ETV Bharat / state

ডাম্পারের ধাক্কায় মৃত্যু; অন্ডালে উত্তেজনা, আগুন - died

ডাম্পারে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম তনুজা বাউরি (45) । বেআইনি বালি তোলার অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা ।

আগুনে পুড়ছে
author img

By

Published : May 29, 2019, 2:04 PM IST

Updated : May 29, 2019, 3:28 PM IST

অন্ডাল, 29 মে : অন্ডালে বালি বহনকারী ডাম্পারে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম তনুজা বাউরি (45) । এরপরই বেআইনি বালি তোলার অফিস ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা । জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক লরিটিকেও । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আজ মদনপুর পঞ্চায়েতের পুবলা বালিঘাটে স্থান করতে গেছিলেন তনুজা বাউরি ও মনোজয় বাউরি । স্নান সেরে বাড়ি ফেরার সময় বালিঘাটে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার আচমকাই গড়িয়ে আসে । ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় দিদি তনুজার । আহত হন মনোজয় । তাঁকে উখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

পুড়ছে ডাম্পার

এদিকে, এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে । বালিঘাটের পাশে বালি মাফিয়াদের কার্যালয় ভাঙচুর করে উত্তেজিত জনতা । আগুন ধরিয়ে দেওয়া হয় ঘাতক ডাম্পারটিতে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

অন্ডাল, 29 মে : অন্ডালে বালি বহনকারী ডাম্পারে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম তনুজা বাউরি (45) । এরপরই বেআইনি বালি তোলার অফিস ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা । জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক লরিটিকেও । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আজ মদনপুর পঞ্চায়েতের পুবলা বালিঘাটে স্থান করতে গেছিলেন তনুজা বাউরি ও মনোজয় বাউরি । স্নান সেরে বাড়ি ফেরার সময় বালিঘাটে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার আচমকাই গড়িয়ে আসে । ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় দিদি তনুজার । আহত হন মনোজয় । তাঁকে উখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

পুড়ছে ডাম্পার

এদিকে, এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে । বালিঘাটের পাশে বালি মাফিয়াদের কার্যালয় ভাঙচুর করে উত্তেজিত জনতা । আগুন ধরিয়ে দেওয়া হয় ঘাতক ডাম্পারটিতে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Intro:অন্ডালের মদন পুরে বালির গাড়িতে চাপা পড়ে মৃত্যু একজনের এলাকায় উত্তেজনা ।
সৌমেন ব্যানার্জ্জী, অন্ডাল - ভোট পর্ব মিটে না মিটতেই সক্রিয় অন্ডাল এলাকার অবৈধ বালি মাফিয়ারা । অন্ডালের মদনপুর পঞ্চায়েতের পুবরা বালি ঘাটের ঘটনা । স্থানীয় মানুষের অভিযোগ এই বালিঘাট দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে নির্বিকার প্রশাসন ।
প্রত্যেক দিনের মতোই নদীতে স্নান করে মদন পুরের মনোজয় বাউরি ,বুধবার মনজয় তার দিদিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল । ঘাটের ওপর এই দাঁড়িয়েছিল বালিবোঝাই একটা লরি হঠাৎ করে লরিটি পিছন দিকে চলে আসায় মন জয় ও তার দিদি তনুজা বাউরী বয়স 45 ঘটনাস্থলে মারা যায় তনুজা মনোযোগ গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের হাসপাতালে ভর্তি।ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসীরা আগুন জ্বালিয়ে দেয় অবৈধ বালির গাড়ি গুলিতে এবং গজিয়ে ওঠা অফিস গুলিতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনগণ ।
ঘটনা বেগতিক দেখে চম্পট দেয় বালি মাফিয়ারা । এই ঘটনায় বাসিন্দা রানা দাস জানান, অবিলম্বে এই অবৈধ বালির কারবার এলাকায় বন্ধ করতে হবে ।এবং এর সাথে যেসব নেতারা যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে । নইলে আগামী দিনে সেইসব নেতাদের বাড়িতেও হামলা চলতে পারে বলে জানিয়েছেন তিনি ।
ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে উত্তেজিত জনতা। এলাকা উত্তপ্ত থাকায় রয়েছে পুলিশ পিকেট । ঘটনাস্থলে রয়েছে অন্ডাল থানার বিশাল পুলিশবাহিনী ।Body:কপিConclusion:কপি
Last Updated : May 29, 2019, 3:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.