ETV Bharat / state

CMOH became Singer: একই অঙ্গে ভিন্ন রূপ! স্বাস্থ্য সচেতনতায় গানও গেয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক - সৌম্য শংকর সড়ঙ্গী

সরকারি স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষের সচেতনতায় গান তৈরি করা হয় ৷ সেই গানগুলিতে একটি পরিচিত গলা প্রায়ই শোনা যায় ৷ তিনি হলেন সৌম্য শংকর সড়ঙ্গী ৷ তবে, ইনি কোনও পেশাদার সঙ্গীত শিল্পী নন ৷ তাঁর আসল পরিচয় পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Singer CMOH of West Medinipur) ৷

Singer CMOH of West Medinipur ETV BHARAT
Singer CMOH of West Medinipur
author img

By

Published : Mar 25, 2023, 10:51 PM IST

স্বাস্থ্য সচেতনতায় গানও গেয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

মেদিনীপুর, 25 মার্চ: রাজ্য স্বাস্থ্য দফতর কুষ্ঠ, রুবেলা, হাম, যক্ষার মতো রোগ নিয়ে জনসচেতনতার জন্য বিভিন্ন গান তৈরি করে থাকে ৷ এর অধিকাংশ ক্ষেত্রে একটি পরিচিত কণ্ঠে সেই গানগুলি আমরা শুনতে পাই ৷ তিনি আর কেউ নন, রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক ৷ যিনি বর্তমানে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH of West Medinipur Soumya Shankar Sarangi) ৷ তিনি সৌম্য শংকর সড়ঙ্গী ৷ স্বাস্থ্য আধিকারিক হওয়ার পাশাপাশি, তিনি একজন গায়ক এবং লেখক ৷ গান করার পাশাপাশি তিনি গান লেখেনও ৷

সৌম্য শংকর সড়ঙ্গী পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁর অধীনে রয়েছে জেলার সমস্ত ব্লকের স্বাস্থ্য কেন্দ্র ও উপ স্বাস্থ্য কেন্দ্র, জেলার সরকারি হাসপাতাল এবং মেদিনীপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্ব ৷ করোনার সময় তাঁর ব্যস্ততা ছিল সবচেয়ে বেশি ৷ দিনে করোনা আক্রান্তের সংখ্যার হিসেব রাখার পাশাপাশি, স্বাস্থ্য ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সব দায়িত্ব ছিল তাঁর কাঁধে ৷ এই অবস্থাতেও তিনি গানকে ছাড়েননি ৷ বা বলা চলে স্বাস্থ্য দফতরের জন সচেতনতানমূলক প্রচারের গান তাঁর সঙ্গ ছাড়েনি ৷

দীর্ঘ 27 বছরের চাকরি জীবনে ম্যালেরিয়া, কুষ্ঠ, ফাইলেরিয়া, সাপের কামড়, ভিটামিন ট্যাবলেট, রুবেলা, হাম, যক্ষা ও সাম্প্রতিক করোনা-সহ প্রায় শতাধিক গান গেয়েছেন তিনি ৷ কখনও এককভাবে, আবার কখনও যৌথভাবে ৷ সম্প্রতি তিনি আশাকর্মীদের নিয়েও গান গেয়েছেন ৷ গ্রামে-গঞ্জে স্বাস্থ্য শিবিরে তাঁর গলায় গান প্রায়ই শোনা যায় ৷ আর এই গান গাওয়া নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে কী বলছেন ? 1997 সালে প্রথম মেডিক্যাল অফিসার হিসেবে জঙ্গলমহল ঝাড়গ্রামের মানিক পাড়ায় পোস্টিং পেয়েছিলেন ৷

আরও পড়ুন: মুর্শিদাবাদে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার নিন্দা শশী পাঁজার

তার বহু আগে থেকে সৌম্য শংকর সড়ঙ্গী গানবাজনা করতেন ৷ চাকরি পুরুলিয়ায় বদলি হওয়ার পর আবার গানের চর্চা শুরু করেন ৷ সেই থেকে শুরু ৷ স্বাস্থ্য দফতরের জন সচেতনতায় তাঁর গাওয়া গান এখনও প্রায়ই শোনা যায় ৷ তবে, শুধু গান গাওয়া নয় ৷ গানের সুরও দিয়েছেন তিনি ৷ পুরুলিয়ায় ঝুমুর গানের মাধ্যমে একটি প্রচার অনুষ্ঠান করার ছিল জেলা স্বাস্থ্য দফতরের ৷ কিন্তু, গান তৈরি কে করবেন ? সুর কে দেবেন ? তখন স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী নিজে গানের সুর তৈরি করেন ৷

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী জানিয়েছেন, চাকরি না পাওয়ার আগে গান বাজনা করতেন ৷ ব্যান্ডেও গান গয়েছেন ৷ কিন্তু চাকরি পাওয়ার পর তা প্রায় ভুলেই যেতে বসেছিলেন ৷ পুরুলিয়ার পোস্টিংয়ের সময় প্রায় একাই থাকতেন ৷ তখন অবসর সময়ে আবার গানের চর্চা শুরু করেন ৷ তাঁর গলায় লোকজন গান ভালোবাসতে শুরু করেন ৷ এরপর হাম, রুবেলা, যক্ষা এবং সম্প্রতি আশা কর্মীদের জন্য বিভিন্ন গান গেয়েছেন তিনি ৷ তাঁর এই প্যাশনকে সমর্থন করেছে পরিবার ৷ তাই অবসরের পর গানই তাঁর অন্যতম সঙ্গী হয়ে উঠবে বলে জানিয়েছেন সৌম্য শংকর সড়ঙ্গী ৷

স্বাস্থ্য সচেতনতায় গানও গেয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

মেদিনীপুর, 25 মার্চ: রাজ্য স্বাস্থ্য দফতর কুষ্ঠ, রুবেলা, হাম, যক্ষার মতো রোগ নিয়ে জনসচেতনতার জন্য বিভিন্ন গান তৈরি করে থাকে ৷ এর অধিকাংশ ক্ষেত্রে একটি পরিচিত কণ্ঠে সেই গানগুলি আমরা শুনতে পাই ৷ তিনি আর কেউ নন, রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক ৷ যিনি বর্তমানে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH of West Medinipur Soumya Shankar Sarangi) ৷ তিনি সৌম্য শংকর সড়ঙ্গী ৷ স্বাস্থ্য আধিকারিক হওয়ার পাশাপাশি, তিনি একজন গায়ক এবং লেখক ৷ গান করার পাশাপাশি তিনি গান লেখেনও ৷

সৌম্য শংকর সড়ঙ্গী পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁর অধীনে রয়েছে জেলার সমস্ত ব্লকের স্বাস্থ্য কেন্দ্র ও উপ স্বাস্থ্য কেন্দ্র, জেলার সরকারি হাসপাতাল এবং মেদিনীপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্ব ৷ করোনার সময় তাঁর ব্যস্ততা ছিল সবচেয়ে বেশি ৷ দিনে করোনা আক্রান্তের সংখ্যার হিসেব রাখার পাশাপাশি, স্বাস্থ্য ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সব দায়িত্ব ছিল তাঁর কাঁধে ৷ এই অবস্থাতেও তিনি গানকে ছাড়েননি ৷ বা বলা চলে স্বাস্থ্য দফতরের জন সচেতনতানমূলক প্রচারের গান তাঁর সঙ্গ ছাড়েনি ৷

দীর্ঘ 27 বছরের চাকরি জীবনে ম্যালেরিয়া, কুষ্ঠ, ফাইলেরিয়া, সাপের কামড়, ভিটামিন ট্যাবলেট, রুবেলা, হাম, যক্ষা ও সাম্প্রতিক করোনা-সহ প্রায় শতাধিক গান গেয়েছেন তিনি ৷ কখনও এককভাবে, আবার কখনও যৌথভাবে ৷ সম্প্রতি তিনি আশাকর্মীদের নিয়েও গান গেয়েছেন ৷ গ্রামে-গঞ্জে স্বাস্থ্য শিবিরে তাঁর গলায় গান প্রায়ই শোনা যায় ৷ আর এই গান গাওয়া নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে কী বলছেন ? 1997 সালে প্রথম মেডিক্যাল অফিসার হিসেবে জঙ্গলমহল ঝাড়গ্রামের মানিক পাড়ায় পোস্টিং পেয়েছিলেন ৷

আরও পড়ুন: মুর্শিদাবাদে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার নিন্দা শশী পাঁজার

তার বহু আগে থেকে সৌম্য শংকর সড়ঙ্গী গানবাজনা করতেন ৷ চাকরি পুরুলিয়ায় বদলি হওয়ার পর আবার গানের চর্চা শুরু করেন ৷ সেই থেকে শুরু ৷ স্বাস্থ্য দফতরের জন সচেতনতায় তাঁর গাওয়া গান এখনও প্রায়ই শোনা যায় ৷ তবে, শুধু গান গাওয়া নয় ৷ গানের সুরও দিয়েছেন তিনি ৷ পুরুলিয়ায় ঝুমুর গানের মাধ্যমে একটি প্রচার অনুষ্ঠান করার ছিল জেলা স্বাস্থ্য দফতরের ৷ কিন্তু, গান তৈরি কে করবেন ? সুর কে দেবেন ? তখন স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী নিজে গানের সুর তৈরি করেন ৷

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী জানিয়েছেন, চাকরি না পাওয়ার আগে গান বাজনা করতেন ৷ ব্যান্ডেও গান গয়েছেন ৷ কিন্তু চাকরি পাওয়ার পর তা প্রায় ভুলেই যেতে বসেছিলেন ৷ পুরুলিয়ার পোস্টিংয়ের সময় প্রায় একাই থাকতেন ৷ তখন অবসর সময়ে আবার গানের চর্চা শুরু করেন ৷ তাঁর গলায় লোকজন গান ভালোবাসতে শুরু করেন ৷ এরপর হাম, রুবেলা, যক্ষা এবং সম্প্রতি আশা কর্মীদের জন্য বিভিন্ন গান গেয়েছেন তিনি ৷ তাঁর এই প্যাশনকে সমর্থন করেছে পরিবার ৷ তাই অবসরের পর গানই তাঁর অন্যতম সঙ্গী হয়ে উঠবে বলে জানিয়েছেন সৌম্য শংকর সড়ঙ্গী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.