ETV Bharat / state

Dev : বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার ভাবনা দেবের - বিদ্যাসাগরের জন্মভূমি

বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী দেব ৷ সোমবার এবিষয়ে বৈঠক করেছিলেন তিনি ৷

দেব
দেব
author img

By

Published : Jun 15, 2021, 10:20 AM IST

Updated : Jun 15, 2021, 12:23 PM IST

ঘাটাল , 15 জুন : বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷ সোমবার এবিষয়ে বৈঠক করেন তিনি ৷ গতকাল বিদ্যাসাগরের জন্মভূমি পরিদর্শনে গিয়েছিলেন দেব ৷ সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেন তিনি ৷ এরপরই একটি বৈঠকে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব ।

দেব
বিদ্যাসাগরের মূর্তিতে মালা দান করলেন দেব

বৈঠক শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, '‘আমরা এই জায়গাটিকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যাতে গোটা দেশের মানুষ যখনই পশ্চিমবঙ্গে বা কলকাতায় আসবেন তাঁরা যেন এখানে আসেন ৷ আজ আমরা এবিষয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছি ৷ সিদ্ধান্তগুলি আরেকটু পাকাপাকি হলে আমরা সেগুলি জানাব ৷ নবান্ন থেকে অনেক কিছুর অনুমোদন আসা বাকি আছে ৷ খুব শীঘ্রই শুরু হবে কর্মী নিয়োগ ৷'’

দেব
মিটিংয়ে দেব

আরও পড়ুন : বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল

বিদ্যাসাগরের জন্মভূমিকে সাজিয়ে ও প্রাণবন্ত করে তুলতে বদ্ধপরিকর দেব ৷ উল্লেখ্য, বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে বীরসিংহে গ্রামে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্য়াধায় ৷ সেদিন তিনিও বীরসিংহ গ্রামকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷

বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে উদ্যোগী দেব

এরপর এদিন বিদ্য়াসাগরের জন্মভূমিতে বৈঠক করলেন দেব ৷ সোমবার ওই বৈঠকে দেব ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক রেশমি কোমল, ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায় ও বীরসিংহ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সহ অন্যান্যরা ।

ঘাটাল , 15 জুন : বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷ সোমবার এবিষয়ে বৈঠক করেন তিনি ৷ গতকাল বিদ্যাসাগরের জন্মভূমি পরিদর্শনে গিয়েছিলেন দেব ৷ সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেন তিনি ৷ এরপরই একটি বৈঠকে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব ।

দেব
বিদ্যাসাগরের মূর্তিতে মালা দান করলেন দেব

বৈঠক শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, '‘আমরা এই জায়গাটিকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যাতে গোটা দেশের মানুষ যখনই পশ্চিমবঙ্গে বা কলকাতায় আসবেন তাঁরা যেন এখানে আসেন ৷ আজ আমরা এবিষয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছি ৷ সিদ্ধান্তগুলি আরেকটু পাকাপাকি হলে আমরা সেগুলি জানাব ৷ নবান্ন থেকে অনেক কিছুর অনুমোদন আসা বাকি আছে ৷ খুব শীঘ্রই শুরু হবে কর্মী নিয়োগ ৷'’

দেব
মিটিংয়ে দেব

আরও পড়ুন : বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল

বিদ্যাসাগরের জন্মভূমিকে সাজিয়ে ও প্রাণবন্ত করে তুলতে বদ্ধপরিকর দেব ৷ উল্লেখ্য, বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে বীরসিংহে গ্রামে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্য়াধায় ৷ সেদিন তিনিও বীরসিংহ গ্রামকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷

বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে উদ্যোগী দেব

এরপর এদিন বিদ্য়াসাগরের জন্মভূমিতে বৈঠক করলেন দেব ৷ সোমবার ওই বৈঠকে দেব ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক রেশমি কোমল, ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায় ও বীরসিংহ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সহ অন্যান্যরা ।

Last Updated : Jun 15, 2021, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.