ETV Bharat / state

জঙ্গলমহলে নাশকতামূলক পোস্টার বিলির পিছনে BJP-র হাত নেই : মুকুল রায় - পোস্টার বিলির পিছনে BJP-র হাত নেই

কয়েকদিন ধরে ঝাড়গ্রামে নাশকতামূলক পোস্টার ছড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে ৷ অভিযোগ, বিভিন্ন জনকে ঘরের বাইরে ইট দিয়ে লিফলেট দিয়ে আসছে মাওবাদীরা । এই ঘটনা সামনে আসতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ করে, BJP এই ঘটনার জন্য দায়ি ৷ তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করলেন BJP-র সর্বভারতীয় নেতা মুকুল রায় ৷

mukul roy and kailash bijoybargiyo
মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Sep 7, 2020, 12:52 AM IST

Updated : Sep 7, 2020, 2:34 AM IST

ঝাড়গ্রাম, 7 সেপ্টেম্বর : ঝাড়গ্রামে পোস্টার ছড়ানোর ঘটনায় কোনও হাত নেই BJP-র ৷ তৃণমূল চাইলে নিরপেক্ষ তদন্ত করে দেখতে পারে এবং দোষীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে ৷ এই মন্তব্য করলেন BJP-র সর্বভারতীয় নেতা মুকুল রায়। রবিবার তিনি ঝাড়গ্রামে একটি সভা শেষে এই মন্তব্য করেন। ঝাড়গ্রামে কয়েকদিন ধরেই চলছে নাশকতামূলক লিফলেট ছড়ানোর কাজ।অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন জনকে ঘরের বাইরে ইট দিয়ে লিফলেট দিয়ে আসছে মাওবাদীরা । বাংলাতে লাল কালিতে লেখা আছে অবিলম্বে টাকা দেওয়ার, না হলে পরের দিন হত্যা করা হবে। নিচে লাল কালিতে লেখা CPI(M) মাওবাদী। জঙ্গলমহল ঝাড়গ্রামে এরকমই একটি ঘটনার সাক্ষী হয়েছেন পর্যটকেরা । তারা ঘুরতে গিয়ে মুখোমুখি হয়েছে মাওবাদী গেরিলা বাহিনীর সঙ্গে, বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে জঙ্গলমহলে আসেন DGP।

তিনি বেলপাহাড়ির সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। পরে DGP পুলিশ আধিকারিকের সঙ্গেও বৈঠক করেন । গত 2009 সালের স্মৃতি উস্কে দিয়ে ফের নতুন করে ঝাড়গ্রামে এই নাশকতামূলক এমন লিফলেট ছড়ানো ঘটনায় শাসকদল অভিযোগ করেছে BJP-র দিকে। অনেক নেতা অভিযোগ করছেন BJP-র কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে এই ধরনের লিফলেট ছড়িয়ে দিয়ে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে । এই বিষয়ে রবিবার মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন," এই ধরনের নাশকতামূলক লিফলেট বিলি করে আতঙ্ক সৃষ্টির পেছনে BJP-র কোনও হাত নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ৷ দীর্ঘ দিন আমি এই জঙ্গলমহলকে চিনি, জানি এবং বহুদিন পরে এসেছি আমার ভালোবাসার শহরে। তবে এই ধরনের নাশকতামূলক এবং লিফলেট বিলি করে মানুষকে আবার নতুন করে আতঙ্কের সৃষ্টি করার পেছনে BJP-র হাত নেই।" তিনি আরও বলেন," তৃণমূল যদি মনে করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবশ্যই তদন্ত করতে পারে। যদি BJP-র কোনও লোকে যুক্ত থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।" উল্লেখ করা যায়, রবিবার ঝাড়গ্রামে বেশ কয়েকশো তৃণমূল কর্মী তাদের পার্টি থেকে ছেড়ে BJP-তে যোগদান করে। সেই যোগদান করাতে আসেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। এইখানে এসে এই ধরনের মন্তব্য করেন BJP নেতা মুকুল রায়।

মুকুল রায়
জঙ্গলমহলে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটে চলছে ৷ এই বিষয়ে সতর্ক রয়েছে রাজ্যপুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ সমগ্র বিষয় সতর্কতার সঙ্গে তারা নজর রাখছে বলে সূত্রের খবর।

ঝাড়গ্রাম, 7 সেপ্টেম্বর : ঝাড়গ্রামে পোস্টার ছড়ানোর ঘটনায় কোনও হাত নেই BJP-র ৷ তৃণমূল চাইলে নিরপেক্ষ তদন্ত করে দেখতে পারে এবং দোষীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে ৷ এই মন্তব্য করলেন BJP-র সর্বভারতীয় নেতা মুকুল রায়। রবিবার তিনি ঝাড়গ্রামে একটি সভা শেষে এই মন্তব্য করেন। ঝাড়গ্রামে কয়েকদিন ধরেই চলছে নাশকতামূলক লিফলেট ছড়ানোর কাজ।অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন জনকে ঘরের বাইরে ইট দিয়ে লিফলেট দিয়ে আসছে মাওবাদীরা । বাংলাতে লাল কালিতে লেখা আছে অবিলম্বে টাকা দেওয়ার, না হলে পরের দিন হত্যা করা হবে। নিচে লাল কালিতে লেখা CPI(M) মাওবাদী। জঙ্গলমহল ঝাড়গ্রামে এরকমই একটি ঘটনার সাক্ষী হয়েছেন পর্যটকেরা । তারা ঘুরতে গিয়ে মুখোমুখি হয়েছে মাওবাদী গেরিলা বাহিনীর সঙ্গে, বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে জঙ্গলমহলে আসেন DGP।

তিনি বেলপাহাড়ির সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। পরে DGP পুলিশ আধিকারিকের সঙ্গেও বৈঠক করেন । গত 2009 সালের স্মৃতি উস্কে দিয়ে ফের নতুন করে ঝাড়গ্রামে এই নাশকতামূলক এমন লিফলেট ছড়ানো ঘটনায় শাসকদল অভিযোগ করেছে BJP-র দিকে। অনেক নেতা অভিযোগ করছেন BJP-র কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে এই ধরনের লিফলেট ছড়িয়ে দিয়ে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে । এই বিষয়ে রবিবার মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন," এই ধরনের নাশকতামূলক লিফলেট বিলি করে আতঙ্ক সৃষ্টির পেছনে BJP-র কোনও হাত নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ৷ দীর্ঘ দিন আমি এই জঙ্গলমহলকে চিনি, জানি এবং বহুদিন পরে এসেছি আমার ভালোবাসার শহরে। তবে এই ধরনের নাশকতামূলক এবং লিফলেট বিলি করে মানুষকে আবার নতুন করে আতঙ্কের সৃষ্টি করার পেছনে BJP-র হাত নেই।" তিনি আরও বলেন," তৃণমূল যদি মনে করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবশ্যই তদন্ত করতে পারে। যদি BJP-র কোনও লোকে যুক্ত থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।" উল্লেখ করা যায়, রবিবার ঝাড়গ্রামে বেশ কয়েকশো তৃণমূল কর্মী তাদের পার্টি থেকে ছেড়ে BJP-তে যোগদান করে। সেই যোগদান করাতে আসেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। এইখানে এসে এই ধরনের মন্তব্য করেন BJP নেতা মুকুল রায়।

মুকুল রায়
জঙ্গলমহলে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটে চলছে ৷ এই বিষয়ে সতর্ক রয়েছে রাজ্যপুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ সমগ্র বিষয় সতর্কতার সঙ্গে তারা নজর রাখছে বলে সূত্রের খবর।
Last Updated : Sep 7, 2020, 2:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.