ETV Bharat / state

ঘাটালে একদিনে কোরোনায় আক্রান্ত 45

রেকর্ড গড়ল ঘাটাল মহকুমা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একদিনে 45 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলল। বর্তমানে জেলায় মোট কোরোনা আক্রান্ত 73। এদের মধ্যে ঘাটালের 18 জন এবং দাসপুরে 27 জনের শরীরে কোরোনার খোঁজ পাওয়া গিয়েছে। এই ঘটনার পর উঠে-পড়ে লেগেছে জেলা স্বাস্থ্য দপ্তর। নেওয়া হচ্ছে ব্যবস্থা।

ঘাটালে কোরোনা আক্রান্ত রেকর্ড
ঘাটালে একদিনে আক্রান্ত 45
author img

By

Published : Jun 7, 2020, 1:44 PM IST

ঘাটাল, 7 জুন : গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিম মেদিনীপুরেও কোরোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে এই জেলা। কোরোনার আক্রান্তের সংখ্যা হিসেবে জেলায় সর্বোচ্চ তালিকা রয়েছে ঘাটাল মহকুমা। এর আগে একদিনে 16 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এই মহকুমায়। এবার একদিনে 45 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেল ঘাটালে। বর্তমানে জেলায় মোটা আক্রান্তের সংখ্যা 73।

উল্লেখ্য, যেভাবে প্রতিদিন হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন, তাঁদের মধ্যেই এই কোরোনার সংক্রমনের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। আর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় বেশি পরিমাণে পরিযায়ী শ্রমিক বাইরে থেকে বাড়ি ফিরছেন। তাই সেখানে সংক্রমণে সংখ্যাও বেশি বলে অভিমত স্বাস্থ্যকর্তাদের। বিশেষ করে প্রতি বছর ঘাটাল, দাসপুর এবং কেশপুর থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে মুম্বই, দিল্লি, গুজরাত, বেঙ্গালুরু যান। সেখানে গিয়ে তাঁরা পড়াশোনার পাশাপাশি কেউ কেউ জরি, সোনা এবং রাজমিস্ত্রির কাজ করেন। লকডাউনের পর পরিযায়ীরা কোরোনা সংক্রামিত রাজ্যগুলি থেকে ফেরার সময় কোরোনায় আক্রান্ত হচ্ছেন।

রবিবার এক সঙ্গে 45 জনের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জেলায়। দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান, "শনিবার রাতেই এই 45 জনের রিপোর্ট হাতে এসেছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন।" জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল বলেন, "এই রিপোর্ট আমরা শর্টআউট করছি। টোটাল জেলায় সংখ্যাটা আরও বেশি দাঁড়াবে। তাই আমরা শালবনি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করেছি। এর পাশাপাশি ঘাটালে কোনও কোভিড হাসপাতাল করা যায় কি না সেটার ব্যাপারে খোঁজখবর চালাচ্ছি।"

ঘাটাল, 7 জুন : গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিম মেদিনীপুরেও কোরোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে এই জেলা। কোরোনার আক্রান্তের সংখ্যা হিসেবে জেলায় সর্বোচ্চ তালিকা রয়েছে ঘাটাল মহকুমা। এর আগে একদিনে 16 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এই মহকুমায়। এবার একদিনে 45 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেল ঘাটালে। বর্তমানে জেলায় মোটা আক্রান্তের সংখ্যা 73।

উল্লেখ্য, যেভাবে প্রতিদিন হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন, তাঁদের মধ্যেই এই কোরোনার সংক্রমনের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। আর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় বেশি পরিমাণে পরিযায়ী শ্রমিক বাইরে থেকে বাড়ি ফিরছেন। তাই সেখানে সংক্রমণে সংখ্যাও বেশি বলে অভিমত স্বাস্থ্যকর্তাদের। বিশেষ করে প্রতি বছর ঘাটাল, দাসপুর এবং কেশপুর থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে মুম্বই, দিল্লি, গুজরাত, বেঙ্গালুরু যান। সেখানে গিয়ে তাঁরা পড়াশোনার পাশাপাশি কেউ কেউ জরি, সোনা এবং রাজমিস্ত্রির কাজ করেন। লকডাউনের পর পরিযায়ীরা কোরোনা সংক্রামিত রাজ্যগুলি থেকে ফেরার সময় কোরোনায় আক্রান্ত হচ্ছেন।

রবিবার এক সঙ্গে 45 জনের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জেলায়। দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান, "শনিবার রাতেই এই 45 জনের রিপোর্ট হাতে এসেছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন।" জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল বলেন, "এই রিপোর্ট আমরা শর্টআউট করছি। টোটাল জেলায় সংখ্যাটা আরও বেশি দাঁড়াবে। তাই আমরা শালবনি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করেছি। এর পাশাপাশি ঘাটালে কোনও কোভিড হাসপাতাল করা যায় কি না সেটার ব্যাপারে খোঁজখবর চালাচ্ছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.