মেদিনীপুর, 10 নভেম্বর : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী চিকিৎসকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল । এই তরুণী মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগে পিজিটি দ্বিতীয়বর্ষের পড়ুয়া ছিলেন । বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে ৷ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় মিনি ঘোষ নামে 27 বছরের তরুণী চিকিৎসকের মৃতদেহ । তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সিনিয়র চিকিৎসকদের সেমিনারে অংশ নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরি করেন শিশু বিভাগে এমডি পাঠরতা মিনি । এরপর রাতে তাঁকে ডাকতে গিয়ে রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় সহপাঠীদের । দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙতে হয় ৷ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মিনির দেহ ৷ এই বিষয়ে শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ বলেন, "মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে আমাদের প্রাথমিক অনুমান । তবে কী কারণে মানসিক অবসাদ তা বুঝতে পারছে না কেউই ।" প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করা হলেও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউই । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বুধবার মেডিক্যাল কলেজেই ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে । আকস্মিক এই ঘটনায় হতবাক সকলেই ।
আরও পড়ুন: অ্যাকাউন্টে ঢুকেছে 10 কোটি, অথচ বাবার শ্রাদ্ধের জন্য টাকার অভাব
মেদিনীপুর মেডিক্যাল কলেজের অন্য এক চিকিৎসক বলেন, "এত উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ছিল, তারপরেও এই ঘটনা মেনে নেওয়া যায় না ।" এদিকে মৃত্যু রহস্য উদঘাটন করতে হোস্টেলের অন্যান্য সহপাঠীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৷ এর আগেও একই রকমভাবে মৃত্যু ঘটেছিল আরও এক তরুণ চিকিৎসকের । তার কারণ নিয়েও ধন্দে পড়তে হয় পুলিশকে ৷ এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।