কাঁথি, 9 জুন : বিতর্কের পর এবার দুর্নীতিতে নাম জড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাসের ৷ এই ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে বুধবার বিকালে কাঁথি-দারুয়া রাস্তা অবরোধ করে বিক্ষােভ দেখান স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা ৷ কয়েকদিন আগেই ভুল জাতীয় সংগীত গাওয়া নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিলেন তিনি (Corruption Allegation Against councillor) ৷
অভিযোগ, রিনা দেবী স্বজনপোষণের রাজনীতি করছেন । এমনকি সরকারি প্রকল্পের বাড়ি তৈরি করার নাম করে বাড়তি টাকা নিচ্ছেন কাউন্সিলর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাউন্সিলর রিনা দাস 30-40 হাজার টাকা দাবি করছেন ৷ এরপরে বুধবার রাতে কাউন্সিলর রিনা দাসের অফিসের সামনে কাঁথি মহকুমা হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা । অবরোধের খবর পেয়ে উপস্থিত হয় স্থানীয় পুলিশ বাহিনী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন এলাকাবাসী ৷
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর রিনা দাস জানান, 6 নম্বর ওয়ার্ডে এক মহিলার নগ্ন ছবি নিয়ে বেশকয়েকজন ছেলে নির্যাতিতা মহিলাকে ব্ল্যাকমেল করছিল ৷ তিনি সেই ঘটনার প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী ৷
অন্যদিকে কাঁথি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘এরা জনগণের ভোটে জয়ী হয়নি। এরা জনগণের কাছে কোনভাবেই দায়বদ্ধ নয় । তাই নিজেদের আখের গোছাতে নেমে পড়েছে । সর্বত্র কাটমানি আর কাটমানি। কাঁথিও তার ব্যতিক্রম নয়। কাঁথির মানুষ এবারে বুঝতে পারবেন ৷’’