ETV Bharat / state

"কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাও", তাপসকে বললেন জয় - তাপস পালকে কটাক্ষ জয় বন্দ্যোপাধ্যায়ের

তাপস পালের উদ্দেশে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "দুই বন্ধু ছিলাম ৷ ও গেল তৃণমূলে ৷ আমি গেলাম BJP-তে ৷ ও গেল ওড়িশার জেলে আর আমি সারা রাজ্যে কলার তুলে BJP-র প্রচার করছি ৷ কেন ? কারণ আমার পার্টির কোনও দুর্নীতি নেই ৷ "

Joy Banerjee
জয় বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 3, 2020, 11:52 PM IST

Updated : Feb 4, 2020, 12:00 AM IST

মেদিনীপুর, 3 ফেব্রুয়ারি : প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালকে কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচারে গিয়ে তাপস পালের উদ্দেশে তিনি বলেন, "দুই বন্ধু ছিলাম ৷ ও গেল তৃণমূলে ৷ আমি গেলাম BJP-তে ৷ ও গেল ওড়িশার জেলে আর আমি সারা রাজ্যে কলার তুলে BJP-র প্রচার করছি ৷ কেন ? কারণ আমার পার্টির কোনও দুর্নীতি নেই ৷ "

CAA নিয়ে মানুষকে বোঝানোর জন্য জেলায় জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে BJP ৷ পশ্চিম মেদিনীপুরেও কখনও দিলীপ ঘোষ তো কখনও রাহুল সিনহা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে ৷ আজ মেদিনীপুরে CAA -এর সমর্থনে সভা করেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ সভামঞ্চ থেকে তাঁর একসময়ের বন্ধু ও সহঅভিনেতা তাপস পালকে কটাক্ষ করে বলেন, "আমি ওকে বলেছি, তুমি কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাও ৷ বল মা লোভে পড়ে আমার ভুল হয়ে গেছে ৷ অসৎ সঙ্গে গিয়ে আমার ভুল হয়ে গেছে ৷ আমি আর কিছু করব না ৷ আমায় সাহস, শক্তি দাও ৷ আমি যাতে অভিনয় করে আবার মানুষের মন জয় করতে পারি ৷ আর শেষ কথা ওকে বলেছিলাম, এবার আর সাদা মায়ের কাছে যেও না, কালো মায়ের কাছে থেকো ৷ " পাশাপাশি CPI(M)-কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ বলেন, ছাত্র-ছাত্রীদের উস্কে দিয়ে আন্দোলন করার চেষ্টা করছে ৷

"কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাও", তাপসকে বললেন জয়

CAA, NRC, NPR এর বিরুদ্ধে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আন্দোলনে শামিল হন ৷ আজ সেই সমস্ত আন্দোলনরত ছাত্রছাত্রীদেরও কটাক্ষ করতে ছাড়েননি জয় বন্দ্যোপাধ্যায় ৷

তিনি আরও বলেন, "ইন্দিরা গান্ধি থেকে শুরু করে মনমোহন সিং সবাই ভেবেছিলেন নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে ৷ কিন্তু নরেন্দ্র মোদি করে দেখিয়ে দিলেন ৷ কোনও দিন বাংলায় হিন্দু-মুসলিমের ঝগড়া দেখিনি ৷ ভ্রাতৃত্ব দেখেছি ৷ ভালোবাসা দেখেছি ৷ কিন্তু হঠাৎ CAA নিয়ে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ পুঁতে দিলেন ৷ 2021 সালে BJP ক্ষমতায় আসবে ৷ বাংলার মাটি থেকে আমরা সাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলে আমরা আবার ভালোবাসার বীজ পুঁতে দেব ৷ "

মেদিনীপুর, 3 ফেব্রুয়ারি : প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালকে কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচারে গিয়ে তাপস পালের উদ্দেশে তিনি বলেন, "দুই বন্ধু ছিলাম ৷ ও গেল তৃণমূলে ৷ আমি গেলাম BJP-তে ৷ ও গেল ওড়িশার জেলে আর আমি সারা রাজ্যে কলার তুলে BJP-র প্রচার করছি ৷ কেন ? কারণ আমার পার্টির কোনও দুর্নীতি নেই ৷ "

CAA নিয়ে মানুষকে বোঝানোর জন্য জেলায় জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে BJP ৷ পশ্চিম মেদিনীপুরেও কখনও দিলীপ ঘোষ তো কখনও রাহুল সিনহা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে ৷ আজ মেদিনীপুরে CAA -এর সমর্থনে সভা করেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ সভামঞ্চ থেকে তাঁর একসময়ের বন্ধু ও সহঅভিনেতা তাপস পালকে কটাক্ষ করে বলেন, "আমি ওকে বলেছি, তুমি কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাও ৷ বল মা লোভে পড়ে আমার ভুল হয়ে গেছে ৷ অসৎ সঙ্গে গিয়ে আমার ভুল হয়ে গেছে ৷ আমি আর কিছু করব না ৷ আমায় সাহস, শক্তি দাও ৷ আমি যাতে অভিনয় করে আবার মানুষের মন জয় করতে পারি ৷ আর শেষ কথা ওকে বলেছিলাম, এবার আর সাদা মায়ের কাছে যেও না, কালো মায়ের কাছে থেকো ৷ " পাশাপাশি CPI(M)-কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ বলেন, ছাত্র-ছাত্রীদের উস্কে দিয়ে আন্দোলন করার চেষ্টা করছে ৷

"কালীঘাটে গিয়ে মা কালীর কাছে ক্ষমা চাও", তাপসকে বললেন জয়

CAA, NRC, NPR এর বিরুদ্ধে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আন্দোলনে শামিল হন ৷ আজ সেই সমস্ত আন্দোলনরত ছাত্রছাত্রীদেরও কটাক্ষ করতে ছাড়েননি জয় বন্দ্যোপাধ্যায় ৷

তিনি আরও বলেন, "ইন্দিরা গান্ধি থেকে শুরু করে মনমোহন সিং সবাই ভেবেছিলেন নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে ৷ কিন্তু নরেন্দ্র মোদি করে দেখিয়ে দিলেন ৷ কোনও দিন বাংলায় হিন্দু-মুসলিমের ঝগড়া দেখিনি ৷ ভ্রাতৃত্ব দেখেছি ৷ ভালোবাসা দেখেছি ৷ কিন্তু হঠাৎ CAA নিয়ে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ পুঁতে দিলেন ৷ 2021 সালে BJP ক্ষমতায় আসবে ৷ বাংলার মাটি থেকে আমরা সাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলে আমরা আবার ভালোবাসার বীজ পুঁতে দেব ৷ "

Intro:তাপস পাল ,তুই কালীঘাটে গিয়ে মা কে পুজো করে ক্ষমা চা ,যে মা আমি যা করেছি ভুল করেছি ,তবে সাদা মায়ের কাছে যাস না ,কালো মায়ের কাছে যা ,কারণ ঐ সাদাটা গোটা পশ্চিমবাংলা কে নষ্ট করে দিয়েছে বক্তা জয় ব্যানার্জি , সিপিএম চলে যাওয়ার পর মাটির তলায় শুধু কঙ্কাল আর কঙ্কাল পাওয়া গেছে ,তৃণমূল যেদিন যাবে তারপর শুধু মাটির তলায় টাকা আর টাকা পাওয়া যাবে l Body:তাপস পাল ,তুই কালীঘাটে গিয়ে মা কে পুজো করে ক্ষমা চা ,যে মা আমি যা করেছি ভুল করেছি ,তবে সাদা মায়ের কাছে যাস না ,কালো মায়ের কাছে যা ,কারণ ঐ সাদাটা গোটা পশ্চিমবাংলা কে নষ্ট করে দিয়েছে বক্তা জয় ব্যানার্জি , সিপিএম চলে যাওয়ার পর মাটির তলায় শুধু কঙ্কাল আর কঙ্কাল পাওয়া গেছে ,তৃণমূল যেদিন যাবে তারপর শুধু মাটির তলায় টাকা আর টাকা পাওয়া যাবে l


সি এ এ নিয়ে মানুষকে বোঝানোর জন্য বিজেপি জোরকদমে প্রচার চালাচ্ছে l পশ্চিম মেদিনীপুর জেলায় কখনো দিলীপ ঘোষ আসছেন ,তো কখনো আবার কখনো রাহুল সিনহা l প্রতিদিনই কেউ না কেউ এই নাগরিকত্ব সংশোধনী আইনে বোঝাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি l এ দিন সংশোধনী আইন নিয়ে বাড়ি বাড়ি প্রচারের পাশা পাশি সভা করলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি l বক্তব্য রাখতে গিয়ে তাপস পাল কে নিয়ে বলেন তাপস পাল আর আমি জয় ব্যানার্জি দুজনে এক বাংলা সিনেমার দু ভাই ছিলাম, ও গেল তৃণমূলে আমি গেলাম বিজেপিতে ,ও গেল উড়িষ্যার জেলে আর আমি গোটা রাজ্যে কলার তুলে ঘুরছি ,সিএএ র সমর্থনে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের আইকোলা বাজারে একটি সভা করতে এসে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা জয় ব্যানার্জী l তিনি আরো বলেন আমি ওকে বলেছি তুই কালীঘাটে গিয়ে মা কে পুজো করে ক্ষমা চা ,যে মা আমি যা করেছি ভুল করেছি ,তবে সাদা মায়ের কাছে যাস না ,কাল মায়ের কাছে যা l কারণ এই সাদাটা গোটা পশ্চিমবাংলা কে নষ্ট করে দিয়েছে শুধু তাই নয় তিনি আরো বলেন এক সময় হিন্দু মুসলিম ভাই হিসাবে আমরা ভারতবর্ষে বসবাস করেছি কিন্তু এই নাগরিকত্ব আইন এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-মুসলিমের সম্প্রদায়ের মধ্যে ডাঙ্গার বিচ রোপন করে দিয়েছে l আমরা যদি 2021 সালে বাংলার ক্ষমতায় আসি তাহলে আবার ভাতৃত্বের বীজ রোপন করব আমরা l এদিন সিপিএমকে কটাক্ষ করতে গিয়ে জয় ব্যানার্জি বলেন ওদের কথা আর কি বলব, এখন ওরা ছাত্র-ছাত্রীদের উস্কিয়ে আন্দোলন করার চেষ্টা করছে l ছাত্রছাত্রীরা চাইছে আজাদী ,আজাদী l ছাত্রছাত্রীরা ওপেন চুমু খাচ্ছে ,গাঁজা খাচ্ছে ,এরপরও তোমার আজাদী প্রয়োজন ,এই ভাবেই কটাক্ষ করলেন জয় ব্যানার্জি l শুধু তাই নয় তিনি আরো বলেন এখানে কোন সম্প্রদায় কে ভাগ করে দেওয়ার জন্য নয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন তৈরি হয়েছে l শুধু তাই নয় এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের অর্থ নিয়ে এলাকাবাসীদের বোঝান তিনি l এরপর তিনি তৃণমূল নেত্রী কে কটাক্ষ করতে গিয়ে বলেন 34 বছর সিপিএম শাসন করার পর যখন চলে গেছিল তখন মাটি খুড়তে শুধু কঙ্কাল কঙ্কাল পাওয়া গেছে যেদিন ,যে দিন তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে ,তখন মাটি খুঁড়লে শুধু নোট আর নোট পাওয়া যাবে ,আর সেই নোট বন্দি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি l এই দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সমিত দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব l Conclusion:তাপস পাল ,তুই কালীঘাটে গিয়ে মা কে পুজো করে ক্ষমা চা ,যে মা আমি যা করেছি ভুল করেছি ,তবে সাদা মায়ের কাছে যাস না ,কালো মায়ের কাছে যা ,কারণ ঐ সাদাটা গোটা পশ্চিমবাংলা কে নষ্ট করে দিয়েছে বক্তা জয় ব্যানার্জি , সিপিএম চলে যাওয়ার পর মাটির তলায় শুধু কঙ্কাল আর কঙ্কাল পাওয়া গেছে ,তৃণমূল যেদিন যাবে তারপর শুধু মাটির তলায় টাকা আর টাকা পাওয়া যাবে l
Last Updated : Feb 4, 2020, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.