রাধাবল্লভপুর, 13 মার্চ : বিজেপি পার্টি করায় হিমঘরের এক অস্থায়ী কর্মীকে কাজে যোগ দিতে মানা করল মালিক পক্ষ । শাসকদলের চাপের কারণেই নাকি এহেন সিদ্ধান্ত ৷ এমনই অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (Chandrakona News) থানার রাধাবল্লভপুর এলাকার মহাপ্রভু হিমঘরের এক অস্থায়ী কর্মীর ।
প্রতিবছরই এই সময় অস্থায়ী কর্মী হিসাবে মহাপ্রভু হিমঘরে কাজ করে আসছেন রাধাবল্লভপুর এলাকার বাসিন্দা ধনঞ্জয় পন্ডা ৷ বর্তমানে তিনি বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি পদে রয়েছেন । তাঁর অভিযোগ, কয়েকবছর ধরে আলুর তোলার এই সময়ে মহাপ্রভু হিমঘরে দৈনিক পারিশ্রমিক হিসাবে অস্থায়ী কর্মীর কাজ করে আসছি । এ বছরও প্রথম দিন কাজে যোগ দিই ৷ কিন্তু তারপর মালিকপক্ষ থেকে ফোন করে বলা হয় তুমি বিজেপি করো, তা নিয়ে শাসকদলের চাপ রয়েছে । তাই বিজেপির কোনও ছেলেকে কাজে নেওয়া যাবে না ৷ এমনকি কাজে আসতেও বারণ করা হয় ৷
আরও পড়ুন : Allegation Against TMC Leader : জবকার্ড পাইয়ে দিতে বিজেপি কর্মীকে দলবদলে চাপ, মালদায় অভিযুক্ত তৃণমূল নেতা
এই বিষয়ে মহাপ্রভু হিমঘর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া চাইতে গেলে বেশ বিরক্তির সঙ্গে ম্যানেজার দিবাকর ধাওয়া বলেন, "প্রভাকর ধাওয়া ফোন করেছিল ৷ আমরা তাকে কাজে নেব না বলে দিয়েছি ৷ আর কিছু বলতে পারব না ৷"
যদিও এই বিষয়ে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (Chandrakona INTTUC) ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি নয়ন গোস্বামী বলেন, "এরকম কোনও ঘটনার খবর আমাদের কাছে এখনও আসেনি । এ বিষয়ে আমাদের কিছু জানা নেই । আমরা যেহেতু শ্রমিক সংগঠন করি তাই আমাদের কাছে কে বিজেপি করে কে তৃণমূল করে তা কোনও বিষয় নয় ৷ আমরা সবাইকে শ্রমিক হিসাবেই মনে করি । শ্রমিক বা মালিক কারওর যদি কাজ করতে কোনও অসুবিধা হয় তাহলে সে যে দলই করুক আমাদের কাছে এলে আমরা সবরকম সহযোগিতা করব ৷ কিন্তু এক্ষেত্রে শ্রমিক বা মালিক এখনও কেউই যোগাযোগ করেননি ৷ তবে আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি । কেনই বা শাসকদলের নাম জড়াল, দলের কেউ এমন মন্তব্য করেছে কি না তাও খতিয়ে দেখা হবে ৷"
আরও পড়ুন : BJP candidates homeless : বর্ধমানে ভয়ে ঘরছাড়া পৌরভোটে বিজেপির প্রার্থী, অভিযোগ অস্বীকার তৃণমূলের