ক্ষীরপাই, 25 ডিসেম্বর: বড়দিন (Christmas) উপলক্ষ্যে পিকনিক করতে আসা মদ্যপ যুবকদের থামাতে গিয়ে আহত হলেন পুলিশকর্মী (7 Police Officer Injured while Trying to Stop Brawl Between 2 Groups)। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের ঘটনায় প্রায় 7 জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন ৷ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও । যদিও এই ঘটনার পর ফের পুলিশবাহিনী এসে পৌঁছনোর আগেই এলাকা ছাড়ে অভিযুক্তরা। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে এলাকার পুলিশ বাহিনী। পুরো ঘটনায় এলাকা থমথমে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ক্ষীরপাই (Khirpai) বড়মার কালীর মন্দির লাগোয়া শিলাবতী নদীর ধারে পিকনিক করছিলেন অনেকেই। তার মধ্যে ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েকজন যুবক সেখানে মদ্যপান করছিল ৷ এছাড়াও তারা মেয়েদের কটূক্তি করছিল। এই নিয়ে ওই একই জায়গায় পিকনিক করতে আসা কয়েকজন যুবক তাদের বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে শুরু হয়ে মারামারি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন ক্ষীরপাই ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী (7 Police Officer Injured in Paschim Medinipur) ।
আরও পড়ুন: শহর দাপাচ্ছিল বিকট শব্দ যুক্ত কেজিএফ বাইক, শুরু পুলিশি ধরপাকড়
দু'পক্ষের বচসা থামাতে গেলে ওই মদ্যপ যুবকরা এলোপাথাড়ি মারতে শুরু করে পুলিশে কর্মীদের। আচমকা পুলিশের উপর এই ধরনের হামলায় প্রস্তুত ছিলেন না পুলিশ কর্মীরাও। এরপরই পুলিশ গাড়িও ভাঙচুর করে ওই মদ্যপ যুবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় 7 জন পুলিশ কর্মী ও 3 জন স্থানীয় ব্যক্তি আহত হন। আহত পুলিশ কর্মীদের ক্ষীরপাই হাসপাতালে ভরতি করা হয়। এরপরই এলাকা ছেড়ে পালায় ওই অভিযুক্তরা। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশবাহিনী।