খড়গপুর, 8 এপ্রিল: ফের খড়গপুর আইআইটি-র মুকুটে নতুন পালক (QS university ranking)। ইনস্টিটিউটের 19টি বিষয়ের উপর অধ্যয়নে ব়্যাঙ্কিং-এ বিশ্বের শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ল খড়গপুর আইআইটি (Karagpur IIT in world's top 100 universities)। তাতে খুশির হাওয়া জঙ্গলমহলে ।
মোট 19টি বিষয়ে অধ্যয়নের জন্য বিশ্ব ব়্যাঙ্কিং-এর (QS university ranking) শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হল খড়গপুর আইআইটি । এই ইনস্টিটিউট খনিজ ও খনির বিষয়ের জন্য 2022 সালে 37তম ব়্যাঙ্কিং-এ উঠে এসেছে ৷ 2021 সালে ব়্যাঙ্কিং ছিল 44 ৷ বৈদ্যুতিক এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিষয়ের জন্য 80তম রাঙ্কিং হয়েছে এ বছর ৷ যেখানে 2021 সালে 90তম স্থানে ছিল এই ইন্সটিউট । প্রকৌশল ও প্রযুক্তিতে 2022 সালের 6 এপ্রিল ঘোষিত 12তম QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং অনুসারে বিশ্বে 101তম স্থান এবং ভারতে তৃতীয় স্থানে রয়েছে ।
মূলত যে সব বিষয়ের উপর তার ভালো ব়্যাঙ্কিং করেছে সে গুলি হল, কৃষি ও বনবিদ্যাতে প্রথম স্থান, পরিসংখ্যান ও অপারেশনাল রিসার্চে প্রথম স্থান, খনিজ ও খনি সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় স্থান, পরিবেশ বিজ্ঞানে দ্বিতীয় স্থান, অর্থনীতি বিষয়ে দ্বিতীয় স্থান ৷ যদিও এর জন্য ভারতের শীর্ষ তিনে স্থান পেয়েছে খড়গপুর আইআইটি । ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তৃতীয় স্থান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে তৃতীয় স্থান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তৃতীয় স্থান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে তৃতীয় স্থান লাভ করেছে খড়গপুর আইআইটি ।
আরও পড়ুন: Hans Albert Einstein award: নদী নিয়ে গবেষণায় আমেরিকার বিরল সম্মান খড়গপুর আইআইটির অধ্যাপককে
এই 2022 সালের QS ব়্যাঙ্কিং-এ আইআইটির (Karagpur IIT news) শিরোপা নিয়ে কথা বলতে গিয়ে খড়গপুর আইআইটি-র ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেন, ‘‘খড়গপুর আইআইটি অন্যান্য আইআইটি থেকে আলাদা হয়ে উঠেছে ৷ খড়গপুর আইআইটি তার পাঠ্যক্রমের পাশাপাশি দক্ষতা ও বিকাশের দিকেও বিশেষ মনোযোগ দিয়েছে (Karagpur IIT named as one of the world's top 100 universities) ৷’’