সকাল পর্যন্ত দলছুট দাঁতালের তান্ডব চলে চন্দ্রকোনায় ।

ঘটনাস্থান চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের বালা হয়ে কুঞ্জবিহারীগঞ্জ, দিগারপাড়া, কুঁয়াপুরের ৷ গতকাল রাত থেকে সকাল পর্যন্ত তান্ডব চালায় ওই দলছুট দাঁতাল । এলাকায় তান্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করে কয়েক বিঘা আলু জমি । গজানন দাস নামের বছর ৫৫ র এক ব্যক্তি সামনে পড়ে গেলে তাকে আঘাত করে কোমর ভেঙে দেয় ৷

হাতির তান্ডব চন্দ্রকোনায়

আরও পড়ুন:হাতির অত্যাচরে অতিষ্ঠ হয়ে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীর

আরও পড়ুন :দুয়ারে হাতি, অতিষ্ঠ ডালকাটা গ্রামের বাসিন্দারা

এদিকে, চাষের সময় হাতি ঢুকে পড়ায় হতচকিত হয়ে পড়েন একাধিক গ্রামের মানুষ ও চাষিরা । সকাল পর্যন্ত এলাকায় হাতি থাকায় তাকে দেখতেও ভীড় জমায় উৎসুক মানুষ । এতেই হাতিটি বাধা পায় ৷ ফলে গ্রাম ছেড়ে বেরোতে পারেনি সে । যদিও এই ঘটনায় বন দপ্তরের কাউকেই দেখা পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.