মেদিনীপুর, 6 ডিসেম্বর : বিরোধিতা করার জন্য় বিরোধিতা ৷ কৃষি আইন নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরোধিতা প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী জ্য়োতির্ময়ী শিকদার ৷ তিনি বলেন, এরাজ্য়ের কৃষকরাও প্রায় আত্মহত্য়া করছেন ৷ সেই নিয়ে কেন কিছু বলেন না মুখ্য়মন্ত্রী ৷
কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে জ্য়োতির্ময়ী শিকদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোরোনা সংক্রমণ ও আমফান বিপর্যয়ের মধ্য়েও রাজ্য়ের কোনও মানুষ না খেতে পেয়ে মরেনি ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এফসিআই-এর গোডাউনে শস্য় মজুত রয়েছে ৷ সেই শস্য়গুলি দেশের কৃষকরাই ফলিয়েছেন ৷ কেন্দ্রীয় সরকার যখন কৃষকদের কথা ভেবে দেশের সব কৃষকদের জন্য় 6000 টাকা আর্থিক সাহায্য় ঘোষণা করেছে, তখন রাজ্য় সরকার কেন সেই প্রকল্প বাংলায় চালু করছেন না ? আর এখন কৃষি আন্দোলনের সাতদিন পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলছেন ৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার কৃষকদের কথা ভেবেই নতুন কৃষি আইন এনেছে ৷ আসলে তৃণমূল সহ দেশের অন্য় বিরোধী দলগুলি কৃষকদের কথা ভেবে নয়, রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করছে ৷
আরো পড়ুন : কৃষকদের আন্দোলন ও ভারত বনধের সমর্থনে মেডিকেল পড়ুয়ারা
এই প্রসঙ্গে এনআরসি নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরোধিতার কথাও তুলে ধরেন জ্যোতির্ময়ী শিকদার ৷ তাঁর কথায়, 2000 সালে সংসদে, তৎকালীন তৃণমূল সাংসদ মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের তাড়ানোর দাবিতে সওয়াল করেছিলেন ৷ আজ তিনি উলটো কথা বলছেন ৷ তাঁর অভিযোগ, সামনেই নির্বাচন তাই মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোটের রাজনীতি করতে নেমেছেন ৷