ETV Bharat / state

কোরোনা মুক্ত পশ্চিম বর্ধমানের আরও 2 , বাড়ি ফিরছেন আজ - West Burdwan

আগেই সুস্থ হয়েছিলেন একজন । আজ পশ্চিম বর্ধমানের আরও দুই কোরোনা আক্রান্ত সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন ।

Sanaka Hospital
সনকা হাসপাতাল
author img

By

Published : Apr 25, 2020, 3:30 PM IST

দুর্গাপুর, 25 এপ্রিল : পশ্চিম বর্ধমানে সুস্থ হলেন আরও দুই কোরোনা আক্রান্ত । আজই তাঁরা আসানসোলে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছেন । এর আগেও জেলার আরও এক কোরোনা আক্রান্ত সুস্থ হন । তিনিও আসানসোলের বাসিন্দা ।

আসানসোল রেলপাড়ের দু'জন মহিলা কোরোনায় আক্রান্ত হন । কাঁকসার মলানদিঘিতে বেসরকারি সনকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা । দুই কোরোনা আক্রান্তের মধ্যে একজনের বয়স 50 বছর । অন্যজনের বয়স 57 বছর । বর্তমানে তাঁরা সুস্থ । তাই আজই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন তাঁরা । তারপরেই আসানসোলে নিজেদের বাড়ির পথে রওনা দেবেন ।

এই সনকা হাসপাতালে পশ্চিম বর্ধমানের তিন জন ও পূর্ব বর্ধমানের এক জন কোরোনা আক্রান্ত ভরতি হন । তাঁদের মধ্যে পশ্চিম বর্ধমানের দু'জনকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে । এখনও পর্যন্ত জেলায় আর কোনও কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি ।

দুর্গাপুর, 25 এপ্রিল : পশ্চিম বর্ধমানে সুস্থ হলেন আরও দুই কোরোনা আক্রান্ত । আজই তাঁরা আসানসোলে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছেন । এর আগেও জেলার আরও এক কোরোনা আক্রান্ত সুস্থ হন । তিনিও আসানসোলের বাসিন্দা ।

আসানসোল রেলপাড়ের দু'জন মহিলা কোরোনায় আক্রান্ত হন । কাঁকসার মলানদিঘিতে বেসরকারি সনকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা । দুই কোরোনা আক্রান্তের মধ্যে একজনের বয়স 50 বছর । অন্যজনের বয়স 57 বছর । বর্তমানে তাঁরা সুস্থ । তাই আজই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন তাঁরা । তারপরেই আসানসোলে নিজেদের বাড়ির পথে রওনা দেবেন ।

এই সনকা হাসপাতালে পশ্চিম বর্ধমানের তিন জন ও পূর্ব বর্ধমানের এক জন কোরোনা আক্রান্ত ভরতি হন । তাঁদের মধ্যে পশ্চিম বর্ধমানের দু'জনকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে । এখনও পর্যন্ত জেলায় আর কোনও কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.