ঘাটাল (পশ্চিম মেদিনীপুর), 16 মে: শ্বশুর বাড়িতে গিয়ে বৌ খোয়ালেন যুবক ৷ তাও কিনা, শ্বশুরবাড়ির সদস্যদের গা-জোয়ারিতে ! আর তাই মঙ্গলবার সকাল থেকে বৌকে ফিরিয়ে দেওয়ার দাবিতে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসেছেন সৌরভ চাণক নামে ওই যুবক ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ সৌরভের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন ৷ আর তাঁর বৌকে জোর করে আটকে রাখা হয়েছে ৷ যদিও, এই ঘটনায় পুলিশ অভিযোগ না পেলে, কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে ৷
যুবক সৌরভ চাণক জানিয়েছেন, তিনি ঘাটাল থানার দীর্ঘগ্রামের বাসিন্দা ৷ একবছর আগে তিনি এবং ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কোয়েল সামন্ত প্রেম করে বিয়ে করেন ৷ কোয়েলের পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি ৷ সেই সময় তাঁরা প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ৷ পরবর্তী সময়ে সৌরভের পরিবার দু’জনের সামাজিক মতে বিয়ে দেয় ৷ প্রায় 1 বছর পর, সম্প্রতি কোয়েলের বাবা উত্তম সামন্ত এবং পরিবারের সদস্যরা তাঁদের বাড়িতে যান ৷ সেখানে গিয়ে তাঁদের বিয়ে মেনে নেওয়ার কথা জানান উত্তম সামন্ত ৷
এমনকি মেয়ে ও জামাইকে বাড়িতে অষ্টমঙ্গলার নিমন্ত্রণ জানিয়ে আসেন ৷ সেই মতো কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান সৌরভ ৷ কিন্তু, সেখানে গিয়ে যত বিপত্তি ৷ সৌরভ অভিযোগ করেছেন, তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা ৷ আর কোয়েলকে বাড়িতে আটকে রেখেছে ৷ এমনকি তাঁর স্ত্রীকে মারধরও করা হয়েছে ৷
আরও পড়ুন: স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর
এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে বিয়ের প্রমাণপত্র-সহ শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন সৌরভ চাণক ৷ বিয়ের ছবি হাতে বৌ ফিরিয়ে দেওয়ার দাবিতে ধরনায় বসেছেন তিনি ৷ আর শ্বশুর বাড়ির লোকজন ভিতর থেকে দরজায় তালা মেরে দিয়েছেন ৷ তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘাটাল থানায় ইতিমধ্য এই খবর পৌঁছেছে ৷ তবে, কোনও অভিযোগ দায়ের না হলে, পুলিশ ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছে ৷