ETV Bharat / state

মাকে স্কুটারে নিয়ে দেশ ভ্রমণ কর্নাটকের ব্যক্তির

author img

By

Published : May 17, 2020, 3:29 PM IST

বৃদ্ধা মাকে স্কুটারে চাপিয়ে ভারত ভ্রমণ করে বেড়াচ্ছেন কর্নাটকের মাইসোরের ডি কৃষ্ণা কুমার । যদিও লকডাউনের জেরে সমস্যা হয়েছে । তবে মনের জোর আর ইচ্ছাশক্তির উপর ভর করেই চলছে তাঁর ভারত ভ্রমণ ।

aa
খড়্গপুর

খড়্গপুর, 17 মে: বছর 50-এর ডি কৃষ্ণা কুমার একসময় কর্নাটকের একটি নামী সংস্থায় কাজ করতেন । বাবার মৃত্যুর পর তাঁর মায়ের ইচ্ছা জাগে বাকি দেশ ঘুরে দেখবেন । ঘুরে দেখবেন ছোটো-বড়ো মন্দির । মায়ের ইচ্ছাপূরণ করতে চাকরি ছাড়েন 2018 সালের 16 জানুয়ারি । বাবার পুরানো স্কুটারে 70 বছর বয়সি মাকে চাপিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি । যদিও লকডাউনের মাঝে সমস্যায় পড়তে হয়েছে । খড়গপুরে রাত কাটিয়ে পাড়ি দিয়েছেন ভুবনেশ্বরের পথে ।

বৃদ্ধা মাকে স্কুটারে চাপিয়ে ভারত ভ্রমণ করে বেড়াচ্ছেন কর্নাটকের মাইসোরের ডি কৃষ্ণা কুমার । যদিও লকডাউনের মাঝে সমস্যা হয়েছে । তবে মনের জোর আর ইচ্ছাশক্তির উপর ভর করেই চলছে তাঁর ভারত ভ্রমণ । তামিলনাডু, কেরালা, গোয়া হয়ে উত্তর ভারতের সব রাজ্য ভ্রমণের পর মাকে স্কুটারে চাপিয়ে ঘুরে বেড়ান নেপাল, ভুটান,মায়ানমার । তবে লকডাউনের জেরে দার্জিলিঙে আটকে পড়েন । অবশেষে সাংসদ রাজু বিস্তার মধ্যস্থতায় তাঁর কথা হয় কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সঙ্গে । মুখ্যমন্ত্রীর কথায় মাকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি ।

তাঁর মুভমেন্ট পাসের ব্যবস্থা করে দেন সাংসদ নিজেই । সেই মুভমেন্ট পাস নিয়ে 54120 কিলোমিটার ভ্রমণের পর শুক্রবার রাতে খড়গপুর পৌঁছান কৃষ্ণা কুমার ও তাঁর মা । সেখানে রাত কাটিয়ে গতকাল সকালে পাড়ি দিয়েছেন ভুবনেশ্বরের পথে । ভারত ভ্রমণের খরচ বহন করতে এগিয়ে এসেছে অনেক সংগঠন । সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছেন অনেক ব্যক্তিও । তবে হাসিমুখে সমস্ত অর্থ সাহায্যই ফিরিয়ে দিয়েছেন ডি কৃষ্ণা কুমার ।

এমন ছেলে পেয়ে গর্ববোধ করছেন মা চূড়ারত্নাও । তাঁর কথায়, "এমন ছেলে পেয়ে আমি সত্যিই গর্বিত ।"

খড়্গপুর, 17 মে: বছর 50-এর ডি কৃষ্ণা কুমার একসময় কর্নাটকের একটি নামী সংস্থায় কাজ করতেন । বাবার মৃত্যুর পর তাঁর মায়ের ইচ্ছা জাগে বাকি দেশ ঘুরে দেখবেন । ঘুরে দেখবেন ছোটো-বড়ো মন্দির । মায়ের ইচ্ছাপূরণ করতে চাকরি ছাড়েন 2018 সালের 16 জানুয়ারি । বাবার পুরানো স্কুটারে 70 বছর বয়সি মাকে চাপিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি । যদিও লকডাউনের মাঝে সমস্যায় পড়তে হয়েছে । খড়গপুরে রাত কাটিয়ে পাড়ি দিয়েছেন ভুবনেশ্বরের পথে ।

বৃদ্ধা মাকে স্কুটারে চাপিয়ে ভারত ভ্রমণ করে বেড়াচ্ছেন কর্নাটকের মাইসোরের ডি কৃষ্ণা কুমার । যদিও লকডাউনের মাঝে সমস্যা হয়েছে । তবে মনের জোর আর ইচ্ছাশক্তির উপর ভর করেই চলছে তাঁর ভারত ভ্রমণ । তামিলনাডু, কেরালা, গোয়া হয়ে উত্তর ভারতের সব রাজ্য ভ্রমণের পর মাকে স্কুটারে চাপিয়ে ঘুরে বেড়ান নেপাল, ভুটান,মায়ানমার । তবে লকডাউনের জেরে দার্জিলিঙে আটকে পড়েন । অবশেষে সাংসদ রাজু বিস্তার মধ্যস্থতায় তাঁর কথা হয় কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সঙ্গে । মুখ্যমন্ত্রীর কথায় মাকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি ।

তাঁর মুভমেন্ট পাসের ব্যবস্থা করে দেন সাংসদ নিজেই । সেই মুভমেন্ট পাস নিয়ে 54120 কিলোমিটার ভ্রমণের পর শুক্রবার রাতে খড়গপুর পৌঁছান কৃষ্ণা কুমার ও তাঁর মা । সেখানে রাত কাটিয়ে গতকাল সকালে পাড়ি দিয়েছেন ভুবনেশ্বরের পথে । ভারত ভ্রমণের খরচ বহন করতে এগিয়ে এসেছে অনেক সংগঠন । সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছেন অনেক ব্যক্তিও । তবে হাসিমুখে সমস্ত অর্থ সাহায্যই ফিরিয়ে দিয়েছেন ডি কৃষ্ণা কুমার ।

এমন ছেলে পেয়ে গর্ববোধ করছেন মা চূড়ারত্নাও । তাঁর কথায়, "এমন ছেলে পেয়ে আমি সত্যিই গর্বিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.