ETV Bharat / state

Medinipur Student Died at Andhra: ছেলের অস্বাভাবিক মৃত্যু অন্ধ্রের বিশ্ববিদ্যালয়ে, আইনি লড়াইয়ের পথে বাবা - student death

অন্ধ্রের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে মৃত্যু ছেলের ৷ ছেলে ব়্যাগিংয়ের শিকার বলে আশঙ্কা মৃত ছাত্রের বাবা সুদীপ চৌধুরীর ৷ হায়দরাবাদে গিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

ETV Bharat
সুদীপ চৌধুরী
author img

By

Published : Aug 21, 2023, 5:39 PM IST

সুদীপ চৌধুরীর বক্তব্য

মেদিনীপুর, 21 অগস্ট: অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বিজয়ওয়াড়ার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কেএল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (বি.টেক) পড়তে গিয়ে প্রায় একমাস আগে রহস্য মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া সৌরদীপ চৌধুরীর ৷ ছেলের এই মৃত্যু মেনে নিতে পারছে না তাঁর পরিবার ৷ সৌরদীপের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর বাবা সুদীপ চৌধুরী ৷ ছেলের মৃত্যু রহস্যের সমাধানে হায়দরাবাদের হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নয়েছেন সৌরদীপের বাবা ৷ তার আগে সোমবার মেদিনীপুরে জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান সৌরদীপের বাবা সুদীপ চৌধুরী ৷ তিনি জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর পর যেভাবে ব়্যাগিংয়ের বিষয়টি আলোচনায় উঠে এসেছে, তাতে তাঁর আশা ছেলের হয়ে তাঁর এই লড়াইয়ে তিনি অনেকটাই আইনি সাহায্য পাবেন ৷ ছেলেকে ব়্যাগিং করা হয়েছে বলে আশঙ্কা তাঁর ৷

সুদীপ চৌধুরী জানিয়েছেন, গত 24 জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই 13 তলা হস্টেলের 11 তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় সৌরদীপের ৷ অন্তত সেখানকার পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের এমনটাই জানিয়েছে বলে দাবি সৌরদীপের বাবার ৷ তবে এই যুক্তি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবার ৷ সুদীপ চৌধুরীর দাবি, প্রায় একমাস হতে চললো ছেলে মারা গিয়েছে, কিন্তু তারপর সৌরদীপের হোস্টেল থেকে কোনও ফোন আসেনি, কেউ খোঁজ খবর নেয়নি ৷ তাই এবার বিচার পেতে হায়দরাবাদে যাচ্ছেন সুদীপ চৌধুরী ৷ সেখানকার হাইকোর্টে মামলা করবেন তিনি ৷ তার আগে এদিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৷ জানান, তাঁর স্ত্রী এখনও ছেলের এই মৃত্যু মেনে নিতে পারেননি ৷ মাঝে মাঝেই কেঁদে উঠছেন তিনি আর ছেলের ডাক নাম ধরে বলে চলেছেন, "মানু একটা কথা বলব, মানু একটা কথা বলব ।"

মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক সুদীপ চৌধুরী ৷ একমাত্র ছেলে সৌরদীপ মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে এই বছরই উচ্চ মাধ্যমিক পাস করেন । তারপর, ভর্তি হয় ভিন রাজ্যের ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৷ সুদীপ চৌধুরীর অভিযোগ, ছেলের মরদেহ আনার সময় তাঁকে একটি সাদা কাগজে সই করিয়ে নেয় সেখানকার পুলিশ । তিনি মেদিনীপুরে ফিরে আসেন এবং ছেলের দেহ দাহ করার পরেই পুলিশে অভিযোগ জানান । তিনি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতার আইনজীবী দিয়ে হায়দ্রাবাদ হাইকোর্টে মামলা করবেন । কেননা তার মনে হয়েছে তার ছেলে আত্মহত্যা করেনি বরং তাকে র‍্যাগিং করে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: একমাত্র ছেলের আত্মহত্যার ঘটনায় যাদবপুরের ছায়া দেখছেন কাকদ্বীপের বাবা-মা

এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান তিনি ৷ কিন্তু পুলিশ সুপার না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তিনি ৷ পরে তিনি বলেন, "যেভাবে যাদবপুরের ঘটনা হাইলাইটস হয়েছে একের পর এক দোষীরা ধরা পড়ছে তাতে অনেকটা স্বস্তি পাচ্ছি, আমার ছেলেও বিচার পাবে । আইনের দিক দিয়ে অনেকটা সাহায্য পাব এই ঘটনায় । আজকে পুলিশ সুপারের অফিসে ডেকেছিল আমায় । অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেছি এবং উনি আমার কথা শুনে আশ্বাসও দিয়েছেন । সেইদিন ওখানকার পুলিশ কোন অভিযোগই দায়ের করেনি । তাই আমার অভিযোগ মূলত বিশ্ববিদ্যালয়, হস্টেল কর্তৃপক্ষ ও সেখানকার পুলিশের বিরুদ্ধে ৷" বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকেও জানিয়েছেন ৷ তিনি চান ঘটনার সিবিআই তদন্ত হোক ৷

সুদীপ চৌধুরীর বক্তব্য

মেদিনীপুর, 21 অগস্ট: অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বিজয়ওয়াড়ার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কেএল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (বি.টেক) পড়তে গিয়ে প্রায় একমাস আগে রহস্য মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া সৌরদীপ চৌধুরীর ৷ ছেলের এই মৃত্যু মেনে নিতে পারছে না তাঁর পরিবার ৷ সৌরদীপের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর বাবা সুদীপ চৌধুরী ৷ ছেলের মৃত্যু রহস্যের সমাধানে হায়দরাবাদের হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নয়েছেন সৌরদীপের বাবা ৷ তার আগে সোমবার মেদিনীপুরে জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান সৌরদীপের বাবা সুদীপ চৌধুরী ৷ তিনি জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর পর যেভাবে ব়্যাগিংয়ের বিষয়টি আলোচনায় উঠে এসেছে, তাতে তাঁর আশা ছেলের হয়ে তাঁর এই লড়াইয়ে তিনি অনেকটাই আইনি সাহায্য পাবেন ৷ ছেলেকে ব়্যাগিং করা হয়েছে বলে আশঙ্কা তাঁর ৷

সুদীপ চৌধুরী জানিয়েছেন, গত 24 জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই 13 তলা হস্টেলের 11 তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় সৌরদীপের ৷ অন্তত সেখানকার পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের এমনটাই জানিয়েছে বলে দাবি সৌরদীপের বাবার ৷ তবে এই যুক্তি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবার ৷ সুদীপ চৌধুরীর দাবি, প্রায় একমাস হতে চললো ছেলে মারা গিয়েছে, কিন্তু তারপর সৌরদীপের হোস্টেল থেকে কোনও ফোন আসেনি, কেউ খোঁজ খবর নেয়নি ৷ তাই এবার বিচার পেতে হায়দরাবাদে যাচ্ছেন সুদীপ চৌধুরী ৷ সেখানকার হাইকোর্টে মামলা করবেন তিনি ৷ তার আগে এদিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৷ জানান, তাঁর স্ত্রী এখনও ছেলের এই মৃত্যু মেনে নিতে পারেননি ৷ মাঝে মাঝেই কেঁদে উঠছেন তিনি আর ছেলের ডাক নাম ধরে বলে চলেছেন, "মানু একটা কথা বলব, মানু একটা কথা বলব ।"

মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক সুদীপ চৌধুরী ৷ একমাত্র ছেলে সৌরদীপ মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে এই বছরই উচ্চ মাধ্যমিক পাস করেন । তারপর, ভর্তি হয় ভিন রাজ্যের ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৷ সুদীপ চৌধুরীর অভিযোগ, ছেলের মরদেহ আনার সময় তাঁকে একটি সাদা কাগজে সই করিয়ে নেয় সেখানকার পুলিশ । তিনি মেদিনীপুরে ফিরে আসেন এবং ছেলের দেহ দাহ করার পরেই পুলিশে অভিযোগ জানান । তিনি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতার আইনজীবী দিয়ে হায়দ্রাবাদ হাইকোর্টে মামলা করবেন । কেননা তার মনে হয়েছে তার ছেলে আত্মহত্যা করেনি বরং তাকে র‍্যাগিং করে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: একমাত্র ছেলের আত্মহত্যার ঘটনায় যাদবপুরের ছায়া দেখছেন কাকদ্বীপের বাবা-মা

এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান তিনি ৷ কিন্তু পুলিশ সুপার না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তিনি ৷ পরে তিনি বলেন, "যেভাবে যাদবপুরের ঘটনা হাইলাইটস হয়েছে একের পর এক দোষীরা ধরা পড়ছে তাতে অনেকটা স্বস্তি পাচ্ছি, আমার ছেলেও বিচার পাবে । আইনের দিক দিয়ে অনেকটা সাহায্য পাব এই ঘটনায় । আজকে পুলিশ সুপারের অফিসে ডেকেছিল আমায় । অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেছি এবং উনি আমার কথা শুনে আশ্বাসও দিয়েছেন । সেইদিন ওখানকার পুলিশ কোন অভিযোগই দায়ের করেনি । তাই আমার অভিযোগ মূলত বিশ্ববিদ্যালয়, হস্টেল কর্তৃপক্ষ ও সেখানকার পুলিশের বিরুদ্ধে ৷" বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকেও জানিয়েছেন ৷ তিনি চান ঘটনার সিবিআই তদন্ত হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.