ETV Bharat / state

BJP-র বাইক মিছিল ঘিরে জেলায় জেলায় উত্তেজনা

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আজ একসঙ্গে বাইক র‍্যালি কর্মসূচির ডাক দেয় যুব মোর্চা। মেদিনীপুর ছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই BJP-র 'বিজয় সংকল্প' মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। মিছিলে যোগদানকারীদের আটক করা হয়।

জেলায় জেলায় উত্তেজনা
author img

By

Published : Mar 3, 2019, 2:58 PM IST

মেদিনীপুর, ৩ মার্চ : পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঘাটাল, চন্দ্রকোনা রোড ও মেদিনীপুর শহরে বিজয় সংকল্প মিছিল বেরোলে বাইক আটকায় পুলিশ। গোয়ালতোড়ে বাইক আটকানোর সময় পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় গুরুতর আহত হন তিন BJP কর্মী। ধস্তাধস্তিতে দু'জন পুলিশকর্মীও আহত হয়েছেন। ৬০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন BJP কর্মীরা। মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে শতাধিক কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আজ একসঙ্গে বাইক র‍্যালি কর্মসূচির ডাক দেয় যুব মোর্চা। মেদিনীপুর ছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই BJP-র 'বিজয় সংকল্প' মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। মিছিলে যোগদানকারীদের আটক করা হয়।

পশ্চিম বর্ধমান:

BJP-র রাজ্যব্যাপী কর্মসূচি অনুযায়ী আজ রানিগঞ্জের রেলস্টেশন থেকে রাজবাড়ি নজরুল স্ট্যাচু পর্যন্ত বাইক মিছিল হওয়ার কথা ছিল। তবে মিছিল শুরু হওয়ার সাথে সাথেই রানিগঞ্জ থানার পুলিশ তা আটকে দেয়। BJP কর্মীরা পায়ে হেঁটে মিছিল করে স্ট্যাচুর সামনে পৌঁছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয় পুলিশ। জোর করে অবরোধ তুলে দেওয়া হয় বলে অভিযোগ।

undefined

পুরুলিয়া:

পুরুলিয়াতেও BJP-র 'বিজয় সংকল্প' মিছিলকে বাধা দেয় পুলিশ। পুরুলিয়া শহরে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় মিছিলটি। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া BJP নেতা বাপ্পা চ্যাটার্জি বলেন, "আমাদের যেকোনও কর্মসূচিতেই পুলিশ বাধা দেয়। শাসকদলের হয়ে কাজ করে পুলিশ। এই কর্মসূচির আগাম অনুমোদন নিলেও অযথা আমাদের হয়রানি করছে পুলিশ।" শহরে ঢোকার মুখে উড়ালপুলের শেষ প্রান্তে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয় তাদের। ঘটনায় বাঁকুড়া-পুরুলিয়া ৬০ (এ) জাতীয় সড়কে যানবাহন চলাচল প্রায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে পড়ে।

উত্তর ২৪ পরগনা:

বারাসত থেকে 'বিজয় সংকল্প' মিছিল শুরু হওয়ার সময় বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ সেখানে হাজির হয়। বিনা অনুমতিতে বাইক মিছিল করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। দলীয় কর্মসূচিতে এসেও ফিরে যেতে বাধ্য হয় BJP-র সমর্থকরা। BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি শংকর দাস বলেন, "পুলিশ বাইক মিছিলের অনুমতি না দেওয়ায় আমরা এই কর্মসূচি বাতিল করেছি। পুলিশ আমাদের কিছু বিধিনিষেধের কথাও বলে। তা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে বাইক মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তা করতে দেয়নি।"

undefined

মুর্শিদাবাদ:

বহরমপুরে দেখা গেল অন্য ছবি। BJP কর্মীদের সামনে পুলিশের বাধা ধোপে টিকল না। গেল না মিছিল আটকানো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরও শহরে মিছিল বার করে রাজ্য সরকার ও পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল BJP-র কার্যকর্তারা। পুলিশের বাধায় সাময়িকভাবে মিছিলে প্রভাব পড়লেও পুলিশের বাধা অগ্রাহ্য করে মিছিল করে তারা।

হুগলি:

হুগলির তারকেশ্বর, খানাকুল ও আরামবাগে BJP-র পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা নাগাদ বাইক মিছিল শুরু করে BJP কর্মী সমর্থরা। মিছিল শুরুর সাথে সাথেই পুলিশ আটকে দেয়। তারপরই রাস্তা অবরোধ করে তারা। পুলিশ এবং শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাইক মিছিল আটকানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP সমর্থকরা। তারকেশ্বর BJP সম্পাদক জগন্নাথ দাস বলেন, "প্রশাসনকে কাজে লাগিয়ে শাসকদল চক্রান্ত করে BJP-কে রুখতে চাইছে। তাই আমাদের আজকের ঘোষিত বাইক মিছিলকে পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা করছে।"

পূর্ব মেদিনীপুর:

রামনগর, দিঘাসহ বিভিন্ন জায়গায় BJP-র বাইক মিছিল আটকানো হয়েছে। পর্যাপ্ত পুলিশ না থাকায় বাইক মিছিল করার অনুমতি দেওয়া যাবে না বলে জানানো হয়েছিল পুলিশের তরফে। তারপরও মিছিল বেরোলে বাধা দেওয়া হয়। বাইকের চাবি খুলে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ BJP-র।

undefined

শিলিগুড়ি:

আজ সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাইক আটকে তল্লাশি শুরু হয়। BJP-র পতাকা লাগিয়ে পথে নামা বাইক চালকদের আটক করতে শুরু করে পুলিশ। শিলিগুড়ি ছাড়াও মাটিগাড়া, নকশালবাড়ি, ঘোষপুকুরেও বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে তল্লাশি চলে। সকালে শিলিগুড়ির হাকিমপাড়ায় জমায়েত হতে শুরু করে BJP কর্মীরা। হাজির হয় পুলিশ। বাদানুবাদের পর BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরিসহ দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হয়।

মেদিনীপুর, ৩ মার্চ : পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঘাটাল, চন্দ্রকোনা রোড ও মেদিনীপুর শহরে বিজয় সংকল্প মিছিল বেরোলে বাইক আটকায় পুলিশ। গোয়ালতোড়ে বাইক আটকানোর সময় পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় গুরুতর আহত হন তিন BJP কর্মী। ধস্তাধস্তিতে দু'জন পুলিশকর্মীও আহত হয়েছেন। ৬০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন BJP কর্মীরা। মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে শতাধিক কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আজ একসঙ্গে বাইক র‍্যালি কর্মসূচির ডাক দেয় যুব মোর্চা। মেদিনীপুর ছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই BJP-র 'বিজয় সংকল্প' মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। মিছিলে যোগদানকারীদের আটক করা হয়।

পশ্চিম বর্ধমান:

BJP-র রাজ্যব্যাপী কর্মসূচি অনুযায়ী আজ রানিগঞ্জের রেলস্টেশন থেকে রাজবাড়ি নজরুল স্ট্যাচু পর্যন্ত বাইক মিছিল হওয়ার কথা ছিল। তবে মিছিল শুরু হওয়ার সাথে সাথেই রানিগঞ্জ থানার পুলিশ তা আটকে দেয়। BJP কর্মীরা পায়ে হেঁটে মিছিল করে স্ট্যাচুর সামনে পৌঁছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয় পুলিশ। জোর করে অবরোধ তুলে দেওয়া হয় বলে অভিযোগ।

undefined

পুরুলিয়া:

পুরুলিয়াতেও BJP-র 'বিজয় সংকল্প' মিছিলকে বাধা দেয় পুলিশ। পুরুলিয়া শহরে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় মিছিলটি। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া BJP নেতা বাপ্পা চ্যাটার্জি বলেন, "আমাদের যেকোনও কর্মসূচিতেই পুলিশ বাধা দেয়। শাসকদলের হয়ে কাজ করে পুলিশ। এই কর্মসূচির আগাম অনুমোদন নিলেও অযথা আমাদের হয়রানি করছে পুলিশ।" শহরে ঢোকার মুখে উড়ালপুলের শেষ প্রান্তে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয় তাদের। ঘটনায় বাঁকুড়া-পুরুলিয়া ৬০ (এ) জাতীয় সড়কে যানবাহন চলাচল প্রায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে পড়ে।

উত্তর ২৪ পরগনা:

বারাসত থেকে 'বিজয় সংকল্প' মিছিল শুরু হওয়ার সময় বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ সেখানে হাজির হয়। বিনা অনুমতিতে বাইক মিছিল করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। দলীয় কর্মসূচিতে এসেও ফিরে যেতে বাধ্য হয় BJP-র সমর্থকরা। BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি শংকর দাস বলেন, "পুলিশ বাইক মিছিলের অনুমতি না দেওয়ায় আমরা এই কর্মসূচি বাতিল করেছি। পুলিশ আমাদের কিছু বিধিনিষেধের কথাও বলে। তা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে বাইক মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তা করতে দেয়নি।"

undefined

মুর্শিদাবাদ:

বহরমপুরে দেখা গেল অন্য ছবি। BJP কর্মীদের সামনে পুলিশের বাধা ধোপে টিকল না। গেল না মিছিল আটকানো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরও শহরে মিছিল বার করে রাজ্য সরকার ও পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল BJP-র কার্যকর্তারা। পুলিশের বাধায় সাময়িকভাবে মিছিলে প্রভাব পড়লেও পুলিশের বাধা অগ্রাহ্য করে মিছিল করে তারা।

হুগলি:

হুগলির তারকেশ্বর, খানাকুল ও আরামবাগে BJP-র পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা নাগাদ বাইক মিছিল শুরু করে BJP কর্মী সমর্থরা। মিছিল শুরুর সাথে সাথেই পুলিশ আটকে দেয়। তারপরই রাস্তা অবরোধ করে তারা। পুলিশ এবং শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাইক মিছিল আটকানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP সমর্থকরা। তারকেশ্বর BJP সম্পাদক জগন্নাথ দাস বলেন, "প্রশাসনকে কাজে লাগিয়ে শাসকদল চক্রান্ত করে BJP-কে রুখতে চাইছে। তাই আমাদের আজকের ঘোষিত বাইক মিছিলকে পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা করছে।"

পূর্ব মেদিনীপুর:

রামনগর, দিঘাসহ বিভিন্ন জায়গায় BJP-র বাইক মিছিল আটকানো হয়েছে। পর্যাপ্ত পুলিশ না থাকায় বাইক মিছিল করার অনুমতি দেওয়া যাবে না বলে জানানো হয়েছিল পুলিশের তরফে। তারপরও মিছিল বেরোলে বাধা দেওয়া হয়। বাইকের চাবি খুলে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ BJP-র।

undefined

শিলিগুড়ি:

আজ সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাইক আটকে তল্লাশি শুরু হয়। BJP-র পতাকা লাগিয়ে পথে নামা বাইক চালকদের আটক করতে শুরু করে পুলিশ। শিলিগুড়ি ছাড়াও মাটিগাড়া, নকশালবাড়ি, ঘোষপুকুরেও বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে তল্লাশি চলে। সকালে শিলিগুড়ির হাকিমপাড়ায় জমায়েত হতে শুরু করে BJP কর্মীরা। হাজির হয় পুলিশ। বাদানুবাদের পর BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরিসহ দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হয়।

Intro: রানীগঞ্জ বিজেপি বাইক মিছিল আটকালো রানীগঞ্জ থানা পুলিশ । প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি সমর্থকদের ।


Body:বিজেপির রাজ্যব্যাপী কর্মসূচি অনুযায়ী আজ রানীগঞ্জের রেলস্টেশন থেকে রাজবাড়ী নজরুল স্টাচু পর্যন্ত বাইক মিছিল ছিল। রানিগঞ্জ রেল স্টেশন থেকে মিছিল শুরু করলে রানীগঞ্জ থানার পুলিশ আটকে দেয় বিজেপির বাইক মিছিল কে । নেতাজির এরপর বিজেপি সমর্থকরা পায়ে হেঁটে মিছিল করে রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু সামনে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে দেয়। অবরুদ্ধ হয়ে পড়ে 60 নম্বর জাতীয় সড়ক ।খবর পেয়ে ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশবাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী । বিজেপি সমর্থকদের সঙ্গে রানীগঞ্জ থানার পুলিশ সঙ্গে বচসা এরপর রানিগঞ্জ পুলিশ জোরপূর্বক অবরোধ তুলে দেয় ।


Conclusion:অন্যদিকে রানীগঞ্জের বিজেপি ব্লক সভাপতির অভিযোগ রাজ্য সরকারের চাপে বিজেপির বাইক মিছিল আটকে দেয় রানীগঞ্জ থানার পুলিশ। রাজ্য সরকার পুলিশ দিয়ে ভয় দেখিয়ে বিজেপি কে আটকানো যাবে না ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.