ETV Bharat / state

কুরুচিকর মন্তব্যের জেরে সুজাতা মণ্ডল খাঁকে গ্রেফতারের দাবি বিজেপির - assembly election 2021.

বিজেপির অভিযোগ, তৃণমূল নেত্রী তথা আরামবাগের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ তপশিলি জাতি ও উপজাতির মানুষদের ভিখারি বলেছেন ৷ এতে অপমানিত হয়েছেন তপশিলি জাতি ও উপজাতির মানুষরা ৷ সেকারণে তাঁকে গ্রেফতারের দাবি জানান বিজেপি নেতারা ৷

BJP
বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Apr 14, 2021, 4:24 PM IST

মেদিনীপুর, 14 এপ্রিল : অনগ্রসর জাতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য় করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল ৷ এই অভিযোগে তাঁকে গ্রেফতারের দাবি তুলে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি ৷ সঙ্গে জেলাশাসককে একটি অভিযোগপত্রও জমা দেয় তারা ৷

বিজেপির অভিযোগ, তৃণমূল নেত্রী তথা আরামবাগের প্রার্থী সুজাতা খাঁ তপশিলি জাতি ও উপজাতির মানুষদের ভিখারি বলেছেন ৷ এতে অপমানিত হয়েছেন তপশিলি জাতি ও উপজাতির মানুষরা ৷ সেকারণে তাঁকে গ্রেফতারের দাবি জানান বিজেপি নেতারা ৷

আরও পড়ুন- সুপার পাওয়ার হবে চিন, ভারত-চিন সীমানা উত্তেজনা চরমেই, বলছে মার্কিন রিপোর্ট

এদিন জেলা কালেক্টর গেটের ওই অবস্থান মঞ্চে নেতৃত্ব দেন বিজেপির সহ সভাপতি অরূপ দাস, শংকর গুছাইত, আশীর্বাদ ভৌমিক সহ বিশিষ্ট নেতৃত্ব। বিজেপি সহ-সভাপতি অরূপ দাস বলেন, "গত কয়েকদিন আগে ভোটের দিন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের অপমানজনক মন্তব্য করেছেন।" সেকারণেই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেন তিনি ৷

বিজেপি নেতার বক্তব্য়

অবস্তান শেষে জেলাশাসকের কাছে একটি অভিযোগপত্রও জমা করেন ৷ এবং আরও একটি অভিযোগপত্র জেলাশাসকের মাধ্য়মে রাষ্ট্রপতির কাছে পাঠান বিজেপির নেতারা ৷ যদিও এই বিষয়টিকে খুব একটা আমল দিতে চাননি স্থানীয় তৃণমূল নেতারা ৷

মেদিনীপুর, 14 এপ্রিল : অনগ্রসর জাতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য় করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল ৷ এই অভিযোগে তাঁকে গ্রেফতারের দাবি তুলে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি ৷ সঙ্গে জেলাশাসককে একটি অভিযোগপত্রও জমা দেয় তারা ৷

বিজেপির অভিযোগ, তৃণমূল নেত্রী তথা আরামবাগের প্রার্থী সুজাতা খাঁ তপশিলি জাতি ও উপজাতির মানুষদের ভিখারি বলেছেন ৷ এতে অপমানিত হয়েছেন তপশিলি জাতি ও উপজাতির মানুষরা ৷ সেকারণে তাঁকে গ্রেফতারের দাবি জানান বিজেপি নেতারা ৷

আরও পড়ুন- সুপার পাওয়ার হবে চিন, ভারত-চিন সীমানা উত্তেজনা চরমেই, বলছে মার্কিন রিপোর্ট

এদিন জেলা কালেক্টর গেটের ওই অবস্থান মঞ্চে নেতৃত্ব দেন বিজেপির সহ সভাপতি অরূপ দাস, শংকর গুছাইত, আশীর্বাদ ভৌমিক সহ বিশিষ্ট নেতৃত্ব। বিজেপি সহ-সভাপতি অরূপ দাস বলেন, "গত কয়েকদিন আগে ভোটের দিন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের অপমানজনক মন্তব্য করেছেন।" সেকারণেই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেন তিনি ৷

বিজেপি নেতার বক্তব্য়

অবস্তান শেষে জেলাশাসকের কাছে একটি অভিযোগপত্রও জমা করেন ৷ এবং আরও একটি অভিযোগপত্র জেলাশাসকের মাধ্য়মে রাষ্ট্রপতির কাছে পাঠান বিজেপির নেতারা ৷ যদিও এই বিষয়টিকে খুব একটা আমল দিতে চাননি স্থানীয় তৃণমূল নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.