ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টায় অভিযুক্ত BJP নেতা - স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা

সন্ধ্যার অভিযোগ, তাঁর স্বামী বিভিন্ন মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন । বারবার ধরাও পড়েন । কিন্তু স্বভাব যায়নি । এরপরেই সন্ধ্যা কয়েকদিন আগে চিরঞ্জিতের মোবাইলে বিভিন্ন মহিলাকে পাঠানো বেশকিছু আপত্তিকর ছবি ও মেসেজ দেখতে পান । মোবাইল ফোনটি নিয়ে নেন তিনি । সেই ছবিগুলো ভাইরাল করে দেন । এরপরেই সন্ধ্যাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ।

অভিযুক্ত চিরঞ্জিত ধীবর
author img

By

Published : Aug 20, 2019, 3:11 PM IST

Updated : Aug 20, 2019, 5:08 PM IST

দুর্গাপুর, 20 অগাস্ট: স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ BJP-র প্রাথমিক শিক্ষক সেলের নেতার বিরুদ্ধে । অভিযুক্তের নাম চিরঞ্জিত ধীবর । স্ত্রীর নাম সন্ধ্যা দাস । সোমবার রাতে চিরঞ্জিত সন্ধ্যার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । চিরঞ্জিতের সঙ্গে কয়েকজন মহিলার সম্পর্ক ছিল বলে অভিযোগ তার স্ত্রীর । তা নিয়ে প্রতিবাদ করাতেই খুনের চেষ্টা বলে অভিযোগ ৷

সন্ধ্যার অভিযোগ, তাঁর স্বামীর বিভিন্ন মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল । বারবার ধরাও পড়েছিল স্ত্রীর কাছে । কিন্তু স্বভাব যায়নি ৷ কয়েক দিন আগে সন্ধ্যা চিরঞ্জিতের মোবাইলে একাধিক আপত্তিকর ছবি ও মেসেজ দেখতে পান । সেগুলি নাকি বিভিন্ন মহিলাকে পাঠানো হয়েছিল ৷ তিনি চিরঞ্জিতের মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেন এবং সেই ছবি ও মেসেজগুলো ভাইরাল করে দেন । এরপরেই সন্ধ্যাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । ৬ অগাস্ট চিরঞ্জিতের বাবা তপন সন্ধ্যার কাছে এসে ছেলের মোবাইলটি ফেরত চান ৷ এনিয়ে বচসা হলে তপন সন্ধ্যার গলাটিপে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । সেই সময় সন্ধ্যার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে । এরপর দুর্গাপুর থানায় অভিযোগ জানান সন্ধ্যা ।

সন্ধ্যার শ্বশুর, শাশুড়ি ও দেওর ইস্পাত নগরীর শিবাজী রোডে থাকেন । স্ত্রীর সঙ্গে বচসার পর সেখানেই কিছুদিন ধরে চিরঞ্জিত থাকছিল । গতরাতে নতুনপল্লির বাড়িতে একা ছিলেন সন্ধ্যা । কড়া নাড়ার আওয়াজ পেয়ে তিনি দরজা খুলতেই চিরঞ্জিত তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ । সন্ধ্যার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ । এরপর চিরঞ্জিতকে গ্রেপ্তার করা হয় । আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ।

শুনুন সন্ধ্যাদেবীর বক্তব্য

দুর্গাপুর, 20 অগাস্ট: স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ BJP-র প্রাথমিক শিক্ষক সেলের নেতার বিরুদ্ধে । অভিযুক্তের নাম চিরঞ্জিত ধীবর । স্ত্রীর নাম সন্ধ্যা দাস । সোমবার রাতে চিরঞ্জিত সন্ধ্যার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । চিরঞ্জিতের সঙ্গে কয়েকজন মহিলার সম্পর্ক ছিল বলে অভিযোগ তার স্ত্রীর । তা নিয়ে প্রতিবাদ করাতেই খুনের চেষ্টা বলে অভিযোগ ৷

সন্ধ্যার অভিযোগ, তাঁর স্বামীর বিভিন্ন মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল । বারবার ধরাও পড়েছিল স্ত্রীর কাছে । কিন্তু স্বভাব যায়নি ৷ কয়েক দিন আগে সন্ধ্যা চিরঞ্জিতের মোবাইলে একাধিক আপত্তিকর ছবি ও মেসেজ দেখতে পান । সেগুলি নাকি বিভিন্ন মহিলাকে পাঠানো হয়েছিল ৷ তিনি চিরঞ্জিতের মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেন এবং সেই ছবি ও মেসেজগুলো ভাইরাল করে দেন । এরপরেই সন্ধ্যাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । ৬ অগাস্ট চিরঞ্জিতের বাবা তপন সন্ধ্যার কাছে এসে ছেলের মোবাইলটি ফেরত চান ৷ এনিয়ে বচসা হলে তপন সন্ধ্যার গলাটিপে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । সেই সময় সন্ধ্যার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে । এরপর দুর্গাপুর থানায় অভিযোগ জানান সন্ধ্যা ।

সন্ধ্যার শ্বশুর, শাশুড়ি ও দেওর ইস্পাত নগরীর শিবাজী রোডে থাকেন । স্ত্রীর সঙ্গে বচসার পর সেখানেই কিছুদিন ধরে চিরঞ্জিত থাকছিল । গতরাতে নতুনপল্লির বাড়িতে একা ছিলেন সন্ধ্যা । কড়া নাড়ার আওয়াজ পেয়ে তিনি দরজা খুলতেই চিরঞ্জিত তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ । সন্ধ্যার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ । এরপর চিরঞ্জিতকে গ্রেপ্তার করা হয় । আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ।

শুনুন সন্ধ্যাদেবীর বক্তব্য
Intro:বিজেপি নেতা গ্রেপ্তার।ভিজ্যুয়াল Body:বিজেপি নেতা গ্রেপ্তার।ভিজ্যুয়াল Conclusion:বিজেপি নেতা গ্রেপ্তার।ভিজ্যুয়াল
Last Updated : Aug 20, 2019, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.