ETV Bharat / state

যশের ধাক্কা মোকাবিলায় তৎপর কোতোয়ালি থানার পুলিশ

গতকাল সন্ধে থেকে বিভিন্ন এলাকায় পড়েছে বড় বড় গাছ, ইলেকট্রিক পোস্টসহ বড় বড় হোর্ডিং । এর ফলে মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকা গোলকুয়া চক, বড়তলা সুভাষ নগর সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় ।

যশ পরবর্তী বিপর্যয় মোকাবিলায় শহরের রাস্তায় কোতওয়ালি পুলিশ
যশ পরবর্তী বিপর্যয় মোকাবিলায় শহরের রাস্তায় কোতওয়ালি পুলিশ
author img

By

Published : May 27, 2021, 3:34 PM IST

মেদিনীপুর, 27 মে : ভয়ঙ্কর সুপার সাইক্লোন যশের কারণে বিধস্ত মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের প্রভাব কমতেই উদ্ধার কাজে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ । মেদিনীপুর শহরে গাছপালা পড়ে বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা স্বাভাবিক করতে নামল পুলিশ । রাতের অন্ধকারের পাশাপাশি দিনের বেলাতেও তৎপরতার সঙ্গে ভেঙে যাওয়া গাছপালা সরিয়ে পথচারীদের জন্য রাস্তা পরিষ্কার করলেন তাঁরা ।

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব শেষ হলেও তার প্রভাব রয়ে গিয়েছে জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর শহরে । গতকাল সন্ধে থেকে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ, ইলেকট্রিক পোস্টসহ বড় বড় হোর্ডিং পড়ে যায় । এর ফলে মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকা গোলকুয়া চক, বড়তলা সুভাষ নগর সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় । রাতে রাস্তা বন্ধ হয়ে যায় । ফলে বিভিন্ন জরুরি পরিষেবা থমকে যায় ৷ মানুষজনের চলাফেরা দুরুহ হয়ে দাঁড়ায় । তাই রাতেই উদ্ধার কাজে নামে কোতোয়ালি থানার পুলিশ ।

বিপর্যয় মোকাবিলায় শহরের রাস্তায় কোতওয়ালি পুলিশ

কোতয়ালি থানার পুলিশ আধিকারিক তরুণ দের নেতৃত্বে রাত থেকেই শুরু হয় যশে বিধ্বস্ত ভেঙে পড়ে যাওয়া গাছপালা সরানোর কাজ । দিনের বেলা তাঁরা ভেঙে যাওয়া বৈদ্যুতিক পোল সরিয়ে ফেলেন । মেদিনীপুর কলেজ মাঠের সামনে পড়ে যাওয়া হোর্ডিং সরানোর কাজে হাত লাগান পুলিশ কর্মীরা । এছাড়াও পুলিশ কর্মীরা ভেঙে যাওয়া মাটির বাড়ি সারানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ৷ ঝড়ে বিপর্যস্ত দুঃস্থ মানুষদের খাবারও পৌঁছে দেন তাঁরা । এরই পাশাপাশি লকডাউনে বিধিনিষেধ বজায় রাখার জন্য বিভিন্ন এলাকায় মানুষকে সতর্ক ও সচেতন করেন ৷ মাস্কেরও ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : যশের মধ্যে করোনার টিকা, চন্দ্রকোনার টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ

শুধু এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা না, এর আগেও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ আধিকারিকরা ৷ তাঁদের খাবার, স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷

মেদিনীপুর, 27 মে : ভয়ঙ্কর সুপার সাইক্লোন যশের কারণে বিধস্ত মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের প্রভাব কমতেই উদ্ধার কাজে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ । মেদিনীপুর শহরে গাছপালা পড়ে বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা স্বাভাবিক করতে নামল পুলিশ । রাতের অন্ধকারের পাশাপাশি দিনের বেলাতেও তৎপরতার সঙ্গে ভেঙে যাওয়া গাছপালা সরিয়ে পথচারীদের জন্য রাস্তা পরিষ্কার করলেন তাঁরা ।

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব শেষ হলেও তার প্রভাব রয়ে গিয়েছে জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর শহরে । গতকাল সন্ধে থেকে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ, ইলেকট্রিক পোস্টসহ বড় বড় হোর্ডিং পড়ে যায় । এর ফলে মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকা গোলকুয়া চক, বড়তলা সুভাষ নগর সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় । রাতে রাস্তা বন্ধ হয়ে যায় । ফলে বিভিন্ন জরুরি পরিষেবা থমকে যায় ৷ মানুষজনের চলাফেরা দুরুহ হয়ে দাঁড়ায় । তাই রাতেই উদ্ধার কাজে নামে কোতোয়ালি থানার পুলিশ ।

বিপর্যয় মোকাবিলায় শহরের রাস্তায় কোতওয়ালি পুলিশ

কোতয়ালি থানার পুলিশ আধিকারিক তরুণ দের নেতৃত্বে রাত থেকেই শুরু হয় যশে বিধ্বস্ত ভেঙে পড়ে যাওয়া গাছপালা সরানোর কাজ । দিনের বেলা তাঁরা ভেঙে যাওয়া বৈদ্যুতিক পোল সরিয়ে ফেলেন । মেদিনীপুর কলেজ মাঠের সামনে পড়ে যাওয়া হোর্ডিং সরানোর কাজে হাত লাগান পুলিশ কর্মীরা । এছাড়াও পুলিশ কর্মীরা ভেঙে যাওয়া মাটির বাড়ি সারানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ৷ ঝড়ে বিপর্যস্ত দুঃস্থ মানুষদের খাবারও পৌঁছে দেন তাঁরা । এরই পাশাপাশি লকডাউনে বিধিনিষেধ বজায় রাখার জন্য বিভিন্ন এলাকায় মানুষকে সতর্ক ও সচেতন করেন ৷ মাস্কেরও ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : যশের মধ্যে করোনার টিকা, চন্দ্রকোনার টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ

শুধু এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা না, এর আগেও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ আধিকারিকরা ৷ তাঁদের খাবার, স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.