ETV Bharat / state

IIT Kharagpur Covid Protocol: বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বিধিনিষেধ আইআইটি খড়্গপুরে - খড়্গপুর আইআইটিতে করোনা বিধিনিষেধ

রাজ্যে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে ৷ কিন্তু আজ থেকে কোভিড বিধিনিষেধে অন্য পথে হাঁটল আইআইটি খড়্গপুর আইআইটি ৷ শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়পত্র (IIT Kharagpur Covid Protocol) ৷

IIT Kharagpur Covid Protocol
আইআইটি খড়্গপুর
author img

By

Published : Jan 18, 2022, 2:02 PM IST

খড়গপুর, 18 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল খড়্গপুর আইআইটি । সংক্রমণ রুখতে আজ থেকে আরও কড়া বিধিনিষেধ লাগু করল আইআইটি কর্তৃপক্ষ । আগামী 23 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে । আইআইটি ক্যাম্পাসের প্রবেশ এবং সেখান থেকে বেরনোর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ৷ খড়্গপুর আইআইটির প্রবেশপথে কোনও ব্যক্তি প্রবেশ করতে চাইলে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে (IIT Kharagpur stricts Covid Protocol amidst surge in Corona Infection) ।

গতকাল রাত পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, খড়্গপুর আইআইটি-তে আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়ে গিয়েছে ৷ মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত 2-3 দিনে 50-60 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । এর মধ্যে পড়ুয়ার সংখ্যা প্রায় 20 । শেষে মঙ্গলবার থেকে 23 জানুয়ারি অবধি সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইআইটি খড়্গপুর (Indian Institute of Technology Kharagpur, IIT Kharagpur) কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Corona Guidelines Relaxations : জিম, শুটিংয়ে ছাড়; রাজ্যে আরও শিথিল করোনা বিধিনিষেধ

একদিকে রাজ্যজুড়ে কিছুটা হলেও করোনা বিধিনিষেধ শিথিল করেছে প্রশাসন ৷ মেলা, বিয়েবাড়ি, জিম খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । পাশাপাশি রাতে নাইট কারফিউ জারি করেছে রাজ্য সরকার । অন্যদিকে আইআইটি খড়্গপুর সম্পূর্ণ উল্টো পথে হেঁটে সবকিছু বন্ধ রাখার পদক্ষেপ করেছে । শুধুমাত্র স্বাস্থ্য ও অন্য জরুরি পরিষেবা চালু থাকবে ।

গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন 9 হাজার 385 জন । তবে, নমুনা পরীক্ষা হয়েছে মাত্র 35,515 টি । সংক্রমণের হার 26.43 শতাংশ ।

খড়গপুর, 18 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল খড়্গপুর আইআইটি । সংক্রমণ রুখতে আজ থেকে আরও কড়া বিধিনিষেধ লাগু করল আইআইটি কর্তৃপক্ষ । আগামী 23 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে । আইআইটি ক্যাম্পাসের প্রবেশ এবং সেখান থেকে বেরনোর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ৷ খড়্গপুর আইআইটির প্রবেশপথে কোনও ব্যক্তি প্রবেশ করতে চাইলে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে (IIT Kharagpur stricts Covid Protocol amidst surge in Corona Infection) ।

গতকাল রাত পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, খড়্গপুর আইআইটি-তে আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়ে গিয়েছে ৷ মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত 2-3 দিনে 50-60 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । এর মধ্যে পড়ুয়ার সংখ্যা প্রায় 20 । শেষে মঙ্গলবার থেকে 23 জানুয়ারি অবধি সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইআইটি খড়্গপুর (Indian Institute of Technology Kharagpur, IIT Kharagpur) কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Corona Guidelines Relaxations : জিম, শুটিংয়ে ছাড়; রাজ্যে আরও শিথিল করোনা বিধিনিষেধ

একদিকে রাজ্যজুড়ে কিছুটা হলেও করোনা বিধিনিষেধ শিথিল করেছে প্রশাসন ৷ মেলা, বিয়েবাড়ি, জিম খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । পাশাপাশি রাতে নাইট কারফিউ জারি করেছে রাজ্য সরকার । অন্যদিকে আইআইটি খড়্গপুর সম্পূর্ণ উল্টো পথে হেঁটে সবকিছু বন্ধ রাখার পদক্ষেপ করেছে । শুধুমাত্র স্বাস্থ্য ও অন্য জরুরি পরিষেবা চালু থাকবে ।

গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন 9 হাজার 385 জন । তবে, নমুনা পরীক্ষা হয়েছে মাত্র 35,515 টি । সংক্রমণের হার 26.43 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.