গড়বেতা, 8 মে : "মেদিনীপুরের মানুষ হাত গুটিয়ে বসে থাকবে । শুয়োর মারা করব ।" গড়বেতায় তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে প্রচারে এসে ভারতী ঘোষকে নাম না করে আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । এর আগে আনন্দপুর থানার গাড়রবাগে ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষ দুই তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দেন, "বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব ।" তাঁর এই মন্তব্যের পালটা আজ অনুব্রত মণ্ডল বলেন, "সে নাকি ক'দিন আগে বলে গেল UP থেকে লোক আনবে । কুকুরের মতো মারবে । আর মেদিনীপুরের মানুষ হাত গুটিয়ে বসে থাকবে । শুয়োর মারা করব ।"
আগামী 12 তারিখ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে আজ বিকেলে গড়বেতায় ভোট প্রচারে আসেন অনুব্রত মণ্ডল । হুডখোলা গাড়িতে ধাদিকা থেকে গড়বেতা হয়ে ফতেসিংহপুর পর্যন্ত রোড শো করেন তিনি ।
ফতেসিংহপুরে একটি সভায় অনুব্রত মণ্ডল নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, "চোখ দেখালে, পাতা নামিয়ে দেব । হাত তুললে, নামিয়ে নেবেন । জীবনে কোনও দিন ভয় পাইনি । এখনও ভয় পাই না ।" তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, "নকুলদানা দেবেন । একশো বার নকুলদানা দেবেন । আর উর্বর জমি চাষ করতে গেলে যা দরকার তাই করবেন । কোনও ভয় পাবেন না ।"
কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে আজ অনুব্রত বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে আমরা স্যালিউট জানাই । কিন্তু একটা কথা- কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে গেলে ছাড়ব না । অন্যায় করলে ছাড়ব না । তাদের কাজ তারা করবে । আমাদের কাজ আমরা করব । "
বুধবার সকালেই গোয়ালতোড়ে প্রচারে এসে BJP নেতা মুকুল রায় অনুব্রত প্রসঙ্গে বলেন, "ও নিজের এলাকায় দু'টো সিট হেরে যাবে তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ।" মুকুলবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে অনুব্রত বলেন, "ও পাগলের মত কথা বলে । আজ যেখানে ঝাড়গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি এই কেন্দ্রে দুই থেকে আড়াই লাখ ভোটে তৃণমূল জিতবে ।"
দিলীপ ঘোষের মেদিনীপুরেও কি পাঁচন তত্ত্ব কাজ করবে ? এই প্রশ্নের উত্তরে অনুব্রতবাবু বলেন, "হ্যাঁ, নকুলদানা থাকবে । হাল লাগাতে গেলে তো পাঁচন লাগেই । না হলে তো গোরু চলবে না ।" এরপরই তাঁর সংযোজন, "দিলীপ আবার মানুষ নাকি ?"