ঘাটাল, ৭ মে : "আমি মমতার কাছে জানতে চাই, জয়শ্রীরাম ধ্বনি ভারতে না দিয়ে কি পাকিস্তানে গিয়ে দেব ? জয়শ্রীরাম ধ্বনি দেওয়া থেকে আমাদের কেউ আটকাতে পারবে না ।" ঘাটালের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন অমিত শাহ ।
আজ ঘাটালে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ । মঞ্চ থেকে তিনি বলেন, "মমতা দিদি আপনি আমাদের ব়্যালি আটকাতে পারেন, মিথ্যাচার করতে পারেন, যা খুশি করতে পারেন । কিন্তু, ২৩ মে BJP ২৩-র বেশি আসন জিতবই ।"
ঘাটালের পাশাপাশি দিলীপ ঘোষের সমর্থনে মেদিনীপুরে সভা করেন অমিত শাহ ৷ কেশিয়াড়ির কলাবনি মাঠেও জনসভা থেকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
শনিবার চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জয়শ্রীরাম ধ্বনি দেয় কয়েকজন । ধ্বনি শুনে মমতা গাড়ি থেকে নেমে বলেন, পালাচ্ছিস কেন ? এরপর বিষ্ণুপুরের নির্বাচনী জনসভা থেকে BJP-কে একহাত নেন তিনি । বলেন, "আমরা কখনও একটা ধ্বনি দিই না । যে ধ্বনিটা BJP দেয় । কোনও একজনের নামে ধ্বনি দেয় ওরা । দেবতা না হলেও দেবতা বানিয়ে দিচ্ছে । আমরা এটা করি না ।"
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, "তুমি তো ৫ বছর ক্ষমতায় ছিলে, রামমন্দির বানাতে পারোনি কেন ?"
এই সংক্রান্ত খবর : রাম দেবতা নন, তাঁর নামে ধ্বনি দেব না : মমতা