ETV Bharat / state

ছাত্রদের ঘর থেকে বের করে দিয়ে ছাত্রীর শ্লীলতাহানি ! অভিযুক্ত প্রধান শিক্ষক - Assault

আগেও ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন প্রধান শিক্ষক ৷ কাল ফের এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷

বিক্ষোভ
author img

By

Published : Jul 31, 2019, 10:11 PM IST

পীড়াকাটা, 31 জুলাই : ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম রতন কুমার জানা ৷ বয়স 52 ৷ প্রতিবাদে আজ তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পশ্চিম মেদিনীপুরের পীড়াকাটা হাইস্কুলের ঘটনা ৷

গতকাল ক্লাস টেনের ঘরে যান পীড়াকাটা হাইস্কুলের প্রধান শিক্ষক রতন কুমার জানা ৷ ছাত্রদের ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন ৷ তারপর এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করেন ৷ বিষয়টি স্কুলের ছাত্ররা জানতে পারলে চেঁচামেচি শুরু করে ৷ এরপর ওই ছাত্রী এসে পুরো ঘটনাটি বাড়িতে জানায় ৷

আজ এই ঘটনার প্রতিবাদে স্কুলে প্রধান শিক্ষক এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থানে আসে পীড়াকাটা ফাঁড়ির পুলিশ ৷ তাতে আরও উত্তেজিত হয়ে যায় স্থানীয়রা ৷ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও তাঁর শাস্তির দাবিতে স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে ৷ পরে অবরোধ তুলে নেওয়া হলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷

শ্লীলতাহানির শিকার হওয়া ছাত্রীর অভিযোগ, দু'দিন আগেও একইভাবে ক্লাসে এসেছিলেন প্রধান শিক্ষক ৷ ছাত্রদের ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন ৷ কিন্তু ছাত্রীদের ক্লাস থেকে বেরোতে বারণ করেন ৷ তাঁর আরও অভিযোগ, এরপরই ছাত্রীদের ক্লাসের দরজা ও জানালা বন্ধ করতে বলেন তিনি ৷

অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক ৷ রতনবাবু ক্লাসে ঢোকার কথা স্বীকার করে নিয়ে বলেন, "ক্লাস চলাকালীন ছাত্ররা চিৎকার করছিল ৷ তাই তাদের বেরিয়ে যেতে বলেছিলাম ৷ "

তিনি আরও বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝামেলা করা হচ্ছে ৷ 2005 সাল থেকে এখানে কাজ করছি ৷ স্কুলের জন্য আমি জীবন দিয়েছি ৷ যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে সব দায়িত্ব ছেড়ে দেব ৷ "

পীড়াকাটা, 31 জুলাই : ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম রতন কুমার জানা ৷ বয়স 52 ৷ প্রতিবাদে আজ তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পশ্চিম মেদিনীপুরের পীড়াকাটা হাইস্কুলের ঘটনা ৷

গতকাল ক্লাস টেনের ঘরে যান পীড়াকাটা হাইস্কুলের প্রধান শিক্ষক রতন কুমার জানা ৷ ছাত্রদের ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন ৷ তারপর এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করেন ৷ বিষয়টি স্কুলের ছাত্ররা জানতে পারলে চেঁচামেচি শুরু করে ৷ এরপর ওই ছাত্রী এসে পুরো ঘটনাটি বাড়িতে জানায় ৷

আজ এই ঘটনার প্রতিবাদে স্কুলে প্রধান শিক্ষক এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থানে আসে পীড়াকাটা ফাঁড়ির পুলিশ ৷ তাতে আরও উত্তেজিত হয়ে যায় স্থানীয়রা ৷ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও তাঁর শাস্তির দাবিতে স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে ৷ পরে অবরোধ তুলে নেওয়া হলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷

শ্লীলতাহানির শিকার হওয়া ছাত্রীর অভিযোগ, দু'দিন আগেও একইভাবে ক্লাসে এসেছিলেন প্রধান শিক্ষক ৷ ছাত্রদের ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন ৷ কিন্তু ছাত্রীদের ক্লাস থেকে বেরোতে বারণ করেন ৷ তাঁর আরও অভিযোগ, এরপরই ছাত্রীদের ক্লাসের দরজা ও জানালা বন্ধ করতে বলেন তিনি ৷

অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক ৷ রতনবাবু ক্লাসে ঢোকার কথা স্বীকার করে নিয়ে বলেন, "ক্লাস চলাকালীন ছাত্ররা চিৎকার করছিল ৷ তাই তাদের বেরিয়ে যেতে বলেছিলাম ৷ "

তিনি আরও বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝামেলা করা হচ্ছে ৷ 2005 সাল থেকে এখানে কাজ করছি ৷ স্কুলের জন্য আমি জীবন দিয়েছি ৷ যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে সব দায়িত্ব ছেড়ে দেব ৷ "

Intro:পীড়াকাটা স্কুলে ছাত্রীর শ্রীলতাহানির ঘটনায় হেডমাস্টার কে ঘেরাও , রাস্তা অবরোধ স্থানীয়দের Body:দশম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই প্রধান শিক্ষকের বিরূদ্ধে, ঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার জানাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা l

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পীড়াকাটা হাইস্কুলে স্কুলের ছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক রতন জানা গত দুদিন আগে ক্লাসে ঢুকে ছাত্রদের ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে এবং শুধুমাত্র ছাত্রীদের ক্লাসে রেখে জানালা দরজা লাগিয়ে দেয় l ছাত্রীদের আরও অভিযোগ, এর আগেও প্রধান শিক্ষক পড়ানোর ছলে ছাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে l আজ সকালে প্রধান শিক্ষক স্কুলে এলে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষরা l খবর পেয়ে পীড়াকাটা ফাঁড়ির পুলিশ স্কুলে গিয়ে ক্ষিপ্ত জনতাকে সামাল দেওয়ার চেষ্টা করে l এলাকাবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরূদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে l তাদের দাবি, ঐ শিক্ষকের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং ঐ স্কুল থেকে অন্যত্র বদলী করতে হবে l এরপর ক্ষিপ্ত জনতা পীড়াকাটায় পথ অবরোধ শুরু করে l দেবানন্দ দাস নামে এক গ্রামবাসী জানান ওই হেডমাস্টারের নামে একাধিক অভিযোগ রয়েছে ,শুধু ইস্কুলে না ,পিড়াকাটা হোস্টেলেও একাধিক কারণে ওই হেডমাস্টারের নাম জড়িয়েছে এর আগে l আজকে যে ঘটনা ঘটিয়েছেন উনি তার জন্য আমরা চাই ওকে স্কুল থেকে অন্যত্র বদলি করা হোক l

অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক রতন জানার নামে ওঠা অভিযোগ সমস্ত পূর্ব পরিকল্পিত বলে জানান প্রধান শিক্ষক নিজেই l তিনি জানান স্কুল এবং হোস্টেল করার ক্ষেত্রে তার ভূমিকা সর্বোচ্চ l তিনি 2005 সাল থেকে চাকরিতে জয়েন করার পর থেকে স্কুল এবং হোস্টেল এর উন্নতি কল্পে বহু কাজ করেছেন l কিছু মানুষ তার নামে মিথ্যা রটনা এবং তাকে ফাঁসানোর জন্যই এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে l যদি এই ঘটনা সত্যি বলে প্রমাণিত হয় তাহলে তিনি দাবি করেন যে তিনি এই স্কুল নিজেই ছেড়ে দেবেন l তাঁর বিরূদ্ধে করা সমস্ত অভিযোগ মিথ্যে স্কুলের ছাত্ররা ক্লাসের সময় চিৎকার চেঁচামেচি করায়, তাদের বেরিয়ে যেতে বলা হয়, ছাত্ররা বেরিয়ে গেলেও প্রায় ৩৫/৪০ জন ছাত্রী ক্লাসে ছিল l এত ছাত্রীর মাঝে নিশ্চয় কোনো এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে অন্য ছাত্রীরা চুপ থাকবে না l তাঁর বিরূদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ প্রধান শিক্ষক রতন কুমার জানার l এরপর গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন ,উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ l Conclusion:পীড়াকাটা স্কুলে ছাত্রীর শ্রীলতাহানির ঘটনায় হেডমাস্টার কে ঘেরাও , রাস্তা অবরোধ স্থানীয়দের , এখনো অবরোধ চলছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.