ETV Bharat / state

"চামড়া মোটা হয়ে গিয়েছে", লোকাল ট্রেন নিয়ে রাজ্যকে আক্রমণ দিলীপের - দিলীপ

মেদিনীপুরের একটি সভায় যোগ দিতে এসে আজ লোকাল ট্রেন চালানো নিয়ে BJP-র রাজ্য সভাপতি দীলিপ ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "যেখানে বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে, অটো-টোটো চলছে ৷ মেট্রো চলছে ৷ সেখানে কেবল মাত্র লোকাল ট্রেন চালালেই কি কোরোনা বৃদ্ধি হবে ?"

ছবি
ছবি
author img

By

Published : Nov 1, 2020, 6:42 PM IST

মেদিনীপুর, 1 নভেম্বর : এবার লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । আজ তিনি মেদিনীপুরে অমিত শাহের জেলা সফর নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানে যোগ দেওয়ার শহরে আসেন । সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিক বৈঠকে হাজির হন তিনি । সেখানে লোকাল ট্রেন চালানো নিয়ে প্রশ্ন করলে BJP-র রাজ্য সভাপতি বলেন, "এর আগে বারবার রাজ্য সরকারকে চিঠি দিয়েছি ট্রেন চালানোর জন্য ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর চামড়া মোটা হয়ে গিয়েছে ৷ কান বন্ধ হয়ে গিয়েছে ৷ কিছুতেই কানে ঢুকছে না । গতকাল হাওড়ায় যেভাবে গন্ডগোল হয়েছে, পুলিশের লাঠিচার্জে যেভাবে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, তারপরে সরকারের টনক নড়েছে । শেষ পর্যন্ত তারা রেলকে চিঠি দিয়েছে লোকাল ট্রেন চালানোর জন্য । এতদিন পর তাদের সৎ বুদ্ধির উদয় হয়েছে ।"

তিনি আরও বলেন, "যেখানে বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে, অটো-টোটো চলছে ৷ মেট্রো চলছে ৷ সেখানে কেবল মাত্র লোকাল ট্রেন চালালেই কি কোরোনা বৃদ্ধি হবে ? আসলে রাজ্য সরকার কোনও একটি অজ্ঞাত কারণেই এতদিন লোকাল ট্রেন চালায়নি ৷ কিন্তু কেন সেটা আজও অজানা । এরমধ্যে রাজ্য সরকারের ভেতরের কী কারণ রয়েছে তাও বোঝা মুশকিল । আমরা চাই অবিলম্বে সরকারের লোকাল ট্রেন চালানো উচিত ৷ যাতে গরিব খেটে-খাওয়া মানুষ, যাঁরা রেলের উপর জীবিকা নির্বাহ করে থাকেন তাঁরা অন্তত কিছু খাবার পান ।"

শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য

এরপর রাজ্যপালের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যপালের বক্তব্যকে আমি সমর্থন করি । যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় BJP নেতা-কর্মীদের প্রকাশ্যে মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে , সেখানে DM, SP কোনও ব্যবস্থা নিচ্ছেন না । যেখানে একটা FIR হয় না । সেখানে DM, SP কি সঠিক কাজ করছেন ? তাছাড়া মেদিনীপুরের সাংসদ আমি ৷ দীর্ঘদিন ধরে আমি জেলার জেলাশাসকের কাছে আবেদন করেছি দেখা করার জন্য । কিন্তু জেলাশাসক আমার সঙ্গে একটি বারের জন্য দেখা করেননি । জানাননি কোনও সম্মান । এছাড়াও আমি রাজ্য সভাপতি বিরোধী দলের ৷ সেক্ষেত্রেও জেলাশাসকের একবার দেখা করার প্রয়োজন বোধ হয়নি । কোনও অনুষ্ঠানে আমাদের ডাকেন না । একবার ডেকেও তিনি দেখা করেননি । অনেকক্ষণ বসে থেকে আমি ফিরে আসতে বাধ্য হয়েছি । তাই রাজ্যপাল, DM এবং SP প্রসঙ্গে যা বলেছেন তা একদম সঠিক এবং উপযুক্ত । "

মেদিনীপুর, 1 নভেম্বর : এবার লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । আজ তিনি মেদিনীপুরে অমিত শাহের জেলা সফর নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানে যোগ দেওয়ার শহরে আসেন । সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিক বৈঠকে হাজির হন তিনি । সেখানে লোকাল ট্রেন চালানো নিয়ে প্রশ্ন করলে BJP-র রাজ্য সভাপতি বলেন, "এর আগে বারবার রাজ্য সরকারকে চিঠি দিয়েছি ট্রেন চালানোর জন্য ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর চামড়া মোটা হয়ে গিয়েছে ৷ কান বন্ধ হয়ে গিয়েছে ৷ কিছুতেই কানে ঢুকছে না । গতকাল হাওড়ায় যেভাবে গন্ডগোল হয়েছে, পুলিশের লাঠিচার্জে যেভাবে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, তারপরে সরকারের টনক নড়েছে । শেষ পর্যন্ত তারা রেলকে চিঠি দিয়েছে লোকাল ট্রেন চালানোর জন্য । এতদিন পর তাদের সৎ বুদ্ধির উদয় হয়েছে ।"

তিনি আরও বলেন, "যেখানে বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে, অটো-টোটো চলছে ৷ মেট্রো চলছে ৷ সেখানে কেবল মাত্র লোকাল ট্রেন চালালেই কি কোরোনা বৃদ্ধি হবে ? আসলে রাজ্য সরকার কোনও একটি অজ্ঞাত কারণেই এতদিন লোকাল ট্রেন চালায়নি ৷ কিন্তু কেন সেটা আজও অজানা । এরমধ্যে রাজ্য সরকারের ভেতরের কী কারণ রয়েছে তাও বোঝা মুশকিল । আমরা চাই অবিলম্বে সরকারের লোকাল ট্রেন চালানো উচিত ৷ যাতে গরিব খেটে-খাওয়া মানুষ, যাঁরা রেলের উপর জীবিকা নির্বাহ করে থাকেন তাঁরা অন্তত কিছু খাবার পান ।"

শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য

এরপর রাজ্যপালের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যপালের বক্তব্যকে আমি সমর্থন করি । যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় BJP নেতা-কর্মীদের প্রকাশ্যে মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে , সেখানে DM, SP কোনও ব্যবস্থা নিচ্ছেন না । যেখানে একটা FIR হয় না । সেখানে DM, SP কি সঠিক কাজ করছেন ? তাছাড়া মেদিনীপুরের সাংসদ আমি ৷ দীর্ঘদিন ধরে আমি জেলার জেলাশাসকের কাছে আবেদন করেছি দেখা করার জন্য । কিন্তু জেলাশাসক আমার সঙ্গে একটি বারের জন্য দেখা করেননি । জানাননি কোনও সম্মান । এছাড়াও আমি রাজ্য সভাপতি বিরোধী দলের ৷ সেক্ষেত্রেও জেলাশাসকের একবার দেখা করার প্রয়োজন বোধ হয়নি । কোনও অনুষ্ঠানে আমাদের ডাকেন না । একবার ডেকেও তিনি দেখা করেননি । অনেকক্ষণ বসে থেকে আমি ফিরে আসতে বাধ্য হয়েছি । তাই রাজ্যপাল, DM এবং SP প্রসঙ্গে যা বলেছেন তা একদম সঠিক এবং উপযুক্ত । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.