ETV Bharat / state

তথ্য প্রকাশ করে ট্রোলিংয়ের জবাব বাবুলের

বাস স্ট্যান্ডের যাত্রী শেড নিয়ে বাবুল সুপ্রিয়কে ট্রোলড করা হয়েছিল । এর জবাব দিতে বাবুল সুপ্রিয় যাত্রী শেডের সমস্ত তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ।

যাত্রী শেড
author img

By

Published : Jul 10, 2019, 10:07 AM IST

আসানসোল, 10 জুলাই : সাংসদ তহবিলের টাকায় তৈরি বাস স্ট্যান্ডের যাত্রী শেড নিয়ে বাবুল সুপ্রিয়কে ট্রোলড করা হয়েছিল । এর জবাব দিতে বাবুল সুপ্রিয় যাত্রী শেডের সমস্ত তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । যাত্রী শেডটি নির্মাণ হয়েছে ADDA-র তত্ত্বাবধানে ।

ADDA letter
ADDA-এর দরপত্র
গত দু'দিন ধরে যাত্রী শেডের ছবি ভাইরাল হয় । ফলকে দেখা যায় 7 লাখ 71 হাজার 419 টাকা ব্যয়ে শেডটি তৈরি হয়েছে । শেডটি তৈরি হতে এই পরিমাণ টাকা খরচ হয়নি বলেই দাবি ওঠে । এই দাবি তুলে তৃণমূলের তরফে ফেসবুকে একটি পোস্টও করা হয়েছিল । এরপরই বাবুল যাত্রী শেড তৈরির পুরো তথ্য প্রকাশ করলেন । বাবুলের দাবি, ADDA টেন্ডার ডেকেছিল ।

বাবুলের পোস্টে নতুন করে জল্পনা তৈরি হল । যদিও ADDA চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ।

আসানসোল, 10 জুলাই : সাংসদ তহবিলের টাকায় তৈরি বাস স্ট্যান্ডের যাত্রী শেড নিয়ে বাবুল সুপ্রিয়কে ট্রোলড করা হয়েছিল । এর জবাব দিতে বাবুল সুপ্রিয় যাত্রী শেডের সমস্ত তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । যাত্রী শেডটি নির্মাণ হয়েছে ADDA-র তত্ত্বাবধানে ।

ADDA letter
ADDA-এর দরপত্র
গত দু'দিন ধরে যাত্রী শেডের ছবি ভাইরাল হয় । ফলকে দেখা যায় 7 লাখ 71 হাজার 419 টাকা ব্যয়ে শেডটি তৈরি হয়েছে । শেডটি তৈরি হতে এই পরিমাণ টাকা খরচ হয়নি বলেই দাবি ওঠে । এই দাবি তুলে তৃণমূলের তরফে ফেসবুকে একটি পোস্টও করা হয়েছিল । এরপরই বাবুল যাত্রী শেড তৈরির পুরো তথ্য প্রকাশ করলেন । বাবুলের দাবি, ADDA টেন্ডার ডেকেছিল ।

বাবুলের পোস্টে নতুন করে জল্পনা তৈরি হল । যদিও ADDA চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ।

Intro:সাংসদ কোটার ৭ লক্ষ ৭১ হাজার টাকার বেশী টাকা ব্যায়ে নির্মিত বাসস্ট্যান্ডে যাত্রী শেড নিয়ে বাবুল সুপ্রিয়কে ট্রোল করছে তৃণমূল কর্মীরা। সেই খবর ইটিভি ভারতে প্রকাশ হওয়ার পরে পরেঈ বাবুল সুপ্রিয় সেই যাত্রীশেড নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নথি পোষ্ট করেছেন। যাত্রী শেডটি বানিয়েছে রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ADDA।
এমনিতেই নিয়মমাফিক সাংসদ নিজের টাকায় নিজে কোন কাজ করতে পারেন না। রাজ্য সরকারের কোন সংস্থাকে দিয়েই সাংসদকে কাজ করাতে হবে। কিন্তু গত দুদিন ধরে একটি যাত্রী শেডের ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায় ৭ লক্ষ ৭১ হাজার টাকার বেশী খরচ করে একটি যাত্রীশেড বানানো হয়েছে। অথচ খোলাচোখে দেখেই বোঝা যাচ্ছে ওই যাত্রীশেডটি বানাতে এত খরচ হওয়ার নয়। আর এরপরেই ওই যাত্রী শেডের ছবি দিয়ে বাবুল সুপ্রিয় কাটমানি খেয়েছে বলে তৃণমূল কর্মীরা ফেসবুকে ট্রোল করতে শুরু করে। সেই খবর শুধু ইটিভি ভারতেই প্রকাশ হয়। আর এরপরেই নড়েচড়ে বসেন সাংসদ বাবুল সুপ্রিয়। যাত্রীশেড নিয়ে সম্পুর্ন তথ্য নথি সহকারে পরিষ্কারভাবে তিনি সামনে নিয়ে এসেছেন।
৭ লক্ষ ৭১ হাজার টাকার বেশি সাংসদ কোটার টাকা দিয়ে যাত্রী শেডটি তৈরি করেছে রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা বা ADDA. তারাই টেন্ডার ডেকে কাজ সম্পুর্ণ করে তা পরিস্কার লেখা ADDA নথিতে। শুধু তাই নয় ওই অর্ডারের বিষয়ে লেখা হয়েছে "আধুনিক পরিষেবা সহ দুনম্বর জাতীয় সড়কে রানীগঞ্জে ওই যাত্রীশেডটি নির্মান করা হবে"। কিন্তু যাত্রীশেডের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে কোথাও আধুনিক পরিষেবার চিহ্ন নেই। স্বভাবতই বাবুল সুপ্রিয়ের এই নথি প্রকাশের পর কাঠগড়ায় ADDA.
বাবুল সুপ্রিয় তৃণমূলের উদ্দেশ্যে জানিয়েছেন "সবাইকে জেনে রাখা দরকার যে scheme MP sanction করে তার টাকা DM executive এজেন্সি কে দেয়। Executive এজেন্সি টেন্ডার call করে। এখানে Executive Agency হচ্ছে ADDA। ADDAই টেন্ডার করেছিল। ADDA র Work Order টা দেয়া হলো। মিলিয়ে নিন। আপনাদের মত ঘৃণ্য রাজনীতি আমরা করিনা। গরিব লোকেদের বঞ্চিত করা হয়না TMছিছিছি।"
ADDA চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চাননি।
Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.