ETV Bharat / state

Youth Murder In Salanpur: সালানপুরে যুবক খুনে পরকীয়ার অভিযোগ

author img

By

Published : Jan 31, 2022, 8:49 AM IST

এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের সালানপুরে। মৃতের পরিবারের দাবি, তাকে প্রণয়ঘটিত কারণেই খুন করা হয়েছে (Youth Murder In Salanpur)। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Youth Murder In Salanpur
সালানপুরে যুবক খুনে পরকীয়ার অভিযোগ

সালানপুর, 31 জানুয়ারি: জলাভূমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকায় (Youth Murder In Salanpur)। সালানপুর থানার বাসুদেবপুর জেমারি অঞ্চলে একটি আমবাগানের কাছে জলাভূমি থেকে এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম শেখ রাহুল ওরফে শেখ আরিফ। তার বাড়ি সালানপুরের জেমারি মুর্গা ডাঙ্গাল এলাকায়। গত শুক্রবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল। মৃত যুবকের পরিবারের দাবি, প্রণয়ঘটিত কারণে ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

মৃত যুবকের বাবা শেখ আজাদ বলেন, "আমার ছেলে রাহুল শুক্রবার সাইকেল নিয়ে বেরিয়েছিল। তারপর সালানপুর থানায় আমি নিখোঁজ ডায়েরিও করি। কিন্তু পুলিশের তরফ থেকে কোনও সহযোগিতা তেমন পাইনি। গ্রামের লোকেদের মুখে শুনতে পাই গ্রামের অন্য দু'জনের সঙ্গে এই আমবাগানের কাছেই রাহুলকে শেষ দেখা গিয়েছিল। আজকে আমরা খুঁজতে এসে দেখি রাহুলের সাইকেল দাঁড় করানো রয়েছে। এরপর খোঁজাখুঁজি শুরু করতেই দূরে একটি জলাভূমিতে মাটিচাপা দেওয়া রাহুলের মৃতদেহ পাওয়া যায়। ক্ষতবিক্ষত ছিল মৃতদেহ। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।"

আরও পড়ুন:27 নম্বর ওয়ার্ডের জন্য সাতাশটি প্রতিশ্রুতি জিতেন্দ্র-জায়া চৈতালির

কিন্তু কেন এই খুন? মৃত যুবকের বাবা শেখ আজাদের দাবি, রাহুল বিবাহিত হলেও স্থানীয় এক গৃহবধূর সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক হয়েছিল। আর সেই সম্পর্কের জেরে ওই মহিলার স্বামী এবং তার সঙ্গীরা মিলে রাহুলকে খুন করেছে। সালানপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে তদন্তে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম অভিষেক মোদি। তিনি বলেন, "এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ মৃত যুবকের প্রেমিকা, তার স্বামী এবং স্বামীর দুই সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।"

সালানপুর, 31 জানুয়ারি: জলাভূমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকায় (Youth Murder In Salanpur)। সালানপুর থানার বাসুদেবপুর জেমারি অঞ্চলে একটি আমবাগানের কাছে জলাভূমি থেকে এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম শেখ রাহুল ওরফে শেখ আরিফ। তার বাড়ি সালানপুরের জেমারি মুর্গা ডাঙ্গাল এলাকায়। গত শুক্রবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল। মৃত যুবকের পরিবারের দাবি, প্রণয়ঘটিত কারণে ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

মৃত যুবকের বাবা শেখ আজাদ বলেন, "আমার ছেলে রাহুল শুক্রবার সাইকেল নিয়ে বেরিয়েছিল। তারপর সালানপুর থানায় আমি নিখোঁজ ডায়েরিও করি। কিন্তু পুলিশের তরফ থেকে কোনও সহযোগিতা তেমন পাইনি। গ্রামের লোকেদের মুখে শুনতে পাই গ্রামের অন্য দু'জনের সঙ্গে এই আমবাগানের কাছেই রাহুলকে শেষ দেখা গিয়েছিল। আজকে আমরা খুঁজতে এসে দেখি রাহুলের সাইকেল দাঁড় করানো রয়েছে। এরপর খোঁজাখুঁজি শুরু করতেই দূরে একটি জলাভূমিতে মাটিচাপা দেওয়া রাহুলের মৃতদেহ পাওয়া যায়। ক্ষতবিক্ষত ছিল মৃতদেহ। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।"

আরও পড়ুন:27 নম্বর ওয়ার্ডের জন্য সাতাশটি প্রতিশ্রুতি জিতেন্দ্র-জায়া চৈতালির

কিন্তু কেন এই খুন? মৃত যুবকের বাবা শেখ আজাদের দাবি, রাহুল বিবাহিত হলেও স্থানীয় এক গৃহবধূর সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক হয়েছিল। আর সেই সম্পর্কের জেরে ওই মহিলার স্বামী এবং তার সঙ্গীরা মিলে রাহুলকে খুন করেছে। সালানপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে তদন্তে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম অভিষেক মোদি। তিনি বলেন, "এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ মৃত যুবকের প্রেমিকা, তার স্বামী এবং স্বামীর দুই সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.