ETV Bharat / state

Three Students Drown in Damodar: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র - হীরাপুর থানা

হীরাপুর থানা এলাকায় দামোদরে স্নান করতে নেমে শুক্রবার তলিয়ে গিয়েছে তিন ছাত্র ৷ তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে ৷

youths drown in Asansol
তিন ছাত্র ডুবে গেল
author img

By

Published : Apr 29, 2023, 11:02 AM IST

আসানসোল, 29 এপ্রিল: দুটি পৃথক দুর্ঘটনায় দামোদরে তলিয়ে গেল তিন ছাত্র । শুক্রবার সন্ধ্যের পর এই খবর প্রকাশ্যে আসে। রাত থেকে খোঁজাখুঁজি শুরু হয় । এখনও ওই তিন ছাত্রের কোনও খোঁজ মেলেনি । অনুমান করা হচ্ছে, তিন ছাত্রেরই মৃত্যু হয়েছে দামোদরে তলিয়ে গিয়ে। ঘটনা দুটি ঘটেছে দামোদর নদে হীরাপুর থানারই ভূতনাথ ঘাট ও নেহেরু পার্কের পিছনে । দামোদরে তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম আতিকুল খান (14), পীযূষ প্রসাদ (12) এবং রাহুল পণ্ডিত (20)।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আতিকুল ও তার তিন বন্ধু মিলে দামোদর নদে ভূতনাথ ঘাটের কাছে বালি ঘাটে স্নান করতে গিয়েছিল । তখনই আতিকুল নদীতে তলিয়ে যায় । ভয়ে তার বন্ধুরা পালিয়ে যায় । প্রথমে তারাই কিছু জানায়নি ৷ সন্ধ্যার পর আতিকুলের পরিবার জানতে পারে নদীতে তলিয়ে গিয়েছে তাদের ছেলে । আতিকুলের বাড়ি বার্নপুরের আজাদনগর এলাকায় । সে বার্নপুরেরই একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল ।

অন্যদিকে, দামোদরের অদূরেই হীরাপুরের নেহেরু পার্কের পিছনে আরও দুই ছাত্র তলিয়ে যায় । তারা হল পীযূষ ও রাহুল । দু'জনেই ডিএভি1 স্কুলের ছাত্র বলে জানা গিয়েছে । তাদের বাড়ি আসানসোল বাজার এলাকায় ৷ একইভাবে স্নান করতে গিয়ে তারাও তলিয়ে যায় । ঘটনার খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা শুক্রবার সন্ধ্যার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করে । যদিও রাতের বেলা উদ্ধার কাজ ব্যহত হয় । শনিবার সকাল থেকে পূনরায় খোঁজাখুঁজি শুরু হয়েছে ।

স্পিড বোটে নদীর মাঝে ডুবুরি নামিয়ে তিন ছাত্রের সন্ধানে তল্লাশি চলছে । যদিও এখনও খোঁজ মেলেনি তাদের । অনুমান, দামোদরে তলিয়ে গিয়ে তিনজনেরই মৃত্যু হয়েছে । স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, বারবার এই ধরনের ঘটনা ঘটছে দামোদর নদে । তাও প্রশাসনের হুঁশ নেই । অবৈধভাবে এবং অবৈজ্ঞানিকভাবে বালি কেটে নেওয়ার ফলেই দামোদরের বুকে তৈরি হয়েছে মরণকূপ । আর সামান্য গভীরে নদীতে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যাচ্ছে মানুষজন । প্রশাসনের পক্ষ থেকে ওই অঞ্চলগুলিতে কোনও বিপদ সূচক বার্তাও দেওয়া হয়নি । তাই এভাবে দামোদরের গ্রাসে কত মানুষ হারিয়ে গিয়েছে তার কোনও হিসেব নেই ।

আরও পড়ুন: কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যমজ ভাইয়ের

আসানসোল, 29 এপ্রিল: দুটি পৃথক দুর্ঘটনায় দামোদরে তলিয়ে গেল তিন ছাত্র । শুক্রবার সন্ধ্যের পর এই খবর প্রকাশ্যে আসে। রাত থেকে খোঁজাখুঁজি শুরু হয় । এখনও ওই তিন ছাত্রের কোনও খোঁজ মেলেনি । অনুমান করা হচ্ছে, তিন ছাত্রেরই মৃত্যু হয়েছে দামোদরে তলিয়ে গিয়ে। ঘটনা দুটি ঘটেছে দামোদর নদে হীরাপুর থানারই ভূতনাথ ঘাট ও নেহেরু পার্কের পিছনে । দামোদরে তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম আতিকুল খান (14), পীযূষ প্রসাদ (12) এবং রাহুল পণ্ডিত (20)।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আতিকুল ও তার তিন বন্ধু মিলে দামোদর নদে ভূতনাথ ঘাটের কাছে বালি ঘাটে স্নান করতে গিয়েছিল । তখনই আতিকুল নদীতে তলিয়ে যায় । ভয়ে তার বন্ধুরা পালিয়ে যায় । প্রথমে তারাই কিছু জানায়নি ৷ সন্ধ্যার পর আতিকুলের পরিবার জানতে পারে নদীতে তলিয়ে গিয়েছে তাদের ছেলে । আতিকুলের বাড়ি বার্নপুরের আজাদনগর এলাকায় । সে বার্নপুরেরই একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল ।

অন্যদিকে, দামোদরের অদূরেই হীরাপুরের নেহেরু পার্কের পিছনে আরও দুই ছাত্র তলিয়ে যায় । তারা হল পীযূষ ও রাহুল । দু'জনেই ডিএভি1 স্কুলের ছাত্র বলে জানা গিয়েছে । তাদের বাড়ি আসানসোল বাজার এলাকায় ৷ একইভাবে স্নান করতে গিয়ে তারাও তলিয়ে যায় । ঘটনার খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা শুক্রবার সন্ধ্যার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করে । যদিও রাতের বেলা উদ্ধার কাজ ব্যহত হয় । শনিবার সকাল থেকে পূনরায় খোঁজাখুঁজি শুরু হয়েছে ।

স্পিড বোটে নদীর মাঝে ডুবুরি নামিয়ে তিন ছাত্রের সন্ধানে তল্লাশি চলছে । যদিও এখনও খোঁজ মেলেনি তাদের । অনুমান, দামোদরে তলিয়ে গিয়ে তিনজনেরই মৃত্যু হয়েছে । স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, বারবার এই ধরনের ঘটনা ঘটছে দামোদর নদে । তাও প্রশাসনের হুঁশ নেই । অবৈধভাবে এবং অবৈজ্ঞানিকভাবে বালি কেটে নেওয়ার ফলেই দামোদরের বুকে তৈরি হয়েছে মরণকূপ । আর সামান্য গভীরে নদীতে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যাচ্ছে মানুষজন । প্রশাসনের পক্ষ থেকে ওই অঞ্চলগুলিতে কোনও বিপদ সূচক বার্তাও দেওয়া হয়নি । তাই এভাবে দামোদরের গ্রাসে কত মানুষ হারিয়ে গিয়েছে তার কোনও হিসেব নেই ।

আরও পড়ুন: কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যমজ ভাইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.