ETV Bharat / state

Midnapore High-Rise Issue: নগরোন্নয়নের নামে মেদিনীপুরের ইতিহাস নষ্টের অভিযোগ

বহুতলের ভিড়ে হারিয়ে যাচ্ছে মেদিনীপুর শহরের ইতিহাস (History of Midnapore is Under Threat) ৷ এমনই অভিযোগ করছেন মেদিনীপুর শহরের একাংশ নাগরিক ৷ অভিযোগ প্রোমোটারি রাজে বহু পুরনো বাড়ি ভেঙে বহুতল নির্মাণ করা হচ্ছে (High-Rise Construction) ৷ এই পরিস্থিতিতে মেদিনীপুরের পুরনো ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ করছেন অনেকেই ৷

History of Midnapore is Under Threat Due to High-Rise Construction
History of Midnapore is Under Threat Due to High-Rise Construction
author img

By

Published : Nov 13, 2022, 9:07 PM IST

মেদিনীপুর, 12 নভেম্বর: একসময় মেদিনীপুরকে বিপ্লবীদের শহর বলা হত ৷ জঙ্গলমহল অধ্যুষিত এই মেদিনীপুরের ঐতিহ্য বর্তমানে ব্যাহত হচ্ছে বহুতল নির্মাণের (High-Rise Construction) ফলে ৷ এমনই অভিযোগ মেদিনীপুর শহরের একাংশ বাসিন্দাদের (History of Midnapore is Under Threat) ৷ সেইসঙ্গে একের পর এক বহুতলগুলিতে মাটির তলা থেকে বোরিং করে যথেচ্ছভাবে জল তোলা হচ্ছে ৷ এতে খুব দ্রুত পশ্চিম মেদিনীপুরের বহু জায়গায় জলস্তর নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷

ভারতের স্বাধীনতার লড়াইয়ে বর্তমান পশ্চিম মেদিনীপুরের অনেক বড় অবদান রয়েছে ৷ শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান এই মেদিনীপুর ৷ বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজ কিশোর রায়, প্রফুল্ল ভটচার্য-সহ একাধিক বিপ্লবীর বাড়ি রয়েছে এই মেদিনীপুরেই ৷ সেই ভগ্ন প্রায় বাড়িগুলি আজও পাহারা দিচ্ছেন তাঁদের বর্তমান প্রজন্ম ৷ কিন্তু মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে ব্যাঙের ছাতার মতো বহুতল গজিয়ে উঠছে ৷ তাতে মেদিনীপুরের সেই সব পুরনো ইতিহাস একে একে মুছতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন এখানকার একাংশ বাসিন্দা ৷ বহু পুরনো বাড়ি ধূলিসাৎ করে বহুতল নির্মাণের কাজ চলছে ৷

আর এই বহুতল নির্মাণে কিছু অসাধু প্রোমোটার মদত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷ তাঁরা বর্তমান শাসকদল ও মেদিনীপুর পৌরসভাকে দায়ী করেছেন ৷ যদিও, পরিচর্যার অভাব ও আর্থিক সামর্থ না থাকায় স্বেচ্ছায় পুরনো বাড়ি বহুতল নির্মাণের জন্য প্রোমোটারদের কাছে বিক্রি করে দিচ্ছেন ৷

এ নিয়ে মেদিনীপুরের শহরের শিক্ষক দেবাশিস আইচ অভিযোগ করেছেন, ‘‘বহুতল নির্মাণ নেশার মতো হয়ে গেছে মেদিনীপুরে ৷ প্রতিদিন নতুন নতুন বহুতল গড়ে উঠছে শহরের বুকে এবং এই বহুতল কোনটা 7 তলা তো কোনটা 12 তলা ৷ আবার কোথাও 15 তলা ৷ যা ভয় ধরিয়েছে শহরবাসীর মধ্যে ৷ এই বহুতল নির্মাণের ফলে যেমন একদিকে মেদিনীপুরের ঐতিহ্য হারাচ্ছে ৷ তেমনি ঐতিহাসিকতা সব স্মৃতিকে নষ্ট করছে ৷

নগরোন্নয়নের নামে মেদিনীপুরের ইতিহাস নষ্টের অভিযোগ

আরও পড়ুন: সরকারি উদাসীনতায় ধুঁকছে রাজ লাইব্রেরি, নষ্ট হচ্ছে বহু দুর্মূল্য পুঁথি

প্রোমোটারি বাড়বাড়ন্তে মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জল সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে ৷ তাছাড়া বহুতলগুলিতে থাকা বাসিন্দারা কোনওভাবেই মেদিনীপুরের আঞ্চলিক এবং পুরনো বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন অনেকে ৷ তাঁদের দাবি, এর ফলে সামাজিক বোঝাপড়া নষ্ট হচ্ছে ৷ উচ্চ ও নিম্ন শ্রেণির ভেদাভেদ তৈরি হচ্ছে মেদিনীপুর শহরে ৷

যদিও এ বিষয়ে প্রোমোটারি ব্যবসার সঙ্গে জড়িত লোকজন দাবি করেছেন এর ফলে কখনই মেদিনীপুরের ঐতিহ্য নষ্ট হচ্ছে না বা হবে না ৷ ব্যবসায়ী অসীম দাস বর্মন বলেন, ‘‘বহুতল নির্মাণ কখনই মেদিনীপুরের ঐতিহ্যকে নষ্ট করছে না ৷ বরং মেদিনীপুরের মানুষের কর্মসংস্থান হচ্ছে ৷ আমরা বহুতল নির্মাণ করতে ইতিহাস জড়িয়ে রয়েছে, এমন জায়গা নিচ্ছি না ৷ বরং পুরনো বাড়ির শরীকি ঝামেলার জন্য অনেকে প্রোমোটারদের বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন ৷’’ তবে, তিনি এটাও মেনে নিয়েছেন যে, কিছু অসাধু প্রোমোটার নিয়মের তোয়াক্কা করছেন না ৷ তবে, বিষয়টি পৌরসভার দেখা উচিত বলে জানান তিনি ৷

যদিও এ বিষয়ে পৌরসভা অন্য উপায় ভাবছে ৷ পৌরসভার ভাইস-চেয়ারপার্সন অনিমা সাহা বলেন, ‘‘এই বহুতল নির্মাণের ক্ষেত্রে আগের যিনি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি যথেচ্ছভাবে ছাড়পত্র দিয়ে গেছেন ৷ বর্তমানে কিছু গড়মিল থাকায় আমরা অনুমতি দিচ্ছি না ৷ এ নিয়ে সমস্যাও তৈরি হয়েছে ৷ কারণ, তাঁরা অনেকেই পৌরসভার নিয়মকানুন মানছেন না ৷ তবে, মেদিনীপুরের ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে এরকম কোনও অভিযোগ আসেনি ৷ এলে খতিয়ে দেখা হবে ৷’’

মেদিনীপুর, 12 নভেম্বর: একসময় মেদিনীপুরকে বিপ্লবীদের শহর বলা হত ৷ জঙ্গলমহল অধ্যুষিত এই মেদিনীপুরের ঐতিহ্য বর্তমানে ব্যাহত হচ্ছে বহুতল নির্মাণের (High-Rise Construction) ফলে ৷ এমনই অভিযোগ মেদিনীপুর শহরের একাংশ বাসিন্দাদের (History of Midnapore is Under Threat) ৷ সেইসঙ্গে একের পর এক বহুতলগুলিতে মাটির তলা থেকে বোরিং করে যথেচ্ছভাবে জল তোলা হচ্ছে ৷ এতে খুব দ্রুত পশ্চিম মেদিনীপুরের বহু জায়গায় জলস্তর নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷

ভারতের স্বাধীনতার লড়াইয়ে বর্তমান পশ্চিম মেদিনীপুরের অনেক বড় অবদান রয়েছে ৷ শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান এই মেদিনীপুর ৷ বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজ কিশোর রায়, প্রফুল্ল ভটচার্য-সহ একাধিক বিপ্লবীর বাড়ি রয়েছে এই মেদিনীপুরেই ৷ সেই ভগ্ন প্রায় বাড়িগুলি আজও পাহারা দিচ্ছেন তাঁদের বর্তমান প্রজন্ম ৷ কিন্তু মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে ব্যাঙের ছাতার মতো বহুতল গজিয়ে উঠছে ৷ তাতে মেদিনীপুরের সেই সব পুরনো ইতিহাস একে একে মুছতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন এখানকার একাংশ বাসিন্দা ৷ বহু পুরনো বাড়ি ধূলিসাৎ করে বহুতল নির্মাণের কাজ চলছে ৷

আর এই বহুতল নির্মাণে কিছু অসাধু প্রোমোটার মদত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷ তাঁরা বর্তমান শাসকদল ও মেদিনীপুর পৌরসভাকে দায়ী করেছেন ৷ যদিও, পরিচর্যার অভাব ও আর্থিক সামর্থ না থাকায় স্বেচ্ছায় পুরনো বাড়ি বহুতল নির্মাণের জন্য প্রোমোটারদের কাছে বিক্রি করে দিচ্ছেন ৷

এ নিয়ে মেদিনীপুরের শহরের শিক্ষক দেবাশিস আইচ অভিযোগ করেছেন, ‘‘বহুতল নির্মাণ নেশার মতো হয়ে গেছে মেদিনীপুরে ৷ প্রতিদিন নতুন নতুন বহুতল গড়ে উঠছে শহরের বুকে এবং এই বহুতল কোনটা 7 তলা তো কোনটা 12 তলা ৷ আবার কোথাও 15 তলা ৷ যা ভয় ধরিয়েছে শহরবাসীর মধ্যে ৷ এই বহুতল নির্মাণের ফলে যেমন একদিকে মেদিনীপুরের ঐতিহ্য হারাচ্ছে ৷ তেমনি ঐতিহাসিকতা সব স্মৃতিকে নষ্ট করছে ৷

নগরোন্নয়নের নামে মেদিনীপুরের ইতিহাস নষ্টের অভিযোগ

আরও পড়ুন: সরকারি উদাসীনতায় ধুঁকছে রাজ লাইব্রেরি, নষ্ট হচ্ছে বহু দুর্মূল্য পুঁথি

প্রোমোটারি বাড়বাড়ন্তে মেদিনীপুর শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জল সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে ৷ তাছাড়া বহুতলগুলিতে থাকা বাসিন্দারা কোনওভাবেই মেদিনীপুরের আঞ্চলিক এবং পুরনো বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন অনেকে ৷ তাঁদের দাবি, এর ফলে সামাজিক বোঝাপড়া নষ্ট হচ্ছে ৷ উচ্চ ও নিম্ন শ্রেণির ভেদাভেদ তৈরি হচ্ছে মেদিনীপুর শহরে ৷

যদিও এ বিষয়ে প্রোমোটারি ব্যবসার সঙ্গে জড়িত লোকজন দাবি করেছেন এর ফলে কখনই মেদিনীপুরের ঐতিহ্য নষ্ট হচ্ছে না বা হবে না ৷ ব্যবসায়ী অসীম দাস বর্মন বলেন, ‘‘বহুতল নির্মাণ কখনই মেদিনীপুরের ঐতিহ্যকে নষ্ট করছে না ৷ বরং মেদিনীপুরের মানুষের কর্মসংস্থান হচ্ছে ৷ আমরা বহুতল নির্মাণ করতে ইতিহাস জড়িয়ে রয়েছে, এমন জায়গা নিচ্ছি না ৷ বরং পুরনো বাড়ির শরীকি ঝামেলার জন্য অনেকে প্রোমোটারদের বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন ৷’’ তবে, তিনি এটাও মেনে নিয়েছেন যে, কিছু অসাধু প্রোমোটার নিয়মের তোয়াক্কা করছেন না ৷ তবে, বিষয়টি পৌরসভার দেখা উচিত বলে জানান তিনি ৷

যদিও এ বিষয়ে পৌরসভা অন্য উপায় ভাবছে ৷ পৌরসভার ভাইস-চেয়ারপার্সন অনিমা সাহা বলেন, ‘‘এই বহুতল নির্মাণের ক্ষেত্রে আগের যিনি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি যথেচ্ছভাবে ছাড়পত্র দিয়ে গেছেন ৷ বর্তমানে কিছু গড়মিল থাকায় আমরা অনুমতি দিচ্ছি না ৷ এ নিয়ে সমস্যাও তৈরি হয়েছে ৷ কারণ, তাঁরা অনেকেই পৌরসভার নিয়মকানুন মানছেন না ৷ তবে, মেদিনীপুরের ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে এরকম কোনও অভিযোগ আসেনি ৷ এলে খতিয়ে দেখা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.