মেদিনীপুর, 7 মার্চ: তৃণমূলের প্রার্থীতালিকায় নাম ওঠার পরই তৎপর অভিনেত্রী জুন মালিয়া ৷ রবিবার থেকেই শুরু করে দিলেন প্রচার ৷ অভিনেত্রীর পরিচয় দূরে সরিয়ে কার্যত ‘ঘরের মেয়ে’র মতোই মিশে গেলেন মেদিনীপুরের মানুষের সঙ্গে ৷ প্রচারপর্ব শুরু করলেন প্রয়াত প্রাক্তন বিধায়ক মৃগেন মাইতিকে শ্রদ্ধাজ্ঞাপন করে ৷ বিধায়কের বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মাল্য়দান করলেন জুন ৷ তারপর প্রচার সারলেন দলীয় সহকর্মীদের বাইকে চড়ে ৷
তৃণমূলের এবারের প্রার্থীতালিকা তারকাখচিত ৷ টলিউডের বহু নামী মুখই জায়গা করে নিয়েছেন সেখানে ৷ তাঁদের মধ্যে অন্য়তম জুন মালিয়া ৷ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছেন মমতা ৷ আর তারপরই সটান রণক্ষেত্রে হাজির জুন ৷ রবিবার দুপুর বারোটা নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছন জুন ৷ প্রথমেই যান স্বর্গীয় বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির বাড়ি ৷ তাঁকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷
রাজনীতির ময়দানে নতুন খেলোয়াড় হলেও জুনকে দেখে এদিন তা বোঝার উপায় ছিল না ৷ আম-মানুষের ভিড়ে তিনি ছিলেন একেবারে সাবলীল ৷ রুপোলি পর্দার নায়িকাকে হাতের কাছে পেয়ে তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন অনুরাগীরা ৷ জুন তাঁদের হতাশ করেননি ৷ মানুষের বাড়ানো হাত ধরতে কোনও কুণ্ঠাবোধ ছিল না তাঁর ৷ ভিড়ের মধ্যে থেকে এলাকার বাচ্চাদের কোলে তুলে আদরও করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে ৷
আরও পড়ুন : উত্তরপাড়ায় মমতার তারকা-বাজি কাঞ্চন, বুমেরাং হবে না তো ?
তৃণমূল সূত্রে খবর, অন্দরের কোন্দল মেটাতেই জুন মালিয়ার মতো একজন আনকোরাকে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করেছেন মমতা ৷ বস্তুত, পশ্চিম মেদিনীপুর জেলায় যে 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তা নিয়ে দলেরই নানা গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের ৷ এই অবস্থায় দলের পুরনো কোনও নেতা বা কর্মীকে প্রার্থী করা হলে অন্য গোষ্ঠী তাতে ক্ষুব্ধ হত ৷ যার জের গড়াত ভোটের প্রচার এবং ইভিএমে ৷ মনে করা হচ্ছে, এই জটিলতা এড়াতেই জুন মালিয়ার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীকে বেছে নিয়েছেন মমতা ৷
তবে এতেও যে বিতর্ক থেমেছে, তা নয় ৷ শাসকদলের অন্দরের একটা অংশ মেদিনীপুরে জুনকে মেনে নিতে পারেনি বলেই শোনা যাচ্ছে ৷ এতদিন যাঁরা দলের হয়ে মাঠে-ঘাটে ঘুরে ঘাম ঝড়ালেন, তাঁদের টিকিট না দিয়ে একজন সেলেবকে যেভাবে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দেওয়া হল, তা ভালো লাগেনি অনেকেরই ৷ এখন দেখার আলোচনা ও ক্য়ারিশমা দিয়ে জুন বিক্ষুব্ধদের সেই গোঁসা ভাঙাতে পারেন কিনা ৷