অণ্ডাল, 8 মার্চ: দোলের দিন অণ্ডালের দামোদরের পুবড়া বালিঘাটে তলিয়ে যায় এক যুবক (Young man drowned in Damodar on Tuesday) । ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলার দল । গতকাল থেকে নদীতে চলছে তল্লাশি । এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি । ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিখোঁজ যুবকের দুই বন্ধুকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ।
ধীরে ধীরে বালি মাফিয়াদের দৌলতে নিজের গতিপথ হারাচ্ছে দামোদর । আর অবৈজ্ঞানিকভাবে নদীর গতিপথ আটকে নদী গর্ভ থেকে তোলা হচ্ছে বালি । আর সে কারণেই নদী গর্ভে যেখানে সেখানে তৈরি হয়েছে বিশালাকার গর্ত ও চোরা স্রোত বলে অভিয়োগ । আর সেই কারণেই নদীতে স্নান করতে নেমেই ঘটে দুর্ঘটনা । তলিয়ে যাচ্ছে মানুষজন । বালি মাফিয়ারা নদী গর্ভ থেকে বালি তুলে পাচার করছে মুনাফা লাভের আশায় ৷ আর তারই ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে । অকালে প্রাণ যাচ্ছে নদীতে স্নান করতে আসা মানুষজনের ।
অণ্ডালের 11 নম্বর রেল কলোনির বাসিন্দা সৈকত চন্দ (27 বছর) তাঁর বন্ধুদের সঙ্গে মঙ্গলবার দোলের দিন সকাল সাড়ে এগারোটায় বাড়ি থেকে বের হয় হোলি খেলার উদ্দেশ্যে । নিখোঁজ যুবকের বাবা স্বপনকুমার চন্দ জানান, গতকাল বন্ধুদের সঙ্গে দোল খেলার উদ্দেশ্যে বেলায় সাড়ে এগারোটা নাগাদ বের হন তাঁর ছোট ছেলে সৈকত । বাড়ি ফিরতে দেরি হওয়ায় বেলা দুটো নাগাদ তাঁকে ফোন করা হয় ৷ তখন সৈকত জানান তাঁর ফিরতে দেরি হবে । বিকেল চারটে ছাব্বিশ নাগাদ তাঁকে ফোন করলে তিনি আবার জানায় তাঁর যেতে একটু দেরি হবে । দেরি হওয়ায় আবার সৈকতকে পাঁচটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাগাদ ফোন করে তাঁর বাবা ৷ সেই সময় ফোনে অন্য লোকের গলা শুনতে পান স্বপন ৷ তিনি জিজ্ঞেস করেন আপনি কে? ছেলে সৈকতকে ফোনটা দিন ।
সৈকতের দুই বন্ধু অণ্ডাল থানায় আসেন। ওই দুই বন্ধু জানান নদীতে স্নান করতে গিয়ে সৈকত তলিয়ে গিয়েছেন । থানা থেকে সৈকতের বাবার সঙ্গে যোগাযোগও করা হয় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৈকতের দুই বন্ধুকে আটক করেছে । অন্যদিকে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বিপর্যয় মোকাবিলার দল উদ্ধার কার্য চালাতে পারেনি গতকাল । সকাল থেকেই ফের বিপর্যয় মোকাবিলার দল দামোদরে তল্লাশি চালায় ৷ এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি ৷ তল্লাশি চলছে ।
আরও পড়ুন: ঝাড়গ্রামে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের