মৌপাল, 9 এপ্রিল: ভোট আসে ভোট যায় ৷ কিন্তু জলের সমস্যায় পড়ে থাকেন শালবনির মৌপালের বাসিন্দারা । তাই গরম পড়তেই সেই জলের সমস্যা সৃষ্টি হতে অবরোধে নামলেন তাঁরা । অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানানো হল ।
প্রান্তিক মানুষের জীবন-ধারনের প্রাথমিক সমস্যাগুলি সমস্যাই থেকে যায় । অভিযোগ, ভোটের আগে নেতাদের মুখে কথার ফুলঝুড়ি, আশ্বাস ৷ ভোটের পর নেতাদের আর দেখা পাওয়া যায় না । জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের (শালবনী ব্লকের) অন্তর্গত মৌপালের বাসিন্দাদের ওই একই অবস্থা । জলের দীর্ঘদিনের সমস্যা । তাঁদের মুখ থেকে আজ সাতসকালে এমনই হতাশাভরা বক্তব্য বেরিয়ে এল । এক বাসিন্দা বললেন, "5-6 মাস ধরে আমাদের এলাকার শতাধিক গ্রামবাসী তীব্র জলকষ্টে আছি । আগে একটা সজলধারা প্রকল্পের জল আমরা পেতাম । আজ 5-6 মাস ধরে তা খারাপ হয়ে পড়ে আছে । দূর-দূরান্ত থেকে জল নিয়ে আসতে হচ্ছে । শুধু পানীয় জলই নয়, দৈনন্দিন ব্যবহারের জলটুকুও পাওয়া যাচ্ছে না । এতজন এলাকাবাসী একসঙ্গে সমস্যায় পড়েছি । তাও প্রশাসনের ভ্রুক্ষেপ নেই ।" এ দিকে গরম পড়তেই নিজেদের কুয়োগুলিও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ! ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় ফিরলে দ্রুত সমস্যার সমাধান হবে কিন্তু ভোট যেতেই আর নেতা-আধিকারিকদের দেখা নেই বলে অভিযোগ । তাই বাধ্য হয়ে আজ সকাল 8 থেকে এলাকাবাসীরা অবরোধে সামিল হয়েছেন । বিশেষত বাড়ির মহিলারা ভাদুতলা - পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করেন ৷
প্রায় ঘণ্টাদুয়েক অবরোধ চলার পর পিড়াকাটা ফাঁড়ি থেকে পুলিশ আধিকারিকরা গিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।
প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল, পিড়াকাটা শুধু নয়, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাতে গরম পড়লেই তীব্র জলকষ্ট দেখা দেয় । সারা বছর ধরে পানীয় জলের সমস্যা তো বিভিন্ন এলাকাতে আছেই, গরমের সময়ে জঙ্গলমহলের এই সমস্ত রুক্ষ-শুষ্ক এলাকাতে দৈনন্দিন ব্যবহারের জলটুকুও পাওয়া যায় না বলে অভিযোগ গ্রামবাসীদের ।
আরও পড়ুন : 200-র বেশি আসনে জয়ে আত্মবিশ্বাসী মমতা-মোদি, আদৌ কি তা সম্ভব ?
প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সজলধারা প্রকল্প কিংবা সাব-মার্সেবল বসিয়ে জলাধার থেকে পাইপলাইনে করে জল পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু সেই প্রক্রিয়া সমস্ত জায়গাতে সমানভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ । এখনও বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারেনি সরকার । এর মধ্যেই আবার কোনও এলাকার সাব-মার্সেবল বা জলের পাইপ লাইনে কোথাও সমস্যা হলে তা সারাতে সারাতে 5-6 মাস থেকে 1-2 বছর লেগে যায় । এই পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে যাঁদের সাব-মার্সেবল বসানোর সাধ্য নেই, সংখ্যাগরিষ্ঠ সেই অংশ তীব্র জলকষ্টে ভোগেন । এ দিক ও দিক থেকে জল সংগ্রহ করে দিনের পর দিন জীবনধারণ করা সম্ভব হয় না ! আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে রাস্তা অবরোধের মতো বিক্ষোভ-প্রতিবাদের মধ্য দিয়ে । আরও অনেক মানুষ এর ফলে অসুবিধায় পড়েন । তাই জলের সমস্যা জানার পরও শুধুমাত্র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তাঁরা পথ অবরোধ করতে বাধ্য হন বলে জানাচ্ছেন একাধিক আন্দোলনকারী ।
যদিও মৌপালের এই সমস্যার বিষয়ে শালবনীর বিডিও প্রণব দাসের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "ওই এলাকার একটি সাব-মার্সেবল খারাপ হয়ে গিয়েছে বলে খবর পেয়েছি । ফলে এলাকাবাসীকে একটু দূর থেকে জল আনতে হচ্ছে । এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি । দ্রুত এই সমস্যার সমাধান করে দেওয়া হবে ।"
যদিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা গেলেই জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় । তবে আগামী দিনে তা কতটা সমাধান হবে সেটা উঠছে প্রশ্ন । কারণ দু দিন ঠিক থাকে তারপর পুনরায় জলের সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট এলাকায় ।