ক্ষীরপাই, 23 মে : আদালতের নির্দেশে ভেঙে ফেলা হল সবজি বিক্রেতার এক বৃদ্ধার বাড়ি । পুনর্বাসনের আশ্বাস দিয়ে অসহায় বৃদ্ধার পাশে থাকা কথা দিল ক্ষীরপাই পৌরসভার (Khirpai Municipality help a Homeless old Woman)। ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার বাসিন্দা তারক বাহাদুর কয়েকমাস আগে আদালতের দ্বারস্থ হন । অভিযোগ, তাঁর জায়গা বেআইনিভাবে জবর দখল করে বাড়ি করে আছেন যামিনী বালা মণ্ডল নামে এক বৃদ্ধা । সেই জায়গা ফেরতের জন্যই ঘাটাল মহকুমা আদালতের দ্বারস্থ হন তারক বাহাদুর ৷
অবশেষে আদালতের রায়ে বেআইনিভাবে নির্মিত বৃদ্ধা যামিনীবালা মণ্ডলের টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি সোমবার ভেঙে দেওয়া হয় । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আদালতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও চন্দ্রকোনা থানার পুলিশ ।
বৃদ্ধার তরফে জানা গিয়েছে, তারকবাবুর পূর্ব পুরুষেরা যামিনী দেবীকে তাঁদের জায়গাতে বাড়ি নির্মাণ করে থাকতে দিয়েছিলেন ৷ কিন্তু তাঁদের মৃত্যু হওয়ায় বর্তমানে সেই জায়গার মালিক হন তারক বাহাদুর । তাই তিনি সেই জায়গা দখল নেওয়ার জন্যই আদালতের দ্বারস্থ হন ৷ যদিও এই বিষয়ে বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, "আমরা খবর পেয়েছি শীঘ্রই বৃদ্ধার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ৷"
আরও পড়ুন : Free Pathsala at Belia : ফারুক আলির 'অঙ্কুর পাঠশালা'য় শিক্ষাচেতনায় অঙ্কুরিত স্কুল ছুটরা