দাসপুর, 26 অগাস্ট : কাটেনি 1 বছর । তার মধ্যেই বসে গেল 22 লাখ টাকা খরচ করে তৈরি কন্যাশ্রী সেতুর একাংশ । আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়ের । ফলে সমস্যায় পড়েছেন দাসপুর-পলাশপাই খালের দু'পারের বাসিন্দারা ।
গত বছর 17 সেপ্টেম্বর দাসপুর 2 নম্বর ব্লকের চকসুলতান গ্রামের পলাশপাই খালের উপর এই কাঠের সেতুটি উদ্বোধন করেছিলেন তৎকালীন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র । নাম দেওয়া হয়েছিল কন্যাশ্রী সেতু । সেতুটি তৈরিতে ব্যয় হয়েছিল প্রায় 21 লাখ 26 হাজার টাকা । কিন্তু এক বছরের মাথায় সেই সেতুর এই পরিণতিতে স্বাভাবিকভাবেই দুর্ভোগে প্রায় 20-30টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা । সেতুর একটা অংশ প্রায় বসে গেছে । কিন্তু সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়েই যাতায়াত করছেন এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ।
কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যেই সেতুটি বসে যাওয়ায় ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । তাদের অভিযোগ, পলাশপাই খাল সংস্কারের ফলে নিয়ম না মেনে প্রচুর মাটি তুলে নেওয়া হয়েছে । যার জেরে সেতুটির এই অবস্থা । শুধু তাই নয়, এর জেরে ধসের মুখে বহু ঘরবাড়ি ।
স্থানীয় বাসিন্দা অয়ন ভৌমিকের কথায়, "সেতুটি এখন যাতায়াতের পক্ষে বিপজ্জনক । দুর্ঘটনাও ঘটছে । তাই প্রশাসনের কাছে অনুরোধ, সেতুটি যেন তাড়াতাড়ি সারিয়ে দেওয়া হয় ।" তবে প্রশাসনের তরফে সেতুটি পর্যবেক্ষণের কথা বলা হয়েছে ।