ঘাটাল , 15 জুন : বিদ্যাসাগরের জন্মভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷ সোমবার এবিষয়ে বৈঠক করেন তিনি ৷ গতকাল বিদ্যাসাগরের জন্মভূমি পরিদর্শনে গিয়েছিলেন দেব ৷ সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেন তিনি ৷ এরপরই একটি বৈঠকে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব ।
বৈঠক শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, '‘আমরা এই জায়গাটিকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যাতে গোটা দেশের মানুষ যখনই পশ্চিমবঙ্গে বা কলকাতায় আসবেন তাঁরা যেন এখানে আসেন ৷ আজ আমরা এবিষয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছি ৷ সিদ্ধান্তগুলি আরেকটু পাকাপাকি হলে আমরা সেগুলি জানাব ৷ নবান্ন থেকে অনেক কিছুর অনুমোদন আসা বাকি আছে ৷ খুব শীঘ্রই শুরু হবে কর্মী নিয়োগ ৷'’
আরও পড়ুন : বিশ্ববিজ্ঞানী র্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল
বিদ্যাসাগরের জন্মভূমিকে সাজিয়ে ও প্রাণবন্ত করে তুলতে বদ্ধপরিকর দেব ৷ উল্লেখ্য, বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে বীরসিংহে গ্রামে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্য়াধায় ৷ সেদিন তিনিও বীরসিংহ গ্রামকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷
এরপর এদিন বিদ্য়াসাগরের জন্মভূমিতে বৈঠক করলেন দেব ৷ সোমবার ওই বৈঠকে দেব ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক রেশমি কোমল, ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায় ও বীরসিংহ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সহ অন্যান্যরা ।