ETV Bharat / state

মেদিনীপুর বিদ্যাসাগর হোম থেকে নিখোঁজ 3 আবাসিক - 3 residents missing

মেদিনীপুরে সরকারি হোম থেকে নিখোঁজ তিন বালিকা ৷ বৃহস্পতিবার ভোরে হোমের পাঁচিল টপকে তারা পালিয়েছে বলে অভিযোগ করেছে হোম কর্তৃপক্ষ ৷ কোতয়ালি থানার পুলিশ তাদের খোঁজ শুরু করেছে ৷ ঘটনায় হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

3 residents missing from Medinipur Vidyasagar girls Home in west medinipur
মেদিনীপুর বিদ্যাসাগর হোম থেকে নিখোঁজ 3 আবাসিক
author img

By

Published : Jul 1, 2021, 3:40 PM IST

পশ্চিম মেদিনীপুর, 1 জুলাই : মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন নামে এক হোম থেকে 3 আবাসিক নিখোঁজ ৷ গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমনটা হল ৷ সরকারি এই হোমের পাঁচিল টপকে আজ ভোরে 3 আবাসিক পালিয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, চার মাসের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি এই হোমটিকে ঘিরে ৷ কোতয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, চার মাস আগে মেদিনীপুর বিদ্যাসাগর ভবন থেকে তিন আবাসিক রাতের অন্ধকারে পাঁচিলে কাপড় ঝুলিয়ে পালিয়ে গিয়েছিল ৷ পরবর্তী সময়ে পুলিশ তাদের উদ্ধার করে ফের হোমে নিয়ে আসা হয় ৷ তার পর থেকে সব কিছু ঠিকঠাক চলছিল ৷ কিন্তু, আজ ভোরে ওই হোমের অন্য তিন আবাসিক পাঁচিল টপকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে ৷ কিন্তু, কেন বারবার এই হোম থেকে আবাসিক মেয়েরা পালিয়ে যাচ্ছে ? এ নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, একবার বা দু’বার নয় ৷ এর আগে বহুবার এমন ঘটনা ঘটেছে ৷ স্থানীয়দের এই বক্তব্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে ৷ পাশাপাশি হোমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন : খেলতে গিয়ে নিখোঁজ আবাসিক মিশনের ছাত্রর দেহ উদ্ধার

কিন্তু, কেন এই সরকারি হোম থেকে বারবার আবাসিকরা পালিয়ে যাচ্ছেন? এ নিয়ে কোনও স্পষ্ট জবাব মেলেনি ৷ হোম কর্তৃপক্ষকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে, কেউ মুখ খুলতে চায়নি ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ওই হোমে আবাসিকদের কোনওরকম সমস্যা হচ্ছে ? সেই প্রশ্নেরও কোনও জবাব পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, আজ ভোরে হোম থেকে পালিয়ে যাওয়া আবাসিকদের মধ্যে একজনকে নদিয়ার একটি হোম থেকে নিয়ে আসা হয়েছিল ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিখোঁজ আবাসিকদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

পশ্চিম মেদিনীপুর, 1 জুলাই : মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন নামে এক হোম থেকে 3 আবাসিক নিখোঁজ ৷ গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমনটা হল ৷ সরকারি এই হোমের পাঁচিল টপকে আজ ভোরে 3 আবাসিক পালিয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, চার মাসের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি এই হোমটিকে ঘিরে ৷ কোতয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, চার মাস আগে মেদিনীপুর বিদ্যাসাগর ভবন থেকে তিন আবাসিক রাতের অন্ধকারে পাঁচিলে কাপড় ঝুলিয়ে পালিয়ে গিয়েছিল ৷ পরবর্তী সময়ে পুলিশ তাদের উদ্ধার করে ফের হোমে নিয়ে আসা হয় ৷ তার পর থেকে সব কিছু ঠিকঠাক চলছিল ৷ কিন্তু, আজ ভোরে ওই হোমের অন্য তিন আবাসিক পাঁচিল টপকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে ৷ কিন্তু, কেন বারবার এই হোম থেকে আবাসিক মেয়েরা পালিয়ে যাচ্ছে ? এ নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, একবার বা দু’বার নয় ৷ এর আগে বহুবার এমন ঘটনা ঘটেছে ৷ স্থানীয়দের এই বক্তব্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে ৷ পাশাপাশি হোমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন : খেলতে গিয়ে নিখোঁজ আবাসিক মিশনের ছাত্রর দেহ উদ্ধার

কিন্তু, কেন এই সরকারি হোম থেকে বারবার আবাসিকরা পালিয়ে যাচ্ছেন? এ নিয়ে কোনও স্পষ্ট জবাব মেলেনি ৷ হোম কর্তৃপক্ষকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে, কেউ মুখ খুলতে চায়নি ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ওই হোমে আবাসিকদের কোনওরকম সমস্যা হচ্ছে ? সেই প্রশ্নেরও কোনও জবাব পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, আজ ভোরে হোম থেকে পালিয়ে যাওয়া আবাসিকদের মধ্যে একজনকে নদিয়ার একটি হোম থেকে নিয়ে আসা হয়েছিল ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিখোঁজ আবাসিকদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.