ETV Bharat / state

করোনা আক্রান্ত বাবাকে বাঁচাতে ফেসবুকে অর্থ সাহায্য়ের আবেদন মেয়ের - ফেসবুকে আর্থ সাহায্য়ের আবেদন কলেজ পড়ুয়ার

14 দিন ধরে সঞ্জীবন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাড়ির জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা খরচ চালায় সাঁতরা পরিবার ৷ প্রতিদিনের বিল হচ্ছে গড়ে 40 হাজার টাকা ।

a-girl-appealed-for-financial-help-on-facebook-to-save-her-father-who-is-corona-positive
a-girl-appealed-for-financial-help-on-facebook-to-save-her-father-who-is-corona-positive
author img

By

Published : Jun 8, 2021, 4:05 PM IST

দাসপুর, 8 জুন : বাবা করোনা আক্রান্ত হয়ে সঞ্জীবন হাসপাতালে ভর্তি । চিকিৎসা খরচা সামলাতে না পেরে ফেসবুকে আবেদন করলেন অষ্টাদশী মেয়ে । তাঁর আবেদন, আর্থিক সাহায্য দিয়ে সুস্থ করে তুলুন আমার বাবাকে ৷

গত 14 দিন হল করোনা আক্রান্ত হয়ে উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতলে ভর্তি দাসপুর ক্ষুদিচকের বাসিন্দা সুধাংশু সাঁতরা । ব্যয়বহুল খরচে প্রায় নিঃস্ব পরিবার । বাধ্য হয়ে এবার ফেসবুক বন্ধুদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানালেন সুধাংশুবাবুর মেয়ে নিশা সাঁতরা ।

সুধাংশু সাঁতরা স্থানীয় একটি সোনার দোকানে কাজ করতেন । সেই কাজ করেই সংসার চলত । তাঁর এক ছেলে ও এক মেয়ে মেয়ে । দু‘জনই কলেজে পড়েন । গত মাসের 17 তারিখে জ্বর হওয়ায় স্থানীয় ঘাটাল হাসপাতালে ভর্তি হয় করা হয় তাঁকে । করোনা পরীযা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁর শরীর আরও খারাপ হতে থাকে ৷ এরপরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুধাংশু সাঁতরাকে । সেখানেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় 26 তারিখ ভর্তি করা হয় উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালে ।

আরও পড়ুন: West Bengal Corona update : রাজ্যে করোনা সংক্রমণ পাঁচ হাজারের ঘরে, কমল মৃত্যুও

14 দিন ধরে সঞ্জীবন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাড়ির জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা খরচ চালায় সাঁতরা পরিবার ৷ প্রতিদিনের বিল হচ্ছে গড়ে 40 হাজার টাকা । এত টাকা কোথা থেকে জোগাড় হবে, ভেবে পাচ্ছিলেন না মেয়ে নিশা সাঁতরা । এরপরই সে ফেসবুকে তাঁদের সাহায্যের আবেদন জানালেন ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি ৷ যেখানে দেখা গিয়েছে হাসপাতালের বিল ইত্যাদি ৷

সরকারি, বেসরকারি সাহায্য চাওয়ার পাশাপাশি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবেরও দৃষ্টি আকর্ষণ করেছেন কলেজ পড়ুয়া নিশা ।

দাসপুর, 8 জুন : বাবা করোনা আক্রান্ত হয়ে সঞ্জীবন হাসপাতালে ভর্তি । চিকিৎসা খরচা সামলাতে না পেরে ফেসবুকে আবেদন করলেন অষ্টাদশী মেয়ে । তাঁর আবেদন, আর্থিক সাহায্য দিয়ে সুস্থ করে তুলুন আমার বাবাকে ৷

গত 14 দিন হল করোনা আক্রান্ত হয়ে উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতলে ভর্তি দাসপুর ক্ষুদিচকের বাসিন্দা সুধাংশু সাঁতরা । ব্যয়বহুল খরচে প্রায় নিঃস্ব পরিবার । বাধ্য হয়ে এবার ফেসবুক বন্ধুদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানালেন সুধাংশুবাবুর মেয়ে নিশা সাঁতরা ।

সুধাংশু সাঁতরা স্থানীয় একটি সোনার দোকানে কাজ করতেন । সেই কাজ করেই সংসার চলত । তাঁর এক ছেলে ও এক মেয়ে মেয়ে । দু‘জনই কলেজে পড়েন । গত মাসের 17 তারিখে জ্বর হওয়ায় স্থানীয় ঘাটাল হাসপাতালে ভর্তি হয় করা হয় তাঁকে । করোনা পরীযা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁর শরীর আরও খারাপ হতে থাকে ৷ এরপরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুধাংশু সাঁতরাকে । সেখানেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় 26 তারিখ ভর্তি করা হয় উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালে ।

আরও পড়ুন: West Bengal Corona update : রাজ্যে করোনা সংক্রমণ পাঁচ হাজারের ঘরে, কমল মৃত্যুও

14 দিন ধরে সঞ্জীবন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাড়ির জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা খরচ চালায় সাঁতরা পরিবার ৷ প্রতিদিনের বিল হচ্ছে গড়ে 40 হাজার টাকা । এত টাকা কোথা থেকে জোগাড় হবে, ভেবে পাচ্ছিলেন না মেয়ে নিশা সাঁতরা । এরপরই সে ফেসবুকে তাঁদের সাহায্যের আবেদন জানালেন ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি ৷ যেখানে দেখা গিয়েছে হাসপাতালের বিল ইত্যাদি ৷

সরকারি, বেসরকারি সাহায্য চাওয়ার পাশাপাশি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবেরও দৃষ্টি আকর্ষণ করেছেন কলেজ পড়ুয়া নিশা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.