ETV Bharat / state

Dilip Ghosh: পার্থ-কেষ্ট মরেননি, বালুও মরবেন না ! বরং জেলে বিপি-সুপার ভালো হয়ে যাবে: দিলীপ

Dilip Ghosh comments on Jyotipriya comment: জ্যোতিপ্রিয় মল্লিক আজ বলেছিলেন তিনি সংশোধনাগারে মরে যাবেন ৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ৷ এই শুনে কটাক্ষের সুরে কী বললেন দিলীপ ঘোষ ? দেখে নিন ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 4:53 PM IST

কালীপুজো উদ্বোধনে দিলীপ

মেদিনীপুর, 12 নভেম্বর: জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডল কেউই মরেননি ৷ বরং ভালো আছেন ৷ সুরক্ষিত আছেন ৷ তেমনই জ্যোতিপ্রিয় মল্লিকও মরবেন না ৷ ভালো থাকবেন ৷ জেলে তাঁদের বিপি, সুগার সব ঠিক হয়ে যাবে ৷ আজ পশ্চিম মেদিনীপুরে একটি ক্লাবের কালীপুজোর উদ্বোধনে গিয়ে কটাক্ষের সুরে এ কথা বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, আজ নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে, তাঁর শরীর অত্যন্ত খারাপ ৷ তিনি মরে যাবেন ৷ তাঁর শরীরের একটা দিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে ৷ বালুর সেই মন্তব্য নিয়ে আজ প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে ৷ জবাবে তিনি বলেন,

"কেউই মরবে না । আগে যেমন পার্থ, কেষ্ট মণ্ডল এরাও বলেছিল মরে যাব । কিন্তু কেউ মরেনি ৷ বরং সুনিশ্চিত ভাবে ভালো আছে, নিরাপত্তার সঙ্গে । তেমনই জ্যোতিপ্রিয় বা বালু বাবুও মরবেন না । উনি ভালোই থাকবেন এবং নিরাপত্তায় থাকবেন ৷ কয়েকদিন জেলে গেলেই সেটা উনি বুঝতেও পারবেন । উনাদের বিপি সুগার শ্বাসকষ্ট সব ঠিক হয়ে যাবে, বালুদা বুঝতে পারবেন উনি ভালো আছেন ।"

বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ এ দিন বলেন, "এটা গোটা রাজ্য এবং দেশব্যাপী হচ্ছে । নেতাদের দালালি করলে তাঁদের বাড়িতে আয়কর, ইডির হানা হবেই । এটা নতুনত্ব নয় । এই সমস্যা সমাধান করেই ছাড়বে কেন্দ্রীয় এজেন্সিগুলি ।"

এ দিন মেদিনীপুর লোকসভা ভোটে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিধায়ক জুন মালিয়ার খেলা হবে মন্তব্য নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "উনি জীবনে কখনও খেলেছেন ! উনি জীবনে লুডো পর্যন্ত খেলেছেন ! আমরা খেলা হবে বলি না, আমরা খেলা করি, সেটা 2024-এ দেখিয়ে ছাড়ব ।"

এ দিন অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপুজো উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ । এ বছর 34তম বর্ষে পড়ল এই ক্লাবের কালীপুজো । পুজো উদ্বোধনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া কিন্নরীদের বিশেষ সম্বর্ধনা দেন সাংসদ । এরপর দিলীপ ঘোষ স্বদেশি প্রদীপ বিলি করেন স্থানীয়দের মধ্যে । সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত কুমার দাস, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, রমা গিরি, সমীর মণ্ডল, শংকর গুছাইত ।

এ দিন দিলীপ ঘোষ প্রথমে খড়গপুরে কয়েকটি পুজোর উদ্বোধনের পরে মেদিনীপুরে কালীপুজার উদ্বোধন করেন ।

আরও পড়ুন:

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. অনুব্রত'র প্রতিষ্ঠিত 45 ফুটের 'কেষ্ট কালী' আয়োজনে ভাই প্রিয়ব্রত, দলীয় পুজোয় নজর ইডির

কালীপুজো উদ্বোধনে দিলীপ

মেদিনীপুর, 12 নভেম্বর: জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডল কেউই মরেননি ৷ বরং ভালো আছেন ৷ সুরক্ষিত আছেন ৷ তেমনই জ্যোতিপ্রিয় মল্লিকও মরবেন না ৷ ভালো থাকবেন ৷ জেলে তাঁদের বিপি, সুগার সব ঠিক হয়ে যাবে ৷ আজ পশ্চিম মেদিনীপুরে একটি ক্লাবের কালীপুজোর উদ্বোধনে গিয়ে কটাক্ষের সুরে এ কথা বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, আজ নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে, তাঁর শরীর অত্যন্ত খারাপ ৷ তিনি মরে যাবেন ৷ তাঁর শরীরের একটা দিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে ৷ বালুর সেই মন্তব্য নিয়ে আজ প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে ৷ জবাবে তিনি বলেন,

"কেউই মরবে না । আগে যেমন পার্থ, কেষ্ট মণ্ডল এরাও বলেছিল মরে যাব । কিন্তু কেউ মরেনি ৷ বরং সুনিশ্চিত ভাবে ভালো আছে, নিরাপত্তার সঙ্গে । তেমনই জ্যোতিপ্রিয় বা বালু বাবুও মরবেন না । উনি ভালোই থাকবেন এবং নিরাপত্তায় থাকবেন ৷ কয়েকদিন জেলে গেলেই সেটা উনি বুঝতেও পারবেন । উনাদের বিপি সুগার শ্বাসকষ্ট সব ঠিক হয়ে যাবে, বালুদা বুঝতে পারবেন উনি ভালো আছেন ।"

বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ এ দিন বলেন, "এটা গোটা রাজ্য এবং দেশব্যাপী হচ্ছে । নেতাদের দালালি করলে তাঁদের বাড়িতে আয়কর, ইডির হানা হবেই । এটা নতুনত্ব নয় । এই সমস্যা সমাধান করেই ছাড়বে কেন্দ্রীয় এজেন্সিগুলি ।"

এ দিন মেদিনীপুর লোকসভা ভোটে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিধায়ক জুন মালিয়ার খেলা হবে মন্তব্য নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "উনি জীবনে কখনও খেলেছেন ! উনি জীবনে লুডো পর্যন্ত খেলেছেন ! আমরা খেলা হবে বলি না, আমরা খেলা করি, সেটা 2024-এ দেখিয়ে ছাড়ব ।"

এ দিন অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপুজো উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ । এ বছর 34তম বর্ষে পড়ল এই ক্লাবের কালীপুজো । পুজো উদ্বোধনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া কিন্নরীদের বিশেষ সম্বর্ধনা দেন সাংসদ । এরপর দিলীপ ঘোষ স্বদেশি প্রদীপ বিলি করেন স্থানীয়দের মধ্যে । সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত কুমার দাস, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, রমা গিরি, সমীর মণ্ডল, শংকর গুছাইত ।

এ দিন দিলীপ ঘোষ প্রথমে খড়গপুরে কয়েকটি পুজোর উদ্বোধনের পরে মেদিনীপুরে কালীপুজার উদ্বোধন করেন ।

আরও পড়ুন:

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. অনুব্রত'র প্রতিষ্ঠিত 45 ফুটের 'কেষ্ট কালী' আয়োজনে ভাই প্রিয়ব্রত, দলীয় পুজোয় নজর ইডির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.