ETV Bharat / state

কারখানার ভিতর ডাম্পারের ধাক্কা, মৃত DSP-র ২ কর্মী

কারখানার স্ট্রিপার ওয়েতে ডাম্পারের ধাক্কা। মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP) দুই কর্মীর। মৃতদের নাম চন্দ্রভূষণ কুমার(৫২) ও উৎপল মণ্ডল(৩৬)।

মৃত দুই DSP কর্মী
author img

By

Published : Mar 12, 2019, 9:27 PM IST

দুর্গাপুর, ১২ মার্চ : কারখানার স্ট্রিপার ওয়েতে ডাম্পারের ধাক্কা। মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP) দুই কর্মীর। মৃতদের নাম চন্দ্রভূষণ কুমার(৫২) ও উৎপল মণ্ডল(৩৬)।

দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক পদে কাজ করতেন চন্দ্রভূষণবাবু। ওই একই কারখানার স্থায়ী কর্মী উৎপল মণ্ডল। আজ সকালে মর্নিং শিফটের কাজ সেরে কারখানার ভিতরের স্ট্রিপার ওয়ে দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেইসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় ওই দুই ব্যক্তি। সেইসময় তাঁদের পিষে দিয়ে চলে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। ঘটনাস্থানে আসে CISF। তারা ঘাতক ডাম্পারটিকে আটক করে। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ডাম্পারের চালকের।

এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার CEO-কে ঘিরে বিক্ষোভ দেখান অন্য কর্মীরা। পাশাপাশি মৃতদেহ দুটিকেও ঘটনাস্থান থেকে নিয়ে যেতে দেওয়া হয়নি। তাঁদের দাবি, মৃতদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। তা নাহলে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না।

দুর্গাপুর, ১২ মার্চ : কারখানার স্ট্রিপার ওয়েতে ডাম্পারের ধাক্কা। মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP) দুই কর্মীর। মৃতদের নাম চন্দ্রভূষণ কুমার(৫২) ও উৎপল মণ্ডল(৩৬)।

দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক পদে কাজ করতেন চন্দ্রভূষণবাবু। ওই একই কারখানার স্থায়ী কর্মী উৎপল মণ্ডল। আজ সকালে মর্নিং শিফটের কাজ সেরে কারখানার ভিতরের স্ট্রিপার ওয়ে দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেইসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় ওই দুই ব্যক্তি। সেইসময় তাঁদের পিষে দিয়ে চলে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। ঘটনাস্থানে আসে CISF। তারা ঘাতক ডাম্পারটিকে আটক করে। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ডাম্পারের চালকের।

এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার CEO-কে ঘিরে বিক্ষোভ দেখান অন্য কর্মীরা। পাশাপাশি মৃতদেহ দুটিকেও ঘটনাস্থান থেকে নিয়ে যেতে দেওয়া হয়নি। তাঁদের দাবি, মৃতদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। তা নাহলে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না।

Intro:দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এই কারখানার এনার্জি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর স্থায়ী কর্মী চন্দ্র ভুষণ কুমার( 52 বছর) এবং উৎপল মণ্ডল (৫০ বছর)যখন মর্নিং সিফটের কাজ সেরে দুজনে একটি বাইকে চড়ে ফিরছিলেন।তাদের বাইক যখন কারখানার ভেতরে স্ট্রিপার বে এর কাছে রাস্তায় সেইসময় বেপরোয়া একটি ডাম্পার তাদের ধাক্কা মেরে তাদের পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। কিভাবে কারখানার ভেতরের রাস্তায় এত দ্রুত গতিতে এই ডাম্পার চালাচ্ছিল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নিরাপত্তা নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। আজও তার প্রমাণ মিলল। এই ঘটনায় চাঞ্চল্য সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় নিন্দায় সরব। মৃত দুই স্থায়ী কর্মীর মৃতদেহ এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানার প্লান্ট মেডিকেলে রাখা হয়েছে পরে দেহ দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয়। শোকের ছায়া ইস্পাত শ্রমিক মহলে।Body:দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এই কারখানার এনার্জি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর স্থায়ী কর্মী চন্দ্র ভুষণ কুমার( 52 বছর) এবং উৎপল মণ্ডল (৫০ বছর)যখন মর্নিং সিফটের কাজ সেরে দুজনে একটি বাইকে চড়ে ফিরছিলেন।তাদের বাইক যখন কারখানার ভেতরে স্ট্রিপার বে এর কাছে রাস্তায় সেইসময় বেপরোয়া একটি ডাম্পার তাদের ধাক্কা মেরে তাদের পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। কিভাবে কারখানার ভেতরের রাস্তায় এত দ্রুত গতিতে এই ডাম্পার চালাচ্ছিল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নিরাপত্তা নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। আজও তার প্রমাণ মিলল। এই ঘটনায় চাঞ্চল্য সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় নিন্দায় সরব। মৃত দুই স্থায়ী কর্মীর মৃতদেহ এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানার প্লান্ট মেডিকেলে রাখা হয়েছে পরে দেহ দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয়। শোকের ছায়া ইস্পাত শ্রমিক মহলে।Conclusion:দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এই কারখানার এনার্জি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর স্থায়ী কর্মী চন্দ্র ভুষণ কুমার( 52 বছর) এবং উৎপল মণ্ডল (৫০ বছর)যখন মর্নিং সিফটের কাজ সেরে দুজনে একটি বাইকে চড়ে ফিরছিলেন।তাদের বাইক যখন কারখানার ভেতরে স্ট্রিপার বে এর কাছে রাস্তায় সেইসময় বেপরোয়া একটি ডাম্পার তাদের ধাক্কা মেরে তাদের পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। কিভাবে কারখানার ভেতরের রাস্তায় এত দ্রুত গতিতে এই ডাম্পার চালাচ্ছিল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নিরাপত্তা নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। আজও তার প্রমাণ মিলল। এই ঘটনায় চাঞ্চল্য সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় নিন্দায় সরব। মৃত দুই স্থায়ী কর্মীর মৃতদেহ এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানার প্লান্ট মেডিকেলে রাখা হয়েছে পরে দেহ দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয়। শোকের ছায়া ইস্পাত শ্রমিক মহলে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.