ঘাটাল, 2 আগস্ট: ইঞ্জিন চালিত ট্রলির স্টিয়ারিংয়ের তার কেটে পথ দুর্ঘটনা ৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের জলসরা এলাকার এই দুর্ঘটনায় আহত তিন স্কুল পডুয়া-সহ পাঁচ ৷ আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল 10টা নাগাদ চন্দ্রকোনার দিক থেকে একটি খালি ইঞ্জিন চালিত ট্রলি ঘাটালের দিকে আসছিল । সেই সময় ঘাটালের জলসরা রামকৃষ্ণ হাই স্কুল সংলগ্ন এলাকায় ইঞ্জিন ট্রলির স্টিয়ারিং তারটি কেটে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়া ও দুই পথচারীকে ধাক্কা মারে ৷ স্থানীয় বাসিন্দারা আহত পড়ুয়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । খবর দেওয়া হয় আহত পড়ুয়াদের পরিবারের লোকজনকেও ৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ ৷ পুলিশ এসে ইঞ্জিন ট্রলিটিকে আটক করলেও গাড়ির চালক পলাতক । দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশপাশি পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ আহতদের সঙ্গে কথা বলে দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ ৷
আরও পড়ুন: শহিদ সমাবেশ থেকে ফেরার পথে খড়গপুরে বাস দুর্ঘটনায় মৃত 1, আহত অনেক
স্থানীয় বাসিন্দা দুর্লভ ঘোষ বলেন, "আমরা যখন দাঁড়িয়ে ছিলাম দেখলাম ওই ইঞ্জিন ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকজনকে ধাক্কা মারে ৷ গাড়ির ধাক্কায় আহত হয়েছে 3 স্কুল পড়ুয়া এবং 2 পথচারী ।" সকালে ব্যস্ত সময়ে দুর্ঘটনার জেরে যানজট সৃষ্টি হয় ৷ আটকে পড়ে একাধিক যান চলাচল ৷ পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে ৷ বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় যান চালাচল ৷
আরও পড়ুন: ইঞ্জিন ট্রলি চুরির ঘটনায় দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী