ETV Bharat / state

তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে পিড়াকাটায় মাওবাদী পোস্টার

জঙ্গলমহলে ফের লাগানো হল মাওবাদী পোস্টার। আজ সকালে পিড়াকাটা থানার পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে।

মাওবাদী পোস্টার
author img

By

Published : Mar 11, 2019, 11:13 PM IST

পিড়াকাটা, ১১ মার্চ : জঙ্গলমহলে ফের লাগানো হল মাওবাদী পোস্টার। আজ সকালে পিড়াকাটা থানার পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে।

শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির পাতরি গ্রামের কালভার্টে লাগানো সারি সারি সাদা কাগজ। তাতে লাল কালি দিয়ে লেখা, চোর তৃণমূল নেতারা হুঁশিয়ার। অবিলম্বে দল ছাড়তে হবে, না হলে জনগণের আদালতে কঠোর শাস্তি দেওয়া হবে। বন্দী মাওবাদী নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পুলিশ প্রশাসন তৃণমূলের দালালি করছে কেন? রাজ্য সরকার হুঁশিয়ার। কিষানজির বদলার চাই। পোস্টারগুলির নিচে লেখা CPI মাওবাদী। যদিও পোস্টারগুলি মাওবাদীদের কি না তা নিয়ে সন্দেহে আছে প্রশাসন।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "জঙ্গলমহলে এখন শান্তি বিরাজ করছে। এখানে মাওবাদী বলে কিছু নেই। ভোটের মুখে মানুষকে বিভ্রান্ত করতে BJP এগুলো করছে।"

BJP-র জেলা সভাপতি সমিত দাস বলেন, "মাওবাদীদের উপর নির্ভর করেই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এসেছিল। এবছর লোকসভা ভোটেও নিজেদের টিকিয়ে রাখতে মাওবাদীদের হাতিয়ার করতে চাইছে তৃণমূল। আর তাই তৃণমূলের একাংশ ভুয়ো পোস্টার ছড়িয়েছে।" জেলা পুলিশ প্রশাসন এবিষয়ে কিছু বলতে চাইছে না।

পিড়াকাটা, ১১ মার্চ : জঙ্গলমহলে ফের লাগানো হল মাওবাদী পোস্টার। আজ সকালে পিড়াকাটা থানার পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে।

শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির পাতরি গ্রামের কালভার্টে লাগানো সারি সারি সাদা কাগজ। তাতে লাল কালি দিয়ে লেখা, চোর তৃণমূল নেতারা হুঁশিয়ার। অবিলম্বে দল ছাড়তে হবে, না হলে জনগণের আদালতে কঠোর শাস্তি দেওয়া হবে। বন্দী মাওবাদী নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পুলিশ প্রশাসন তৃণমূলের দালালি করছে কেন? রাজ্য সরকার হুঁশিয়ার। কিষানজির বদলার চাই। পোস্টারগুলির নিচে লেখা CPI মাওবাদী। যদিও পোস্টারগুলি মাওবাদীদের কি না তা নিয়ে সন্দেহে আছে প্রশাসন।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "জঙ্গলমহলে এখন শান্তি বিরাজ করছে। এখানে মাওবাদী বলে কিছু নেই। ভোটের মুখে মানুষকে বিভ্রান্ত করতে BJP এগুলো করছে।"

BJP-র জেলা সভাপতি সমিত দাস বলেন, "মাওবাদীদের উপর নির্ভর করেই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এসেছিল। এবছর লোকসভা ভোটেও নিজেদের টিকিয়ে রাখতে মাওবাদীদের হাতিয়ার করতে চাইছে তৃণমূল। আর তাই তৃণমূলের একাংশ ভুয়ো পোস্টার ছড়িয়েছে।" জেলা পুলিশ প্রশাসন এবিষয়ে কিছু বলতে চাইছে না।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.