ঝাড়গ্রাম, 22 জুলাই : ঝাড়গ্রামের কালিঞ্জা গ্রামে তৃণমূল-BJP সংঘর্ষ বাঁধে । আহত হয় উভয় পক্ষের 5 জন কর্মী ও এক পুলিশ আধিকারিক । ঘটনায় পুলিশ BJP-র 5 কর্মীকে গ্রেপ্তার করে । ধৃতদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয় । বিচারক ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।
ধৃতদের নাম অশোক দণ্ডপাট, বিকাশ দলুই, নান্দ খিলারী, বালক হাটুই ও শ্রীমন্ত খিলারী । অশোক সোনাকনিয়া, বিকাশ কালিঞ্জা, বালক হাটসাই, নান্দ ও শ্রীমন্ত তেঘরা গ্রামের বাসিন্দা । প্রত্যেকেই BJP কর্মী । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।
মঙ্গলবার ঝাড়গ্রামের কালিঞ্জা গ্রামে 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ বাঁধে । সংঘর্ষে আহত হন বেলিয়াবেড়া থানার SI গৌতম চক্রবর্তীসহ 3 জন তৃণমূল কর্মী, 2 জন BJP কর্মী । গৌতমবাবু ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভরতি রয়েছেন । বাকিরাও ওখানেই ভরতি রয়েছে । মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ ।