ঝাড়গ্রাম 6 জানুয়ারি : ফের হাতির হানা জঙ্গলমহলে। মৃত্যু হল এক বৃদ্ধের । এই নিয়ে বেশ কয়েকবার হাতির হানায় মারা গেলেন জঙ্গলমহলের বেশ কয়েকজন বাসিন্দা। তবে মৃতব্যক্তির পরিবার ক্ষতিপূরণ পাবে বলে আশ্বাস বন দপ্তরের।
ঘটনাটি ঝাড়গ্রাম বন বিভাগের বেলপাহাড়ি রেঞ্জের বেলপাহাড়ি বিটের অন্তর্গত সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের জোড়কদা গ্রামের । বন দপ্তর সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম লেপা মান্ডি (৬০) । এদিন ভোরে প্রাতঃকর্ম করার জন্য বাড়ির বাইরে যান তিনি । বাড়ি পাশের জঙ্গলে প্রায় ৮ থেকে ১০ টা হাতির একটি দল ছিল । তার মধ্যে ১ হাতি দলছুট ওই ব্যক্তিকে সমানে পেয়ে তুলে আছাড় মারে। মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে । লেপা মান্ডির মৃত্যু নিয়ে ১৫ দিনের মধ্যে ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হয়েছে তিন জনের ।
২৭ ডিসেম্বর মানিকপাড়া রেঞ্জের লাওড়িয়ার কাছে গোবিন্দপুর জঙ্গলে টিয়াকাটি থেকে মোরগ লড়াই দেখে বাড়ি ফেরারা পথে হাতির হানায় মৃত্যু হয় রবি মাহাত ( ৫০) নামে এক ব্যক্তির । এছাড়াও ২৩ ডিসেম্বর বিনপুর থানার সারেঙ্গাগুলি গ্রাম লাগোয়া জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয় বছর ২৭ বৈদনাথ হেমব্রম নামে এক যুবকের ।