ETV Bharat / state

তৃণমূল কাউন্সিলরকে গালিগালাজ দলীয় নেতার, মারধরের হুমকি

author img

By

Published : Sep 16, 2019, 11:02 PM IST

Updated : Sep 17, 2019, 6:55 AM IST

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক যুবক ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ সেই অবরোধ তুলতে গেছিলেন ফাঁড়ির IC ৷ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ৷ কিন্তু তাঁকেই আঙুল তুলে গালিগালাজ করলেন স্থানীয় তৃণমূল নেতা ৷ মারধরেরও হুমকি দেন ৷

পূর্ণেন্দু রায়

কুলটি, 16 সেপ্টেম্বর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক যুবক ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ৷ সেই অবরোধই তুলতে গেছিলেন ফাঁড়ির IC ৷ খবর পেয়ে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজা চ্যাটার্জি ৷ কিন্তু তাঁকেই আঙুল তুলে গালিগালাজ করলেন স্থানীয় ওই তৃণমূল নেতা ৷ মারধরেরও হুমকি দেন ৷ বলেন, "মেরে ঘুছিয়ে দেব ৷" কুলটি থানার লছিপুর এলাকার ঘটনা ৷

আজ রাতে কুলটির লছিপুর সংলগ্ন বেলরুই রায় পাড়ায় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিদ্যুতের পোলগুলি শর্টসার্কিট হয়ে রয়েছে ৷ ওই যুবক আজ ঝড়-বৃষ্টিতে এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পোলে হাত দেন ৷ তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তখনই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ স্থানীয় তৃণমূল নেতা তথা কুলটি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে পুরোনো জি টি রোড অবরোধ করেন স্থানীয়রা ৷ সেই অবরোধ তুলতে ঘটনাস্থানে পৌঁছান নিয়ামতপুর ফাঁড়ির IC পলাশ মণ্ডল ৷ পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজা চ্যাটার্জি ৷ সেইসময় তাঁর দিকে আঙুল তুলে গালিগালাজ করেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় ৷ এমন কী, তাঁকে মারধরের হুমকি দেন ৷ বলেন, "মেরে ঘুচিয়ে দেব ৷" IC পলাশ মণ্ডল সেইসময় পূর্ণেন্দু রায়কে আঙুল নামিয়ে নিতে বলেন ৷

তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় বলেন, "IC পলাশ মণ্ডল বিষয়টি তদন্ত করার কথা দিয়েছেন ৷ সেই কারণেই অবরোধ তুলে নিলাম ৷"

যদিও ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি কাউন্সিলর রাজা চ্যাটার্জি ।

কুলটি, 16 সেপ্টেম্বর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক যুবক ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ৷ সেই অবরোধই তুলতে গেছিলেন ফাঁড়ির IC ৷ খবর পেয়ে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজা চ্যাটার্জি ৷ কিন্তু তাঁকেই আঙুল তুলে গালিগালাজ করলেন স্থানীয় ওই তৃণমূল নেতা ৷ মারধরেরও হুমকি দেন ৷ বলেন, "মেরে ঘুছিয়ে দেব ৷" কুলটি থানার লছিপুর এলাকার ঘটনা ৷

আজ রাতে কুলটির লছিপুর সংলগ্ন বেলরুই রায় পাড়ায় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিদ্যুতের পোলগুলি শর্টসার্কিট হয়ে রয়েছে ৷ ওই যুবক আজ ঝড়-বৃষ্টিতে এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পোলে হাত দেন ৷ তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তখনই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ স্থানীয় তৃণমূল নেতা তথা কুলটি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে পুরোনো জি টি রোড অবরোধ করেন স্থানীয়রা ৷ সেই অবরোধ তুলতে ঘটনাস্থানে পৌঁছান নিয়ামতপুর ফাঁড়ির IC পলাশ মণ্ডল ৷ পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজা চ্যাটার্জি ৷ সেইসময় তাঁর দিকে আঙুল তুলে গালিগালাজ করেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় ৷ এমন কী, তাঁকে মারধরের হুমকি দেন ৷ বলেন, "মেরে ঘুচিয়ে দেব ৷" IC পলাশ মণ্ডল সেইসময় পূর্ণেন্দু রায়কে আঙুল নামিয়ে নিতে বলেন ৷

তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় বলেন, "IC পলাশ মণ্ডল বিষয়টি তদন্ত করার কথা দিয়েছেন ৷ সেই কারণেই অবরোধ তুলে নিলাম ৷"

যদিও ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি কাউন্সিলর রাজা চ্যাটার্জি ।

Intro:এক যুবকের বিদ্যুত পিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় কুলটির তৃণমূল নেতা পুর্ণেন্দু রায়ের নেতৃত্বে পথ অবরোধ করা হচ্ছিল। আর সেই পথ অবরোধ তুলতে গেলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির IC পলাশ মন্ডলকে আঙুল তুলে গালাগালি করেন পুর্ণেন্দু রায়। শুধু তাই নয় হুমকি দিয়ে বলেন, মেরে উড়িয়ে দেব। কুলটি থানার লছিপুর এলাকার ঘটনা।
জানা গেছে আজ রাতে কুলটির লছিপুর সংলগ্ন বেলরুই রায় পাড়ার রাস্তায় এক যুবক বিদ্যুত পিষ্ট হয়ে মারা যায়। প্রাথমিক ভাবে জানা গেছে ওই যুবক লোকো কলোনির বাসিন্দা। বাসিন্দারাই ওই যুবকের মৃতদের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করে। এরপর ঘটনাস্থানে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে। বাসিন্দারা তখন বিক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় তৃণমূল নেতা তথা কুলটি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পুর্ণেন্দু রায়ের নেতৃত্বে পুরোনো জিটি রোড অবরোধ করে বাসিন্দারা। বাসিন্দাদের দাবি বিদ্যুত দপ্তরের গাফিলতিতেই এই ঘটেছে। আলোচনার মাধ্যমে পথ অবরোধ তুলতে যান নিয়ামতপুর ফাঁড়়ির IC পলাশ মন্ডল। কিন্তু অভিযোগ তৃণমূল নেতা পুর্ণেন্দু রায় আঙুল তুলে তাকে গালাগালি করেন। শুধু তাই নয় মারধর করার হুমকিও দেন। পলাশ মন্ডল প্রতিবাদ করে পুর্ণেন্দু বাবুকে আঙুল নামিয়ে কথা বলতে বলেন। কিন্তু পুলিশের প্রতিবাদ দেখে আসে পাশের লোকেরা উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি যাতে বিগড়ে না যায় পলাশ মন্ডল সে কারণে কোন কথা বাড়াননি। বাসিন্দাদের সঠিক তদন্তের আশ্বাস দিয়ে পথ অবরোধ তোলেন তিনি।
পুর্ণেন্দু রায় জানান, নিয়ামতপুর ফাঁড়ির IC পলাশ মন্ডল কথা দিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করবেন। সেই কারণেই অবরোধ তুলে নিলাম।
Body:..Conclusion:
Last Updated : Sep 17, 2019, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.