ETV Bharat / state

তৃণমূল মেয়র পারিষদকে চড় TMCP ছাত্রনেতার - ranigunj

সার্টিফিকেট নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। মেয়র পারিষদকে চড় মারেন TMCP ছাত্রনেতা।

তৃণমূল মেয়র পারিষদ
author img

By

Published : Mar 12, 2019, 9:27 PM IST

রানিগঞ্জ, ১২ মার্চ : সার্টিফিকেট নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ও TDB কলেজের TMCP ছাত্রনেতার মধ্যে হাতাহাতি হয়। মেয়র পারিষদকে চড়ও মারেন ওই ছাত্রনেতা। আজ সকালে ঘটনাটি ঘটে রানিগঞ্জের শিশু বাগান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানিগঞ্জ থানার পুলিশ।

আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ বলেন, আজ সকালে তিনি শিশুবাগান এলাকায় চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় হঠাৎ TDB কলেজের ছাত্রনেতা শুভম পান্ডের সঙ্গে বেশ কয়েকজন সেখানে আসে। এবং তাঁর উপর চড়াও হয়। মেয়র পারিষদকে চড় মারেন শুভম। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা দিব্যেন্দুকে আহত অবস্থায় রানিগঞ্জের সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুভমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন দিব্যেন্দু।

দিব্যেন্দু বলেন, "আজ সকালে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। শুভম পান্ডে নামে একজনের ফোন আসে। তাকে বলি যে, আমি চায়ের দোকানে বসে আছি। তোমরা এসে কথা বলতে চাইলে এখানে এসে কথা বলতে পারো। তারপর তারা এখানে এসে আচমকা আমার উপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমি রায়গঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। বলেছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এরা কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত। আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মেয়রকে জানিয়েছি। জেলা সভাপতিকেও জানিয়েছি।"

কলেজের তৃণমূলের ছাত্রনেতা শুভম পান্ডে বলেন, "TDB কলেজের এক ছাত্র তিতাস ব্যানার্জি ১০ দিন ধরে দিব্যেন্দু দা'র কাছে দৌড়াচ্ছে নিজের ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য। গতরাতে উঁচু গলায় ও দিব্যেন্দুদা'র সঙ্গে কথা বলে ফেলে। তাই দিব্যেন্দুদা ওকে রাস্তাতেই মারধর করে। গালিগালাজ করে। আজ সকালে আমি তিতাসকে নিয়ে যাই দিব্যেন্দুদা'র কাছে। কিন্তু আমার সঙ্গেও খারাপভাবে ব্যবহার করে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাগের মাথায় আমি ওকে এক থাপ্পড় মেরেছি। তার জন্য পুলিশ প্রশাসন যদি আমাকে শাস্তি দেয়, আমি শাস্তি পেতে রাজি আছি। দলের কর্মীদের সাথেই যদি উনি এরকম ব্যবহার করেন, সাধারণ মানুষের সঙ্গে উনি কী ব্যবহার করেন।"

রানিগঞ্জ, ১২ মার্চ : সার্টিফিকেট নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ও TDB কলেজের TMCP ছাত্রনেতার মধ্যে হাতাহাতি হয়। মেয়র পারিষদকে চড়ও মারেন ওই ছাত্রনেতা। আজ সকালে ঘটনাটি ঘটে রানিগঞ্জের শিশু বাগান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানিগঞ্জ থানার পুলিশ।

আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ বলেন, আজ সকালে তিনি শিশুবাগান এলাকায় চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় হঠাৎ TDB কলেজের ছাত্রনেতা শুভম পান্ডের সঙ্গে বেশ কয়েকজন সেখানে আসে। এবং তাঁর উপর চড়াও হয়। মেয়র পারিষদকে চড় মারেন শুভম। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা দিব্যেন্দুকে আহত অবস্থায় রানিগঞ্জের সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুভমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন দিব্যেন্দু।

দিব্যেন্দু বলেন, "আজ সকালে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। শুভম পান্ডে নামে একজনের ফোন আসে। তাকে বলি যে, আমি চায়ের দোকানে বসে আছি। তোমরা এসে কথা বলতে চাইলে এখানে এসে কথা বলতে পারো। তারপর তারা এখানে এসে আচমকা আমার উপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমি রায়গঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। বলেছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এরা কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত। আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মেয়রকে জানিয়েছি। জেলা সভাপতিকেও জানিয়েছি।"

কলেজের তৃণমূলের ছাত্রনেতা শুভম পান্ডে বলেন, "TDB কলেজের এক ছাত্র তিতাস ব্যানার্জি ১০ দিন ধরে দিব্যেন্দু দা'র কাছে দৌড়াচ্ছে নিজের ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য। গতরাতে উঁচু গলায় ও দিব্যেন্দুদা'র সঙ্গে কথা বলে ফেলে। তাই দিব্যেন্দুদা ওকে রাস্তাতেই মারধর করে। গালিগালাজ করে। আজ সকালে আমি তিতাসকে নিয়ে যাই দিব্যেন্দুদা'র কাছে। কিন্তু আমার সঙ্গেও খারাপভাবে ব্যবহার করে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাগের মাথায় আমি ওকে এক থাপ্পড় মেরেছি। তার জন্য পুলিশ প্রশাসন যদি আমাকে শাস্তি দেয়, আমি শাস্তি পেতে রাজি আছি। দলের কর্মীদের সাথেই যদি উনি এরকম ব্যবহার করেন, সাধারণ মানুষের সঙ্গে উনি কী ব্যবহার করেন।"

Intro:রানীগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। পুরনিগমের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগতকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্রপরিষদের দুই নেতার বিরুদ্ধে। দুই TMCP নেতার বিরুদ্ধে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন দিব্যেন্দু ভগত।Body:দিব্যেন্দু ভগত জানিয়েছেন গত রাতে তাকে হুমকি দিয়েছিল তিতাস ব্যানার্জী নামে জনৈক যুবক। আজ সকালে রানীগঞ্জের ভগত পাড়া এলাকায় বাড়ির সামনে তিনি যখন বসেছিলেন তখন তিতাস ব্যানার্জী এবং শুভম পান্ডে নামে দুই যুবক আসে। দিব্যেন্দু ভগতকে মারধর করার পাশপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই দুই যুবক। ঘটনাক্রমে তিতাস ব্যানার্জী ও শুভম পান্ডে দুজনেই রানীগঞ্জের টিডিবি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা। ঘটনা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে ঘটনার কথা স্বীকার করেছে শুভম পান্ডে। তিনি জানিয়েছেন আমি এক থাপ্পড় মেরেছি ওনাকে। তার জন্য শাস্তি পেতেও আমি রাজি।
শুভম আরও জানায়, গতরাতে তিতাস গিয়েছিলেন মেয়র পারিষদের কাছে একটি শংসাপত্র আনতে। কিন্তু তিনি না দিয়ে ঘুরিয়ে দেন। সেই কারনেই বচসার সুত্রপাত। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.